লিফান উইন্টার স্পেশাল অফার - ফেব্রুয়ারি ২০২২
This page was last updated on 30-Jul-2024 07:26am , By Raihan Opu Bangla
বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লিফান মোটরসাইকেল। রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেল অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। লিফান এই শীত উপলক্ষ্যে নিয়ে এসেছে “উইন্টার স্পেশাল অফার – ফেব্রুয়ারি ২০২২”।
লিফান উইন্টার স্পেশাল অফার - ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশে লিফান তাদের KPR সিরিজের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। Lifan KPR হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে একটি স্পোর্টস মোটরসাইকেল।
যারা স্পোর্টস বাইক রাইড করতে চান, কিন্তু বাজেট এর কারণে ক্রয় করতে পারছেন না, তারা কেপিআর সিরিজের বাইক রাইড করতে পারেন।
২০২০ সালে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ক্রুজার সেগমেন্টে লঞ্চ করে অন্যতম স্টাইলিশ ক্রুজার মোটরসাইকেল Lifan K-19| বাইকটি এই সেগমেন্টের স্টাইলিশ লুকস ও গ্রাফিক্স সমৃদ্ধ একটি বাইক। এছাড়া ফিচার্স এর দিক থেকেও বাইকটি অনেক এগিয়ে রয়েছে।
Lifan K19 - Lifan Motorcycle In Bangladesh
লিফান এই উইন্টার স্পেশাল অফারে দিচ্ছে ফ্রী হেলমেট এবং গিয়ারএক্স প্রিমিয়াম উইন্ডব্রেকার। Lifan KPR এবং Lifan K-19 বাইক ক্রয় করলেই আপনি পেয়ে যাবেন, বিলমোলা ভেলস ও গিয়ারএক্স উইন্টার জ্যাকেট।
Victor-R বাইকটি ক্যাফে রেসার হলেও বেশ স্টাইল রয়েছে। ক্যাফে রেসার Victor-R বাইকটি ক্রয় করলেই আপনি পেয়ে যাবেন, গিয়ারএক্স উইন্টার জ্যাকেট।
এই অফারটি বাংলাদেশে গিয়ারএক্স এর সকল অথোরাইজড শো-রুম থেকে নেয়া যাবে। অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।
- Lifan KPR Carburator with CBS: BDT 2,04,000
- Lifan KPR EFI with CBS: BDT 2,15,000
- Lifan K19 The Lord of Cruiser: BDT 2,60,000
- Victor-R CaferRacer 125: BDT 1,15,000
তবে গিফট পাওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে। এর মধ্যে হচ্ছে, মোটরসাইকেল ক্রয়ের পাঁচ দিনের মধ্যে আপনাকে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ও হেলমেট সাইজ রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে।
এখন KPR প্রেমী যারা আছেন ও বাইকটি ক্রয় করতে চাচ্ছেন উইন্টার স্পেশাল অফার এ আপনি বাইকটি ক্রয় করতে পারেন, এছাড়া আপনি স্টাইলিশ ক্রুজার মোটরসাইকেল Lifan K-19 ও ক্যাফে রেসার Victor-R বাইকটি ক্রয় করতে পারেন। এর সাথে পেয়ে যাবেন গিফট হিসেবে হেলমেট ও গিয়ারএক্স উইন্টার জ্যাকেট।