Shares 2
অকটেন বুস্টার কি ? অকটেন বুস্টার নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর
Last updated on 31-Jul-2024 , By Ashik Mahmud Bangla
অকটেন বুস্টার কি ? এই নিয়ে আমাদের অনেকের ধারনা এখনো ক্লিয়ার না। অনেকের মনেই অকটেন বুস্টার নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি নিজে অকটেন বুস্টার কয়েকবার ব্যবহার করেছি সেই অভিজ্ঞতা থেকে আজ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেয়ার চেষ্টা করবো।
অকটেন বুস্টার কি ? ( OCTANE BOOSTER )
যদি খুব সহজভাবে বলি, তাহলে অকটেন বুস্টার এমন এক তরল পদার্থ যা আপনার বাইকের অকটেনের পারফরম্যান্স বৃদ্ধি করে এবং অকটেনের মাঝে থাকা ছোট ছোট সমস্যাগুলি দূর করে। আমাদের দেশে অধিকাংশ জায়গায় ভালোমানের ফুয়েল পাওয়া যায় না, কিন্তু অকটেন বুস্টার ব্যবহারে আপনি আপনার ফুয়েলের মান কিছুটা ভালো করতে পারেন।
অকটেন বুস্টার কি বাইকের মাইলেজ বাড়ায়?
অকটেন বুস্টার যেহেতু অকটেনের মান কিছুটা ভালো করে তাই অকটেন বুস্টার ব্যবহারে আপনি মাইলেজ কিছুটা ভালো পাবেন। তবে আপনি যদি মনে করেন মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে সেটা না।
অকটেন বুস্টার কি ইঞ্জিনের সাউন্ড কমাতে সাহায্য করে?
অকটেন বুস্টার যেহেতু আপনার বাইকের ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করে তাই অকটেন বুস্টার ব্যবহারে আপনার বাইকের ইঞ্জিন থেকে আপনি বেশ স্মুথ একটা সাউন্ড পাবেন।
অকটেন বুস্টার কি বাইকের রেডি পিকাপ বাড়ায়?
অকটেন বুস্টার ব্যবহারে বাইকের রেডি পিকাপ কিছুটা বাড়ে। যখন আপনার বাইকের তেলের পারফরম্যান্স বাড়বে তখন আপনি আপনার বাইক থেকে এমনিতেও ভালো পারফরম্যান্স পাবেন। আমাদের দেশে তেলে অনেক রকমের সমস্যা থাকে। কয়েক বছর আগে দেখা গেছিলো কিছু অসাধু ব্যবসায়ী তেলের সাথে পানি মিশায়, এখন আপনি যদি এমন তেল বাইকে নিয়ে অকটেন বুস্টার দিয়ে বাইক থেকে ভালো পারফরম্যান্স আশা করেন সেটা তো সম্ভব না।
প্রতিটা জিনিসে ভালো মন্দ দিক আছে , অকটেন বুস্টার ব্যবহারের সময় আমি এর একটা খারাপ দিক দেখেছি আর সেটা হচ্ছে কার্বুরেটরে বেশি পরিমাণ ময়লা জমে। তবে এটা কোন বড় সমস্যা না, আপনি যদি কার্বুরেটর সময় মতো পরিষ্কার করে রাখেন তাহলে কোন সমস্যা হবে না।
অকটেন বুস্টার নিয়ে আমাদের দেশে যেসব ভুল ধারনা প্রচলিত আছে
১- আপনার বাইক থেকে আপনি যদি রেগুলার ৩০ কি.মি মাইলেজ পান তাহলে অকটেন বুস্টার দিলে মাইলেজ ৫০ হয়ে যাবে, যদি এমটা আশা করে থাকেন তাহলে এটা আপনার ভুল ধারণা।
২- আপনার বাইকের রেগুলার টপ স্পীড যদি ১১০ হয় আপনি অকটেন বুস্টার দিলে ১৩০ টপ স্পীড পাবেন, যদি এমনটা শুনে থাকেন এটাও ভুল।
পরিশেষে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আপনার যদি কখনো মনে হয় বাইকের তেল খারাপ পরেছে সেক্ষেত্রে আপনি অকটেন বুস্টার ব্যবহার করুন। দূরে কোথাও যাচ্ছেন ট্যুরে সেক্ষেত্রে অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন, তবে আমি নিয়মিত কখনো অকটেন বুস্টার ব্যবহার করি না। বাইক চালানোর সময় অবশ্যই ভালো মানের হেলমেট ব্যবহার করুন।
T
Published by Ashik Mahmud Bangla