" ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " এবার খুলনাতে
This page was last updated on 08-Jul-2024 03:18pm , By Saleh Bangla
এসিআই মোটর হচ্ছে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর একমাত্র পরিবেশক । তারা আয়োজন করতে যাচ্ছে দুই দিন ব্যাপি " ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " এবার খুলনায় । এই ইভেন্টি হবে ২৬ ও ২৭ অক্টোবর ২০১৮ তারিখে । ইভেন্ট এর জন্য স্থান নির্ধারন করা হয়েছে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ, খালিশপুর, খুলনা ।
বাইকবিডি কুইজে অংশ নিতে এখানে ক্লিক করুন
এসিআই মোটরস এই মাসের ই ১ থেকে ৩ তারিখে ঢাকায় " ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " এর আয়োজন করে । আর এখন তারা মাসের শেষ দিকে এসে তারা খুলনাতে আয়োজন করতে যাচ্ছে । আমরা ঢাকায় দেখেছি যে তারা টেস্ট রাইড ও জিমখানার ব্যবস্থা করেছিল । এবার খুলনাতেও তারা একই আয়োজন করতে যাচ্ছে । এই ইভেন্টে খুলনার বাইকাররা ইয়ামাহার এর বাইক টেস্ট রাইড করার সুযোগ পাবে ।
Click To See The Yamaha Riding Fiesta 2018 Event At Dhaka
বাইকাররা ইয়ামাহা এফজেডএস ডুয়েল ডিস্ক ও ইয়ামাহা স্যালুটো ১২৫সিসি টেস্ট রাইড করার সুযোগ পাবেন । কিন্তু আমরা দেখেছি যে এসিআই বাইকারদের ইয়ামাহা আর১৫ ভার্সন ৩.০ বাইক ও ইয়ামাহা রে-জেডআর স্কুটার টেস্ট রাইড করার সুযোগ দিয়েছে । তবে হতাশাজনক ভাবে যে খুলনায় তারা ইয়ামাহা আর১৫ ভার্সন ৩.০ এবং রে-জেড স্কুটার
" ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " এবার খুলনাতে
টেস্টরাইড করার সুযোগ দিচ্ছে না । এই দুই দিন ব্যাপি ইভেন্টে থাকছে ডিজে পার্টি, ডান্স শো এবং কনসার্ট । সেখানো আরো থাকছে ইয়ামাহা রাইডার্স ক্লাব(ওয়াইআরসি) এর স্টল, ক্যাফেটেরিয়া, ফটো বুথ সহ অনেক আয়োজন । শুধু মাত্র বাইকাররা নয় সবাই এই ইভেনে আন্তরিক ভাবে আমন্ত্রিত । প্রোগ্রাম শুরু হবে দুপুর ২ঃ৩০ থেকে চলবে রাত নয়টা পর্যন্ত ।
যেসব বাইকার টেস্ট রাইড এ অংশ নিতে চান তাদের প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে । এছাড়া টেস্ট রাইড ও জিমখানা এর জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে । এছাড়া তারা রিনস কনসোর্টিয়া, খুলনা, মেসার্স খান অটো, যশোর এবং প্রেস্টিজ অটো, সাতক্ষীরা ইয়ামাহার শো-রুম এ রেজিস্ট্রেশন করতে পারবে । যারা অন লাইন ও ডিলার পয়েন্ট থেকে রেজিস্ট্রেশন করবে তাদের জন্য গিফট হিসেবে থাকবে টি-শার্ট । টিম বাইকবিডি এই ইভেন্টে থাকবে । তাদের ইভেন্ট প্রাঙ্গনেই একটা ছোট স্টল থাকবে । সেখান থেকেই বাইকারা বাইকবিডির স্টিকার সংগ্রহ করতে পারবেন এবং অনেক লাকি বাইকার পেয়ে যেতে পারেন বাইকবিডি টি-শার্ট । তাই সবার আমন্ত্রন রইল “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮” উপভোগ করার জন্য । ধন্যবাদ ।