ইয়ামাহা জয়ফুল জুলাই অফার ২০২০ - ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

This page was last updated on 11-Jan-2025 09:56pm , By Ashik Mahmud Bangla

Yamaha Bangladesh – ACI Motors Ltd জুলাই ২০২০ মাসের জন্য দিচ্ছে "ইয়ামাহা জয়ফুল জুলাই অফার ২০২০"। জুলাই মাসের জন্য ইয়ামাহার কয়েকটি মডেলের উপর ২৫,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

yamaha-mt15-price-in-bd-ইয়ামাহা বৈশাখী অফার

ইয়ামাহা জয়ফুল জুলাই অফার ২০২০

ACI Motors বাংলাদেশে ইয়ামাহা বাইক এর অফিশিয়াল এবং একমাত্র ডিস্ট্রিবিউটর। তারা দিচ্ছে ৮,০০০/- থেকে সর্বোচ্চ ২৫,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রথম যারা Yamaha MT15 ক্রয় করবেন তারা পেয়ে যাবেন ২৫,০০০/- টাকা ক্যাশব্যাক। অপর দিকে Yamaha R15 V3 কিনলে পেয়ে যাবেন ১০,০০০/- টাকা ক্যাশব্যাক। এছাড়া Yamaha Fazer V2 ক্রয় করলে পাচ্ছেন ১০,০০০/- টাকা এবং Yamaha Saluto 125 ক্রয় করলে পেয়ে যাবেন ৮,০০০/- টাকার ক্যাশব্যাক। সবশেষে প্রতিটি বাইকের সাথে কাস্টোমার পেয়ে যাবেন একটি রেইনকোট ফ্রী। এই ক্যাশব্যাক অফারের পর r15 v3 price in bangladesh ৪,৭০,০০০ টাকা।

Also Read: চলছে ইয়ামাহা স্প্রিং ফেস্ট – মার্চ ২০১৯ !!!

ইয়ামাহা জয়ফুল জুলাই অফার চলবে আগামী ৩১শে জুলাই ২০২০ তারিখ পর্যন্ত এবং এই অফারটি সারা বাংলাদেশে অথোরাইজড ইয়ামাহা শোরুম থেকে উপভোগ করা যাবে।

Model NameCashback (BDT)
Yamaha MT1525,000
Yamaha R15 V310,000
Yamaha Saluto 1258,000
Yamaha Fazer FI V210,000


july offer ইয়ামাহা জয়ফুল জুলাই অফার

এই জয়ফুল জুলাই অফারে সবচেয়ে বেশি ক্যাশব্যাক দেয়া হচ্ছে Yamaha MT15 বাইকে। এই বাইকটি একটি নেকেড স্পোর্টস বাইক। বাইকটি ডিজাইন করার সময় রাস্তায় এর এগ্রেসিভ লুকস এবং সেই সাথে কম্ফোর্ট এর দিকে লক্ষ্যে রেখে তৈরি করা হয়েছে। যাতে করে রাইডার রাইড করার সময় যেকোন ভাবে রাইড করতে পারেন। এর ইঞ্জিন নেয়া হয়েছে Yamaha R15 V3 থেকে তবে ইঞ্জিন কিছুটা ডি-টিউন করা হয়েছে।

Also Read: জাপানি মোড়কে নকল ইয়ামাহা মোটরসাইকেল দেশে ঢুকছে ভারত থেকে

Yamaha Saluto 125 বাইকটি বাংলাদেশে ১২৫সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় বাইক। এই বাইকটির বিল্ড কোয়ালিটি, গ্রাফিক্স, স্টাইল এবং বর্তমান ক্যাশব্যাক অনুযায়ী এর দাম যেকোন বাইকার কে বাইকটি ক্রয় করতে আগ্রহী করে তুলবে। কমিউটার সেগমেন্টে বাইকটি বেশ জনপ্রিয়।

>> Click Here For Yamaha MT15 Review <<


এই মহামারীতে গণ পরিবহণ ব্যবহার করতে পারছেন না সংক্রামনের ভয়ে। তাই প্রতিদিনের কমিউটিং এর ক্ষেত্রে মোটর সাইকেল অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করা যাচ্ছে এই জয়ফুল জুলাই অফার ২০২০ অনেক বাইকার কে ইয়ামাহা এর পছন্দের বাইক কিনতে সাহায্য করবে। ধন্যবাদ।