আর্টসেল-"২০ বছর আর্টসেলিজম"।কুইজে অংশ নিয়ে জিতে নিন কনসার্টসের টিকেট
This page was last updated on 14-Jul-2024 09:15am , By Ashik Mahmud Bangla
আমরা বাইকবিডি মিউজিক লাভারদের জন্য আয়োজন করতে যাচ্ছি একটি কুইজ । এই কুইজে অংশ গ্রহনকারীদের মধ্য থেকে ভাগ্যবান ২০ জন লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হবে এবং তাদের কে দেয়া হবে আর্টসেল ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ''২০ বছর আর্টসেলিজম" এর কনসার্টের টিকেট ।
আর্টসেল ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ''২০ বছর আর্টসেলিজম"
২০ বছর আর্টসেলিজম - আর্টসেল একক কনসার্ট
আর্টসেল ২০ বছরে পদার্পন করতে যাচ্ছে, তাই এই ২০ বছরের যাত্রা কে সেলিব্রেট করার জন্য আর্টসেল আয়োজন করতে যাচ্ছে আর্টসেল এর একক কনসার্ট । এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার এক্সপো জোন । Bajaj Pulsar এই কনসার্টের অফিশিয়াল মোটরসাইকেল পার্টনার, তাই বাজাজ পালসার ও বাইকবিডি তাদের মেম্বারদের জন্য আয়োজন করতে যাচ্ছে একটি কুইজ, এই কুইজে অংশ গ্রহনকারীদের মধ্যে ১০ জন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আর্টসেল এর ২০ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট এর টিকেট । দেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ ২১ শে ডিসেম্বর ২০১৯ বিকেল ৪ টা পর্যন্ত এই কুইজে অংশ গ্রহন করতে পারবেন । এরপর লটারির মাধ্যমে ১০ জন কে বিজয়ী ঘোষনা করা হবে এবং তাদের কে ২২ ও ২৩ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট স্থানে এসে টিকেট সংগ্রহ করতে হবে । যারা বিজয়ী হবে তাদের কে যেই ঠিকানা দেয়া হবে সেখানে এসে কনসার্টের টিকেট সংগ্রহ করতে হবে । ২৩ ডিসেম্বরের মধ্যে ই টিকেট সংগ্রহ করতে হবে, কেউ যদি ব্যর্থ হন তবে পরবর্তিতে কোন ধরনের কোন অভিযোগ গ্রহনযোগ্য হবে না ।
কুইজে অংশগ্রহন করুন এবং "২০ বছর আর্টসেলিজম" এর অংশ হয়ে যান । আর উপভোগ করুন আর্টসেল এর একক লাইভ কনসার্ট ।
২০ বছর আর্টসেলিজম - আর্টসেল ও মিউজিক
আর্টসেল বাংলাদেশের অন্যতম প্রথম সারির মেটাল ব্যান্ড, যারা ভিন্ন ভিন্ন ধরনের মেটাল মিউজিক সাউন্ড নিয়ে কাজ করছে যেমন থ্রাস । তান্ত্রিক ব্যান্ডের এক্স সদস্য এরশাদ জামান এবং জর্জ লিঙ্কন ডি'কস্টা, তাদের সাথে ব্যাজিস্ট সাফ আল নাজি ও ড্রামার কাজী শহীদুল হক একত্র ১৯৯৯ সালে "আর্টসেল" নামে ব্যান্ডের শুরু করেন । ব্যান্ডের শুরু থেকেই তারা তাদের মেটাল সাউন্ড ও গানের কথার গভীরতার জন্য তরুন প্রজন্মের কাছে অনেক বেশি জন প্রিয় । তবে এখন পর্যন্ত তাদের মাত্র দুটি স্টুডিও এলবাম বের হয়েছে । তাদের ফ্যানেরা আর্টসেলের তৃতীয় এলবামের অপেক্ষা করছে । তাদের গান গুলো শুধু বাংলাদেশেই নয় বাইরের দেশের মিউজিক প্রেমীদের কাছেও দারুন জনপ্রিয় । তাদের জনপ্রিয় কিছু গানের মধ্যে অনিকেত প্রান্তর, দুঃখ বিলাসী অন্যতম । আর্টসেলের এই ২০ বছর পদার্পন উপলক্ষ্যে আয়োজিত কনসার্টের নাম রাখা হয়েছে "২০ বছরে আর্টসেলিজম" । এটি শুধু মাত্র আর্টসেলের ফ্যানদের কাছেই নয়, মিউজিক লাভার ও মেটাল লাভারদের জন্য একটা দারুন ট্রিট।