ইয়ামাহা আর১৫ ভি৩ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে

This page was last updated on 21-Nov-2023 12:48pm , By Saleh Bangla

খুব শীঘ্রই এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে Yamaha R15 V3 লঞ্চ করতে যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে বাইকারদের জন্য Yamaha R15 V3 বাইকটি ইন্দোনেশিয়ান ভার্শন নিয়ে আসবে ইন্ডিয়ান ভার্শন সেটাই এখন দেখার বিষয়। দুঃখের বিষয় তারা এখনও বাইকটির লঞ্চিং এর তারিখ প্রকাশ করেনি কিন্তু আমাদের ধারনা মতে ঈদের আগেই বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে এবং বাইকটির দাম প্রায় ৪৫০,০০০-৪৮০,০০০ এর মধ্যে হতে পারে।

ইয়ামাহা আর১৫ ভি৩ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চিং


ইয়ামাহা আর১৫ ভি৩

গত ১ বছর ধরে বাংলাদেশে যত ইয়ামাহা আর১৫ ভি৩ বাইক এসছে সব ইর্ম্পোটার এর মাধ্যমে। ইর্ম্পোটার থেকে বাইক কেনার কিছু অসুবিধা রয়েছে। যেমন ধরুন সর্বপ্রথম আপনি বাইকটির জন্য কোন ওয়ারেন্টি পাবেন না। তারপর তারা কোন ফ্রি সার্ভিস এর সুবিধা দেবে না এবং সর্বশেষ হল কোন ব্যাকআপ স্পেয়ার পার্টস নেই এর সুবিধা নেই। আর আপনি যদিও আপনি স্পেয়ার পার্টস পেয়েও থাকেন,  দাম অনেক বেশি হবে।

ইয়ামাহা আর১৫ ভি৩ প্রথমে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছিল, তারপরে বাইকটি থাইল্যান্ডে এবং ২০১৮ এর শুরুর দিকে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল। যে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেই বাইকের অনেক জায়গাতে পরিবর্তন আনা হয়েছে। যেমন কোন ইউএসডি নেই, তারা বাইকটিতে শাড়ি গার্ড লাগিয়েছে এবং বাইকের কালার স্কিমও আলাদা করেছে।

yamaha r15 v3 in bangladesh

ইয়ামাহা আর১৫ ভি৩ এর ইঞ্জিন ১৫৫সিসি এবং বাইকটিতে ৪টি ভাল্ব এবং সিঙ্গেল সিলিন্ডার। ইঞ্জিনটি প্রায় ১৯.১বিএইচপি @১০,০০০ আরপিএম এবং ১৪.৭এনএম টর্ক @৮৫০০ আরপিএম দিতে সক্ষম। নতুন ইঞ্জিন যোগ করার পাশাপাশি বাইকে আরো ভিভিএ ( ভ্যারিএবল ভাল্ব এক্টুয়েশনস) দেওয়া হয়েছে যেটা ৭৪০০ আরপিএম এর সময় আরো পাওয়ার দিতে সক্ষম।

wasf anowar test rider of bikebd yamaha r15 v3

বাইকটিতে আরো এসিস্ট এবং স্লিপার ক্ল্যাচ দেওয়া হয়েছে ফাস্টার গিয়ার শিফট এর জন্য। এছাড়া বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের টেস্ট রাইড রিভিউ এর আর্টিকেল দেখতে পারেন ইয়ামাহা আর১৫ ভি৩ এর পার্ফমেন্স,পজিটিভ, নেগেটিভ সাইড বিষয়ে জানার জন্য। 

>>Yamaha R15 Version 3.0 Test Ride Review<<

চলতি এপ্রিল মাসে এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা আর১৫ ভি২ এবং আর১৫ এস এর উপর ২০,০০টাকার ডিস্কাউন্ট দিয়েছে । এসিআই মোটরস গত সপ্তাহে কনফর্ম করেছে যে বাংলাদেশে তারা Yamaha FZS v2 মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করবে ।

yamaha r15 v3 price bd

এসিআই মোটরস লিমটেড এর ভাষ্যমতে তারা ২০১৮ সালে ভি৩ এর কালার এডিশন নিয়ে আসবে যেগুলো হল ইয়োলো, ব্লু ব্ল্যাক ডিকয়েল এবং ম্যাট ব্ল্যাক রেড স্ট্রিপ । ২০১৮ সালের ভি৩ ভার্শনে গোল্ডেন কালার ইউএসডি দেওয়া আছে যা পুরাতন ভার্শনে নেই। কালার চেঞ্জ ছাড়া বাইকে অন্যান্য কোন মেকানিক্যাল চেঞ্জ করা হয় নি ।

খবরটি স্পোর্টস বাইকার লাভারদের জন্য খুব খুশির কারন এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা আর১৫ ভি৩ লঞ্চ করবে সাথে যথেষ্ট ব্যাকআপ সার্ভিস এবং স্পেয়ার পার্টস যেটা বর্তমানে আর১৫ ভি৩ যারা ভি৩ রাইড করছেন তাদের কাছে এই সুবিধাটি নেই কারন তারা বাইকটি ইর্ম্পোটারদের কাছ থেকে কিনেছিল।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Luyuan EH 01

Luyuan EH 01

Price: 0.00

Luyuan FB 01M

Luyuan FB 01M

Price: 0.00

Luyuan EM 03

Luyuan EM 03

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

Salida ZL 3

Salida ZL 3

Price: 0.00

View all Upcoming Bikes