Shares 2

বাজাজ মোটরসাইকেল কোম্পানি তাদের চারটি মোটরসাইকেলে দাম কমালো!!!!!

Last updated on 11-Jul-2024 , By Saleh Bangla

বাজাজ ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানি যেটি বাংলাদেশের মোটরসাইকেলিং জগতে উল্লেখযোগ্য  পরিবর্তন এনেছে । বাংলাদেশে ১৫০ সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল হচ্ছে  বাজাজ পালসার ১৫০ । সম্প্রতি বাজাজ লঞ্চ করেছে  তাদের ১৬০ সিসি সেগমেন্টের স্টাইলিশ বাইক বাজাজ পালসার এনএস ১৬০ । তবে সব থেকে বড় খবর হল বাজাজ মোটরসাইকেল কোম্পানি তাদের চারটি মডেলের মোটরসাইকেলে দাম কমিয়েছে । 

বাজাজ মোটরসাইকেল দাম কমিয়েছে যেসব মোটরসাইকেলে

ModelOld PriceNew PriceDiscount
CT 10095,50091,5004000
Platina (Kick start)106,500103,5003000
Platina (Electric start)112,500108,5004000
Discover 100129,500126,0003500
Discover 125 (Drum)141,500133,5008000
Discover 125 (Disc)152,500144,5008000

বাজাজ মোটরসাইকেল কোম্পানি তাদের কমিউটিং সেগমেন্টের ৪টি বাইকের দাম কমিয়েছে । সব থেকে বেশি কমিয়েছে ১২৫ সিসি সেগমেন্টের প্রায় ৮,০০০ টাকা যেখানে অন্যান্য ১০০ সিসি সেগমেন্টের দাম কমিয়েছে ৩০০০-৪০০০ টাকা ।

বাজাজ সিটি ১০০ বাজাজ সিটি ১০০ হল ১০০সিসি সেগমেন্টের কমিউটার বাইক । বাইকটিতে রয়েছে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন । এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ৯৯.২৭ সিসি বোর এবং স্ট্রোক ৫৩মি.মি.*৪৫মি.মি. । ইঞ্জিনটি প্রায় ৮.২ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৮.০৫ এনএম টর্ক @ ৪৫০০ আরপিএম দিতে সক্ষম । ইঞ্জিনের সাথে চারটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । ইগনিশন হল সিডিআই এবং স্টার্টিং সিস্টেম হচ্ছে কিক । 

বাজাজ প্লাটিনা (কিক এবং ইলেক্ট্রিক) কমিউটার সেগমেন্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত বাইক হচ্ছে বাজাজ প্লাটিনা । বাইকটি বেশির ভাগ গ্রামের এলাকায় দেখা যায় । এটি অনেকটা ট্যাক্সি সার্ভিস এর মত । বাইকটিতে রয়েছে   ১০২সিসি সিঙ্গেল সিলিন্ডার, টু ভাল্বস এয়ার কুল্ড পাওয়ারফুল ইঞ্জিন । ইঞ্জিনটি প্রায় ৮.২ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৮.৬ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম । ইঞ্জিনের সাথে চারটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি প্রায় ১১ লিটার । 

বাজাজ ডিস্কভার ১০০ বাজাজ ডিস্কভার ১০০ এ রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন । যদিও বাইকটি ১০০ সিসি কিন্তু এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ৯৪.৩৮সিসি । ইঞ্জিনটি প্রায় ৭.৭ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৭.৮৫ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম ।  এই বাইকের ক্লাচ হল ওয়েট মাল্টিপ্লেট টাইপের এবং ইঞ্জিনের সাথে পাচটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি হল ৮ লিটার । 

বাজাজ ডিস্কভার ১২৫ ( ড্রাম এবং ডিস্ক) বাজাজ ডিস্কভার ১২৫ বাইকটিতে ১২৪.৫২ সিসি ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে । ইঞ্জিনটি প্রায় ১১বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ১০.৮০ এনএম টর্ক দিতে সক্ষম । ইঞ্জিনের সাথে পাচটি গিয়ার বক্স সংযুক্ত করা আছে । বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি হল ৮ লিটার । এখন আমাদের অপেক্ষা করতে হবে  এটা দেখার জন্য  যে এই দাম কমানোর ফলে বাজাজ কেমন প্রতিক্রিয়া পায়, প্রতিদ্বন্দীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা সেটাও দেখার বিষয় । এখানে উল্লেখ্য যে  বাজাজ কিছু দিন আগে তাদের কমিউটার সেগমেন্টে দাম কমিয়েছিল,  এখন তারা আবার  তাদের বাইকের দাম কমিয়েছে। দেখা যাক এর প্রতিক্রিয়া কি হয়।

Published by Saleh Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes