ইয়ামাহা রাইডার্স ক্লাব বার্ষিক সভা ২০২২
This page was last updated on 15-Jan-2025 01:54pm , By Raihan Opu Bangla
Yamaha Riders Club(YRC) বাংলাদেশের অন্যতম বড় ক্লাব বা গ্রুপ গুলোর মধ্যে অন্যতম একটি গ্রুপ। এই গ্রুপটি Yamaha Bike লাভারদের জন্য অন্যতম একটি প্লাটফর্ম হিসেবে অবির্ভূত হয়েছে।
সম্প্রতি তারা তাদের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। YRC আয়োজন করেছিল YRC Annual Conclave 2022। এখানে তাদের পুরো বাংলাদেশ জুড়ে সকল শাখা থেকে YRC এডমিন ও মডারেটর গণ উপস্থিত হয়েছিল।
পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয় তেজগাও এ অবস্থিত এসিআই সেন্টারে। সকালের দিকে এডমিন ও মডারেটরদের জন্য ছিল ট্রেইনিং প্রোগ্রাম। এরপর রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
Also Read: ACI Motors Ltd New Distributor of Yamaha In Bangladesh
রাতের সেশনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন ও মডারেটর গণ তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস ক্লাবের এডমিন ও মডারেটরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
Also Read: Yamaha Bike Showroom in Lakshmipur: M/S Adiba Motors
বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য গ্রুপ গুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য নাচ, গান ও ডিনারের ব্যবস্থা ছিল।
এছাড়া ইয়ামাহা রাইডিং একাডেমি নিয়মিত ভাবে রাইডিং ট্রেইনিং প্রোগ্রাম চালু রাখবে বলে ঘোষণা দেয়া হয়। এছাড়া তারা মেয়েদের জন্য আলাদা ভাবে YRC Girls নামে নতুন গ্রুপ উদ্বোধন করে।
Also Read: Yamaha R15 V3 ৫,০০০কিমি মালিকানা রিভিউ
Yamaha Riding Club (YRC) তাদের সামাজিক ভিন্ন ভিন্ন কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছে। আমরা আশা করব তারা এই ধারা অব্যাহত রাখবে। ধন্যবাদ।