Shares 2
সুজুকি কমিউটার ফেস্ট - ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়!
Last updated on 28-Jul-2024 , By Shuvo Bangla
সুজুকি পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে একটি। বাংলাদেশে সুজুকি তাদের স্টাইলিশ বাইক মডেলের জন্য অনেক বেশি জনপ্রিয়। সম্প্রতি সুজুকি তাদের কমিউটার সেগমেন্টের বাইকের উপর ঘোষণা করেছে "কমিউটার ফেস্ট অফার"। এই অফারে সুজুকি দিচ্ছে তাদের কমিউটার বাইকের উপর ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।
সুজুকি কমিউটার ফেস্ট - অগাস্ট ২০২১
সুজুকি তাদের কমিউটার বাইকের উপর দিচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়া। সুজুকির লাইন আপে তাদের তিনটি জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল রয়েছে। এগুলো হচ্ছে Suzuki Samurai, Suzuki GSX 125 এবং Suzuki Hayate EP। কমিউটার সেগমেন্টে এই মডেল গুলো বেশ জনপ্রিয়।
Suzuki Samurai 150 বাইকটি লঞ্চ করা হয় গত বছর মানে ২০২০ সালের মাঝামাঝি সময়ে। সুজুকি সত্যিকার অর্থ উদযাপন করেছিল তাদের কিংবদন্তি সুজুকি সামুরাই এর বর্ষপূর্তি, যা এক কালে AX100 সহ বহু নামে পরিচিত ছিল। কিন্তু তখন এই বাইকটি ছিল টু স্ট্রোক ইঞ্জিনের। নতুন এই সামুরাই বাইকটিতে দেয়া হয়েছে ১৪৯.৫ সিসি ইঞ্জিন, যা থেকে ৮.২ কিলোওয়াট পাওয়ার এবং ১১ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়ে থাকে। ইঞ্জিনটি ফোর স্ট্রোক, OHC, এয়ার কুল্ড ইঞ্জিন এবং সেই সাথে এর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। বাইকটির দাম হচ্ছে ১,৪৯,৯৫০/- কিন্তু ১০,০০০/- টাকা ছাড়ের পর বাইকটি মুল্য হচ্ছে ১,৩৯,৯৫০/- টাকা।
সুজুকির অন্যতম জনপ্রিয় বাইক সিরিজ হচ্ছে GSX। এই সিরিজের জনপ্রিয় বাইক হচ্ছে Suzuki GSX-R, যা একটি স্পোর্টস বাইক। তবে এই সিরিজে একটি কমিউটার বাইকও রয়েছে, সেই বাইকটি হচ্ছে Suzuki GSX 125। এই বাইকটিও সুজুকি গত বছর লঞ্চ করেছে।
এই বাইকটিতে সুজুকি দিয়েছে ১২৫সিসি বিশিষ্ট এয়ার কুল্ড ইঞ্জিন, যা থেকে 10.4 BHP @ 9000 RPM & 9.2 NM @ 7000 RPM টর্ক উৎপন্ন করতে পারবে। বর্তমানে এই বাইকটির দাম হচ্ছে ১,৩৪,৯৫০ টাকা, কিন্তু ১০,০০০ টাকা ছাড়ের পর বাইকটির দাম ১,২৪,৯৫০ টাকা।
সবশেষে রয়েছে Suzuki Hayate EP। এই বাইকটি ১১০সিসি সেগমেন্টের জনপ্রিয় একটি বাইক। বাইকটি স্টাইল ও ইউনিক হবার কারণে বাইকটি তার প্রতিযোগীদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। Suzuki Hayate EP বাইকটিতে দেয়া হয়েছে ফোর স্ট্রোক, ১১২ সিসি ইঞ্জিন, যা থেকে 8.3 BHP @7500 rpm এবং 8.62 Nm @ 5500 rpm টর্ক উৎপন্ন হয়ে থাকে। বর্তমানে বাইকটি মুল্য হচ্ছে ১,০৮,৯৫০ টাকা এবং ছাড়ের পর বাইকটির দাম হচ্ছে ৯৮,৯৫০ টাকা।
T
Published by Shuvo Bangla