চলছে ইয়ামাহা স্প্রিং ফেস্ট – মার্চ ২০১৯ !!!

This page was last updated on 13-Jul-2024 11:13am , By Saleh Bangla

চলছে ইয়ামাহা স্প্রিং ফেস্ট

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস লিমিটেড সারা মার্চ মাস জুড়ে একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে । ইয়ামাহা স্প্রিং ফেস্ট ২০১৯ এ  ইয়ামাহা এর বিভিন্ন মোটরসাইকেল গুলোর মডেলের উপর থাকছে আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট । 

r15 v3 movistar edition price bangladesh

ইয়ামাহা স্প্রিং ফেস্ট ২০১৯ ইয়ামাহা স্প্রিং ফেস্ট ২০১৯ মধ্যে বিভিন্ন অফার একসাথে দেওয়া হচ্ছে। প্রতিটি FZS FI V2 সিঙ্গেল ডিস্ক ক্রয়ের সময় গ্রাহকরা ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার পাবেন। এছাড়াও Yamaha FZS Fi V2 ডুয়েল ডিস্ক, Yamaha Saluto, Yamaha SZ-RR V2.0 Special Edition মধ্যে গ্রাহকরা ৬,০০০ টাকার ক্যাশব্যাক অফার পাবেন। প্রত্যেক ইয়ামাহা আর১৫ ভি৩ বাইক ক্রয়ের সাথে গিফট হিসেবে থাকছে থাকছে বাইকার স্যুট । এছাড়া প্রত্যেক ইয়ামাহা ফেজার এফআই ভি২ এবং ইয়ামাহা রে জেড আর স্ট্রীট র‍্যালি ক্রয় করলেই বাইকাররা পাচ্ছেন ফ্রী হ্যান্ড গ্লোভস এবং চেইন ব্রাশার । 

২০১৯ সালের মার্চ মাসের ৩১ মার্চ পর্যন্ত ইয়মাহ স্প্রিং ফেস্টে চলবে। এই অফারটি বাংলাদেশে সমস্ত ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এর জন্য প্রযোজ্য হবে ।


 ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস লিমিটেড নিয়মিত অফার দিয়ে তাদের মার্কেটের প্লেস আপগ্রেড করে যাচ্ছে এবং সম্প্রতি তারা ব্র্যাক ব্যাংকের সাথে কোলাবোরেট করছে যাতে বাইকাররা তাদের স্বপ্নের ইয়ামাহা মোটরসাইকেলটি কিনতে ব্যাঙ্ক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারে। 

yamaha ray zr street rally

ইয়ামাহা মোটরসাইকেল এর জন্য ব্যাংক ঋণ সত্যিই সহজ এবং তুলনামূলকভাবে ঝামেলা মুক্ত। এর সুদের হার তুলনামুলক ভাবে কম, অপর দিকে যেসব বাইকার টাকার জন্য বাইক কিনতে পারছেন না তারা ঋণ নিয়ে বাইক কিনতে পারবেন । এই সুযোগটি সব ইয়ামাহা অফারের সাথে প্রযোজ্য হবে । চলতি এই স্প্রিং ফেস্টে ব্যাংক ঋণ সুবিধাসহ আরও অনেক অফার ইয়ামাহা বাইক লাভারদের তাদের পছন্দের বাইক কিনতে উৎসাহিত করবে ।

yamaha saluto test ride review

সম্প্রতি ভারতে লঞ্চকৃত Yamaha FZS Version 3 সম্পর্কে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন । যদিও এখন পর্যন্ত ইয়ামাহা বাংলাদেশ অফিশিয়ালি কোন ঘোষনা দেয়নি যে তারা বাইকটি বাংলাদেশে নিয়ে আসবে কিনা । তবে আশা করা যায় যে, বাইকারদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না ।