Model | Old Price | New Price | Discount |
CT 100 | 95,500 | 91,500 | 4000 |
Platina (Kick start) | 106,500 | 103,500 | 3000 |
Platina (Electric start) | 112,500 | 108,500 | 4000 |
Discover 100 | 129,500 | 126,000 | 3500 |
Discover 125 (Drum) | 141,500 | 133,500 | 8000 |
Discover 125 (Disc) | 152,500 | 144,500 | 8000 |
Shares 2
বাজাজ মোটরসাইকেল কোম্পানি তাদের চারটি মোটরসাইকেলে দাম কমালো!!!!!
Last updated on 11-Jul-2024 , By Saleh Bangla
বাজাজ ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানি যেটি বাংলাদেশের মোটরসাইকেলিং জগতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে । বাংলাদেশে ১৫০ সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল হচ্ছে বাজাজ পালসার ১৫০ । সম্প্রতি বাজাজ লঞ্চ করেছে তাদের ১৬০ সিসি সেগমেন্টের স্টাইলিশ বাইক বাজাজ পালসার এনএস ১৬০ । তবে সব থেকে বড় খবর হল বাজাজ মোটরসাইকেল কোম্পানি তাদের চারটি মডেলের মোটরসাইকেলে দাম কমিয়েছে ।
বাজাজ মোটরসাইকেল দাম কমিয়েছে যেসব মোটরসাইকেলে
বাজাজ সিটি ১০০ বাজাজ সিটি ১০০ হল ১০০সিসি সেগমেন্টের কমিউটার বাইক । বাইকটিতে রয়েছে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন । এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ৯৯.২৭ সিসি বোর এবং স্ট্রোক ৫৩মি.মি.*৪৫মি.মি. । ইঞ্জিনটি প্রায় ৮.২ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৮.০৫ এনএম টর্ক @ ৪৫০০ আরপিএম দিতে সক্ষম । ইঞ্জিনের সাথে চারটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । ইগনিশন হল সিডিআই এবং স্টার্টিং সিস্টেম হচ্ছে কিক ।
বাজাজ প্লাটিনা (কিক এবং ইলেক্ট্রিক) কমিউটার সেগমেন্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত বাইক হচ্ছে বাজাজ প্লাটিনা । বাইকটি বেশির ভাগ গ্রামের এলাকায় দেখা যায় । এটি অনেকটা ট্যাক্সি সার্ভিস এর মত । বাইকটিতে রয়েছে ১০২সিসি সিঙ্গেল সিলিন্ডার, টু ভাল্বস এয়ার কুল্ড পাওয়ারফুল ইঞ্জিন । ইঞ্জিনটি প্রায় ৮.২ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৮.৬ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম । ইঞ্জিনের সাথে চারটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি প্রায় ১১ লিটার ।
বাজাজ ডিস্কভার ১০০ বাজাজ ডিস্কভার ১০০ এ রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন । যদিও বাইকটি ১০০ সিসি কিন্তু এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ৯৪.৩৮সিসি । ইঞ্জিনটি প্রায় ৭.৭ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৭.৮৫ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম । এই বাইকের ক্লাচ হল ওয়েট মাল্টিপ্লেট টাইপের এবং ইঞ্জিনের সাথে পাচটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি হল ৮ লিটার ।
বাজাজ ডিস্কভার ১২৫ ( ড্রাম এবং ডিস্ক) বাজাজ ডিস্কভার ১২৫ বাইকটিতে ১২৪.৫২ সিসি ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে । ইঞ্জিনটি প্রায় ১১বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ১০.৮০ এনএম টর্ক দিতে সক্ষম । ইঞ্জিনের সাথে পাচটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি হল ৮ লিটার । এখন আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে এই দাম কমানোর ফলে বাজাজ কেমন প্রতিক্রিয়া পায়, প্রতিদ্বন্দীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা সেটাও দেখার বিষয় । এখানে উল্লেখ্য যে বাজাজ কিছু দিন আগে তাদের কমিউটার সেগমেন্টে দাম কমিয়েছিল, এখন তারা আবার তাদের বাইকের দাম কমিয়েছে। দেখা যাক এর প্রতিক্রিয়া কি হয়।
T
Published by Saleh Bangla