মোটরসাইকেল রেজিস্ট্রেশনে বিআরটিএর কড়া নির্দেশনা: সদর দপ্তরের অনুমোদন বাধ্যতামূলক

This page was last updated on 20-Jan-2026 02:39pm , By Arif Raihan Opu

সম্প্রতি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সকল সার্কেল অফিশ কে সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করার নির্দেশ দেয়া হয়েছে। 

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা

গত ৩০ জুন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাস এর স্বাক্ষরিত নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

এছাড়া এই নির্দেশনায় বলা হয়েছে যে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে কিছু কিছু অসাধু মোটরসাইকেল আমদানিকারক বা ব্যবসায়ী রয়েছেন যারা সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) অবস্থায় মোটরসাইকেল আমদানি করে থাকেন। তারা সেই আমদানি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছেন

আরও পড়ুনঃ কিভাবে ২৫০সিসি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করবেন 

এ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে ১৬৫ সিসির বেশি সিসি সম্পন্ন মোটরসাইকেলকে ১৬৫ সিসি, বা তার চেয়ে কম সিসি বিশিষ্ট মোটরসাইকেল হিসেবে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড় করা হচ্ছে এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে। এতে করে বাজারে অনেক অবৈধ মোটরসাইকেল দেখতে পাওয়া যায়। আর এই থেকে সবাইকে সর্তক করতে এবং বৈধ মোটরসাইকেলের তালিকার জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে। 

এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বন্ধে বিআরটিএ সদর কার্যালয় থেকে মোটরসাইকেলের সব কাগজপত্র যাচাই-বাছাই করে সিবিইউ বা এসকেডি অবস্থায় আমদানি করা মোটরসাইকেল গুলোর চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ও বিআরটিএ ইন্টারনাল সার্ভার (আইএস) এ আপলোড করা হবে। তার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিস গুলো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদান করবেন। এভাবেই নির্দেশনা দেয়া হয়েছে যাতে করে কাস্টমার প্রতারনার হাত থেকে বাচতে পারেন। এতে করে অবৈধ ভাবে নিয়ে আসা মোটরসাইকেল গুলো থেকেও কাস্টমাররা সর্তক হতে পারবেন। 

তাই আগামী ৩১ জুলাইয়ের পর থেকে সিবিইউ/এসকেডি অবস্থায় আমদানি করা সব মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুনঃ বিআরটিএ সংক্রান্ত সকল তথ্য ও আপডেট পেতে এখানে ক্লিক করুন

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যানে অনুমোদন রয়েছে। এটির ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।