Shares 2

সুজুকি মোটরসাইকেল এবং ইবিএল ১২ মাসের ০% কিস্তি সুবিধা

Last updated on 12-Jan-2025 , By Raihan Opu Bangla

সুজুকি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি সুজুকি মোটরসাইকেল বাংলাদেশে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে কিস্তি বা EMI সুবিধা। বাংলাদেশে সুজুকি মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে র‍্যানকন মোটরবাইকস লিমিটেড

Suzuki EMI 0% Interest Rate With 12 Months

suzuki emi 0% 12 months

Also Read: Top 5 250cc Dirt Bikes Price In Bangladesh | BikeBD

সম্প্রতি সুজুকি তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে EMI এবং ০% ইন্টারেস্ট কিস্তি সুবিধা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং সুজুকি মোটরসাইকেল তাদের কাস্টোমারদের দিচ্ছে ১২ মাসের ০% ইন্টারেস্ট রেট কিস্তি সুবিধা। 

ইবিএল এর ক্রেডিট কার্ড এর মাধ্যমে সুজুকির মোটরসাইকেল ক্রয়ে থাকছে ১২ মাসের ০% কিস্তি সুবিধা। এছাড়া থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার। তবে এই অফার শুধু মাত্র ইবিএল এর ক্রেডিট কার্ড যাদের রয়েছে তাদের জন্য প্রযোজ্য হবে। 

অপর দিকে সুজুকির ৬ মাসের ০% ইন্টারেস্ট কিস্তি সুবিধাও রয়েছে। তবে নির্দিষ্ট কিছু ব্যাংক থেকেই শুধু মাত্র এই সুবিধা নেওয়া যাবে। এই সুবিধার পাওয়ার জন্য অবশ্যই ক্রেডিট কার্ড থাকা জরুরী। 

Also Read: Suzuki Bike Showroom in Netrokona: Taj Enterprise (Mymensingh Road)

এতে করে যারা সুজুকির মোটরসাইকেল ক্রয় করতে চাচ্ছেন কিন্তু  বাজেটের কারনে ক্রয় করতে পারছেন না তারা তাদের পছন্দের সুজুকি মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

এছাড়া বিস্তারিত জানতে আপনার কাছাকাছি সুজুকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইকেলের দাম, রাইডিং টিপস, মোটরসাইকেলের যত্ন সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla