৫০০ সিসির বাইক বানানোর অনুমতি পেল ইফাদ মটোরস লিমিটেড

This page was last updated on 30-Jul-2024 04:47pm , By Shuvo Bangla

আমরা বেশ কিছু বছর ধরে বাংলাদেশে শুনে আসছি সিসি লিমিট বাড়বে, হাই সিসির বাইক আসবে বাংলাদেশে । আসলেই কি ৫০০ সিসির অনুমোদন পাবে বাংলাদেশে? 

Bike Royel enfield

ইফাদ অটো মোবাইলস লিমিটেড বাংলাদেশে রয়েল এনফিল্ড এর কারখানা স্থাপনের চিন্তা করছে । এ জন্য তারা বাংলাদেশে সিসি লিমিট বাড়ানোর জন্য আবেদন করেছে।

৫০০ সিসির যে যে বাইক আসতে পারে বাংলাদেশে

গত ১৭/১০/২০২১ তারিখ শিল্প মন্ত্রনালয়ে একটা মিটিং হয় যেখানে Ifad Motors Limited এর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারখানা স্থাপন সাপেক্ষে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল দেশে উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। অবশেষে Ifad Motors Limited তাহলে বাংলাদেশে রয়েল এনফিল্ড এর কারখানা স্থাপনের অনুমতি পেতে যাচ্ছে ।

royal enfield logo on bike

যদি Ifad Motors Limited বাংলাদেশে রয়েল এনফিল্ড বানানোর পারমিশন পায় তবে বাংলাদেশে রয়েল এনফিল্ড ৫০০ সিসি, রয়েল ইনফিল্ড ৩৫০ সিসি এবং বুলেট এর মত বাইক গুলো বাংলাদেশে আসতে পারে । কাওয়াসাকি মটোরসাইকেল বাংলাদেশও গত বছর এ ব্যাপারে আবেদন করেছিল । আশা করা যাচ্ছে ৫০০ সিসির আবেদনের ব্যাপারে এবারও কাওয়াসাকি বাংলাদেশ উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে ।

যদিও ভাবতে একটু অবাক লাগছে তাই না !  আমরা এখন থেকে ৫০০ সিসি বাইক বাংলাদেশে দেখতে পাবো। ইফাদ গ্রুপের এর হাত ধরে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বিখ্যাত রয়েল এনফিল্ড। উপযুক্ত বিষয়ে যানানো যাচ্ছে যে , Bangladesh Motorcycle Assemblers and Manufacturers Association (BMAMA) ও Ifad Motors Limited এর আবেদনের পরিপেক্ষিতে আমদানী নীতি ২০২১-২৪ বর্নিত মটোরসাইকেলের হর্ন লেভেল সংশোধন  এবং সিসি সীমা বিষয়ে আলোচনার জন্য সচিব, শিল্প মন্ত্রনালয় মহোদয়ের সভাপতিত্বে গত ২৮/০৯/২০২১ তারিখ একটি সভা অনুষ্ঠিত হয় ।

ইফাদ মটোরস লিমিটেড

কারখানা স্থাপনের সাপেক্ষে শিল্প মন্ত্রনালয় জানায় অনুমোদন ক্রমে দেশে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদন করা যাবে । আশাকরা যায় খুব শিঘ্রই আমরা বাংলাদেশে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল দেখতে পারবো । হয়তো এবার সবার হাই সিসি বাইকের স্বপ্ন পূরন হতে যাচ্ছে । ৫০০ সিসি মোটরসাইকেল নিয়ে পরবর্তী খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bikebd.com। ধন্যবাদ ।