Shares 2

লকডাউনের পর বাংলাদেশে ধীরে ধীরে আবারও বাড়ছে মোটরসাইকেল বিক্রি!

Last updated on 28-Jul-2024 , By Shuvo Bangla

লক ডাউনের পর বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা আবার ঘুরে দাড়িয়েছে কিছুটা, সেইসূত্র ধরে মোটরসাইকেল বিক্রি কিছুটা বেড়েছে। BRTA এর তথ্য সূত্র মতে গত বছরে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের হার ১০ শতাংশ কমে গিয়েছিল। 

Suzuki bike

লকডাউনের পর বাংলাদেশে ধীরে ধীরে আবারও বাড়ছে মোটরসাইকেল বিক্রি!

মোটরসাইকেল এর বিক্রি প্রি-লক ডাউনের সময় যেমন ছিল এখন ঠিক তার কাছাকাছি পৌছে গিয়েছে। এই বছরের মে মাস অনুযায়ী, মোটরসাইকেল এর রেজিস্ট্রশন বেড়েছে প্রায় ১৩৩,০৪৪ ইউনিট। এখন যেহেতু ভ্যাক্সিনেশন চলছে এবং সবাই কিছুটা সর্তক হয়ে চলাচল করছেন তাই অনেকেই গণ পরিবহণ এড়িয়ে চলছেন। তাই যারা সামাজিক দুরত্ব বজায় রাখতে চান এবং ব্যক্তিগত যানবাহনে চলাচল করতে চান তাদের জন্য সাধ্যের মধ্যে রয়েছে টু-হুইলার, সে কারণেই মোটরসাইকেল এর চাহিদা কিছুটা বেড়ে গিয়েছে। গত বছরে মোটরসাইকেল বিক্রি ৪০১,৪৫২ ইউনিট থেকে কমে গিয়ে হয়েছে ৩১১,০১৬ ইউনিট, যার কারণে বিক্রি বাড়াতে কতৃপক্ষ মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০ ভাগ রেজিস্ট্রেশন ফি কমিয়ে দিয়েছে। যা এই বছরের শুরু এর প্রভাব ফেলেছে এবং বিক্রি কিছুটা বেড়েছে। ভিতরের খবর হচ্ছে যে এই রেজিস্ট্রেশন ফি কমিয়ে আনার কারণে বাইক বিক্রি আবার বেড়ে গিয়েছে। 

Tvs Bike

গতবছর পর্যন্ত ১০০সিসি মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ছিল ৪২০০/- টাকা, এখন সেটা কমিয়ে এখন ২০০০/- টাকা হয়েছে এবং ১০০সিসি এর উপরের যে সকল বাইক রয়েছে সেগুলোর ফি ছিল ৫৬০০/- টাকা, এখন সেটা কমিয়ে এনে করা হয়েছে ৩০০০/- টাকা। এছাড়াও ২০১৮ সাল থেকে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি থেকে ভ্যাট কিছুটা কমিয়ে আনার কারণে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বেশ কিছুটা লাভবান হয়েছে। পুরো পৃথিবী নভে করোনা ভাইরাসে আক্রান্ত হবার কারনে সব কিছুই কিছুটা মন্থর হয়ে গিয়েছে এবং পুরো বিশ্ব বাজারে এর প্রভাবে ১৪ শতাংশ কমে গিয়েছে যা ২০২০ সালের তুলনায় ৫৬.৫ মিলিয়ন। পুরো বিশ্ব জুড়ে যত দেশ রয়েছে এবং মোটরসাইকেল সব বাজারেই এই করোনা মহামারীর প্রভাব পরেছে।

মোটরসাইকেল

ভারতীয় মোটরসাইকেল বাজারেও এর প্রভাব দেখা যায়, তবে ২০২০ এর তুলনায় এই বছর তাদেরও মোটরসাইকেল বিক্রি বেড়েছে। কিন্তু তবুও দুটি বাজার এখন পর্যন্ত তাদের লক্ষ্য মাত্রায় পৌছুতে পারেনি। ২০২০ সালে ভারতীয় বাজারে মোটরসাইকেল বিক্রি কমেছে ৫ মিলিয়ন ইউনিট, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনাম সব জায়গাতেই প্রায় বিক্রি কমেছে যথা ক্রমে ২.৯ মিলিয়ন, ০.৭ মিলিয়ন এবং ০৫. মিলিয়ন। বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্ট এসোশিয়েশন এর প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান বলেছেন, প্রতিটি ব্র্যান্ড তাদের গতি ফিরে পাচ্ছে, বিক্রয় বাড়ছে, তো আমরা আশা করছি গত বছরের যেসমস্ত ক্ষতি হয়েছে তা আমরা অচিরেই কাটিয়ে উঠতে পারব।

মুল প্রতিবেদনঃ ঢাকা ট্রিবিউন

Published by Shuvo Bangla