ওরা ১১ জন এর ময়মনসিংহ ট্যুর লিখেছেন প্রান্ত খান

This page was last updated on 08-Jul-2024 11:22pm , By Saleh Bangla

সময়টা ২০১৮ সালের অক্টোবর মাসের ১১ তারিখ রাত ১০-১২টায় অনেকগুলো ফোন কল পেলাম। পরেরদিন আমাদের গ্রুপ Throttler এর ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় সফর, সবাই জানতে চাইলো ভাই ট্যুর হবেতো,যাচ্ছেনতো,কনফার্ম তো?এমন প্রশ্নের কারন হলো ১২ তারিখ ঘুর্ণীঝড় তিতলীর প্রভাবে সারাদেশে বৃস্টির আশংকা আছে। আবহাওয়া বার্তা দেখে সবাই ফোন দিচ্ছিলো,আর সবার ফোনের উত্তরে আমরা একটাই কথা বলি জি ভাই কনফার্ম চলে আসেন। ওরা ১১ জন এর যাত্রা শুরু হবে । 

আমাদের মিট আপ পয়েন্ট ছিলো হাউডিতে। রাইড স্টার্ট করার সময় দেয়া ছিলো সকাল ৭ টায়। সবাই সময়মতো চলেও আসে মিট আপ পয়েন্টে।কিন্ত হঠাৎই মুষল ধারে বৃস্টি নেমে পড়ে। সবাই মানসিক ভাবে প্রস্তুত ছিলো বৃস্টির জন্য তাই সবাই রেইনকোট পরে নেয়,কিন্তু বৃস্টি কোনো ভাবেই কমছিলো না।

এঅবস্থায়  হাউডিতেই আমাদের ১ ঘন্টা বসে থাকতে হয়। এরপর ৮ টায় আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে ১২টা বাইক রওনা হই। আবার শুরু হয় মুষলধারে বৃস্টি, উত্তরা পর্যন্ত আসার পর সবাই হয়ে যাই কাক ভেজা। এই অবস্থায় উত্তরা জসিমউদ্দিনে আমরা ব্রেক নেই সাথে সকালের নাস্তাটাও করে ফেলি। 

এবার নাস্তা করতে করতে টুর কেন্সেল করে দেয়ার প্লান হচ্ছিলো কারন তখনো বৃস্টি হচ্ছে।থামার কোনো নমুনা দেখতে পাওয়া যাচ্ছে না। নাস্তা শেষ হওয়ার পর বৃস্টি একটু কমে। এবার সবাই মিলে একটি কঠিন সিদ্ধান্ত নেই,আমরা #Throttler আজকে বৃস্টিতেই রাইড দিবো।

২ টা ভাইয়ের বাসা থেকে ফোন আসার কারনে তারা উত্তরা থেকেই বাসায় ব্যাক করে। আমরা এখন ১০ টা বাইক মানুষ  ১১ জন। পুরাই ফুটবল টিম। আবার বলা যায় ওরা ১১ জন সিনেমার মত । 

" ওরা ১১ জন " আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম সকাল ৯.৩০ এ। খুব সাবধানে সবাই বাইক রাইড করছিলাম, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি ছিলো। শ্রীপুর এর পর থেকে আবার শুরু হলো গুরি গুরি বৃস্টি কিন্তু আমাদের মনের প্রবল ইচ্ছা শক্তিকে দমাতে পারেনি।

আমরা ছুটে চলেছি। বৃস্টির কারনে ভাইজর বার বার ঘোলা হয়ে যাচ্ছিলো যারফলে ভাইজর পরিস্কার করার জন্য আমাদের বেশ কয়েকবার থামতে হয়।  .

বেলা ১২ টায় আমরা ময়মনসিংহের বাকৃবি তে পৌছে যাই। পেট ভরে খাওয়া দাওয়া,হাসি,গান,খেলা,ছবিতোলা,নৌ কা ভ্রমনে দিনটা খুবি ভালো কাটলো সবার। এবার ফেরার পালা,বিকাল ৫ টার দিকে আমরা বাকৃবি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ৮.৩০ এর মদ্ধ্যে সবাই নিরাপদে ঢাকা পৌঁছে যাই।আসার সময়ও জয়দেবপুর থেকে চেরাগআলী পর্যন্ত অসহ্য জ্যাম ঠেলতে হয়।  

লিখেছেনঃ প্রান্ত খান     

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Upcoming Bikes