Shares 2
TVS Radeon 110cc 2019 - লঞ্চ হলো বাংলাদেশ । বাইকবিডি
Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তাদের লাইন আপে নিয়ে এসছে ১১০সিসির সম্পূর্ন নতুন একটি মোটরসাইকেল, TVS Radeon 110 । বাইকটি গত ১০ অক্টোবর এক জাকজমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হয় ।
TVS Radeon 110 2019 - লঞ্চ হলো বাংলাদেশ । বাইকবিডি
TVS Radeon হচ্ছে টিভিএস এর নতুন ১১০সিসি কমিউটার মোটরসাইকেল । বাইকটি আধুনিক স্টাইল, অধিকতর শক্তিশালী ইঞ্জিন আর দারুন স্বাচ্ছন্দ্যের একটি আদর্শ সমন্বয় হল টিভিএস রেডিয়ন ১১০ সিসি । টিভিএস তাদের এপাচি আরটিআর সিরিজের জন্য জনপ্রিয় হলেও কমিউটার সেগমেন্টে টিভিএস মেট্রো ও মেট্রো প্লাস, টিভিএস এক্সএল, ও স্কুটার টিভিএস উইগো এর জন্যও অনেক জনপ্রিয় ।
Also Read: TVS Offer In June 2019 । সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট
নতুন টিভিএস রেডিয়ন ১১০ বাইকটি লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিঃ-এর সিইও বিপ্লব কুমার রায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর, বিজনেস হেড মৃগেন ব্যানার্জী, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান, হেড অব মার্কেটিং মোঃ আশরাফুল হাসান, হেড অব সার্ভিস সৌরভ বোস, হেড অব স্পেয়ার্স মনিরুল হক বিন শহিদ সহ টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড-এর সিলেট এরিয়ার ডিলার বৃন্দ।
টিভিএস এই নতুন বাইকটি অনেক নতুন নতুন ফিচার্স দিয়ে সাজিয়েছে । যদিও বাইকটি ১১০সিসি এবং কমিউটার সেগমেন্টের । তারপরও বাইকটিকে তারা দারুন একটি স্টাইল ও লুকস দেয়ার চেষ্ঠা করেছে । লুকস ও ডিজাইনের দিক থেকে এটি সম্পূর্ন নতুন ডিজাইন ও গ্রাফিক্স দেয়া হয়েছে । TVS Radeon 110 বাইকটিতে দেয়া হয়েছে ১০৯.৭ সিসি, এয়ারকুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ২ ভাল্ব বিশিষ্ট ইঞ্জিন ।
যা থেকে 8.2 bhp @ 7000 rpm এবং 8.7 Nm @ 5000 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম । নতুন “ডিউরালাইফ” ইঞ্জিন দেয় চমৎকার ফোর স্ট্রোক পারফরম্যান্স। অধিক টর্ক নিশ্চিত করে বেশি শক্তি আর বেশি পিক আপ । ইঞ্জিনের সাথে পাওয়ার ডেলিভারি করার জন্য ফোর স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে ।
Also Read: TVS Radeon 110 - Price In Bangladesh
মোটরসাইকেলটিতে ফিচার্স হিসেবে অনেক কিছু যুক্ত করা হয়েছে । বাইকটির স্টাইল ও গ্রাফিক্স নতুন । এর সাথে বাইকটিতে একটি এনালগ স্টাইলিশ ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে । এতে স্পিড, ফুয়েল গজসহ দেয়া হয়েছে ওয়ার্নিং লাইটস । এছাড়া সার্ভিস লাইট ও যুক্ত করা হয়েছে । যার কারনে রাইড সহজেই বুঝতে পারবেন কখন সার্ভিস করতে হবে এবং ফুয়েল নিতে হবে ।
Also Read: চমক নিয়ে হাজির হলো TVS Apache RTR 160 4V
এই বাইকটি তিনটি কালার স্কিমে পাওয়া যাবে । কালার তিনটি হচ্ছে ভলকানো রেড, মেটালিক ব্লাক এবং রয়াল পার্পেল, যা সারা বাংলাদেশ জুড়ে টিভিএস এর সকল শোরুমে পাওয়া যাবে । বাইকটি মুল্য ধরা হয়েছে ৯৫,৯০০ টাকা । টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের মার্কেট অনুযায়ী নতুন নতুন আরও মোটরসাইকেল নিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে । আশা করা যাচ্ছে TVS Radeon 110 বাইকটি সবার কাছে পছন্দ হবে ।
T
Published by Ashik Mahmud Bangla