Shares 2

দাম বেড়েছে ইয়ামাহা মোটরসাইকেলের

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশ তাদের মোটরসাইকেলের দাম বাড়িয়েছে। এতে করে অনেক কাস্টোমার তাদের বাইক ক্রয় থেকে কিছু হলেও পিছিয়ে গিয়েছেন। যদিও বৈশ্বিক পরিস্থিতির কারণে এমন হয়েছে বলে ইয়ামাহা বাংলাদেশ জানিয়েছে। 

yamaha-r15m-and-yamaha-r15-v4

বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সার্বিক পরিস্থিতি বেশ একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। তাছাড়া ডলারের দাম বেশ বেড়ে যাওয়াতে বেশির ভাগ পণ্যের দাম উর্ধ্বমুখি। সেই ক্ষেত্রে প্রত্যেক দেশ ও কোম্পানি গুলো তাদের সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। 

যেহেতু ডলারের দাম বেড়ে গিয়েছে তাই সার্বিক দিক থেকে আমদানী ও রপ্তানিতে এর বেশ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাব মোটরসাইকেল কোম্পানি গুলোর উপরও পরেছে। তার কারণ হচ্ছে বেশির ভাগ কোম্পানি আমদানী নির্ভর। তারা তাদের কাচমাল থেকে শুরু করে সব কিছুই আমদানি করে থাকে। 

আর বিশ্ব বাজারে দাম বেড়ে যাবার কারণে মোটরসাইকেলের দাম উর্ধ্বমুখি হয়েছে। অনেকেই ভাবছেন যে শুধু মাত্র ডলারের কারণে মোটরসাইকেলের দাম বৃদ্ধি হয়েছে। এমন নয়, এর সাথে আনুসাঙ্গিক অনেক গুলো বিষয় জড়িত। তাদের মধ্যে রয়েছে –

  • বিশ্বব্যাপী ডলার রেট বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি হার বাড়া নিয়ে সারাবিশ্ব এখন অনেক বিপদের সম্মুখীন
  • সারা বিশ্বের সকল ইন্ডাস্ট্রি এখন এই অসুবিধায় ভুগছে
  • আমাদের দেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিও একই সমস্যার সম্মুখীন হচ্ছে
  • মূলত আমাদের দেশের মোটরসাইকেল ব্র্যাডগুলো বাজারজাত করা হয় ডিস্ট্রিবিউশন প্রসেস এর মাদ্ধমে, কেউ আনে CBU, অথবা কেউ আনে CKD. উভয় এর ক্ষেত্রেই  ডলার অথবা কাঁচা মালের উপর ভরসা করতে হয় আমদানির উপর.
  • দেশে ডলার রেট বেড়েছে
  • দেশে প্রায় সকল মোটরসাইকেল ব্র্যান্ড তাদের বাইকের মূল্য বৃদ্ধি করেছে,
  • সমসাময়িক মূল্য এর উপর চিন্তা করেই আসলে চিন্তা করতে হবে কোন বাইক আপনাকে ভ্যালু ফর মানি বেনিফিট দিবে।
  • ফুয়েল এর দাম সামনে বাড়তে পারে, এ জন্য ফুয়েল ইকোনোমি বাইক কিনাটাই এখন বুদ্ধিমানের কাজ হবে,
  • এফ এই টেকনোলজি, এ বি এস, এবং প্রাইস টু  পারফরম্যান্স চিন্তা করলে এখন ইয়ামাহা এর বাইক এখন অনেক ভ্যালু ফর মানি দিচ্ছে, কারণ ফুয়েল ইফিসিয়েন্ট এবং ভালো ব্রেকিং সিস্টেম সোহো সব দিক দিয়েই ইয়ামাহা এর বাইক কেনা অনেক ভালো ডিসিশন হবে

সম্প্রতি ইয়ামাহা বাংলাদেশ তাদের মোটরসাইকেলের দাম বৃদ্ধির কারণে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। আসলে মোটরসাইকেল দাম বৃদ্ধির কারনে অনেকেই যেই বাজেট হিসেবে করে রেখেছেন তা বেড়ে গিয়েছে বলে জানা যায়। 

yamaha-r15m-price-in-bangladesh

কারণ বাজেট একটি বড় ব্যাপার। শুধু মোটরসাইকেল ক্রয় নয়, এর সাথে আনুসাঙ্গিক আর অনেক খরচ যুক্ত হয়, যেমন বাইকের রেজিস্ট্রেশন, এক্সেসরিজ সহ আরও অনেক কিছু। তো দাম বৃদ্ধির কারণে এখন কাস্টোমার তার পছন্দের বাইকটি ক্রয়ে বেশ অসুবিধায় পরবেন। 

তবে আমরা আশা করব এসি মোটর যারা বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, তারা খুব শীঘ্রই এই বিষয়টি বিবেচনা করবেন। আশা করছি ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য খুব শীঘ্রই দাম কমিয়ে নিয়ে আসবে। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla