Shares 2

Suzuki Gixxer SF নিয়ে ৫০ + জেলা ভ্রমন করেছি - রাকিবুল ইসলাম

Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla

আমি মো: রাকিবুল ইসলাম। আমি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় বসবাস করছি। বর্তমানে Suzuki Gixxer SF বাইকটি ব্যবহার করছি । এটি হচ্ছে আমার ৬ নং বাইক।

suzuki gixxer sf at cox bazar

২০০৭ সাল থেকে ২০২১ পর্যন্ত ১৪ বছরের প্রায় ২ লক্ষ কিলোমিটার পথ চলার বিস্তারিত গল্প আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ্‌।

সবর্প্রথম ২০০৭ সালে Hero-100ss বাইকটি ক্রয় করি বাইকটি মূলত আমার বাবার ছিল। কিন্তু বাবা বাইকটি চালাতে পারতেন না আমি তখন ক্লাস ৭ এ পড়ি। বাবা রাইডিং না পারাতে বাইকটি বাসায় রেখে যেতেন ।

suzuki gixxer sf bike price

স্কুল শেষে বাইকটি নিয়ে চালানোর চেষ্টা করতাম বাসার পাশেই বিশাল ঢাল ছিল স্টার্ট বন্ধ অবস্থায় ঢালে নামতাম ২-৩ দিন এভাবে চেষ্টার পর মামার থেকে কিছু ধারনা নিয়েছিলাম কিভাবে কি করতে হবে। তারপর নিজের চেষ্টায় আলহামদুলিল্লাহ্‌ প্রাথমিক ধাপ পার করেছি। বর্তমানে বাইকটি অচল অবস্থায় আছে।


২০১৪ সালে Pulsar 150 ug4 মডেল এর বাইকটি টাংগাইল এর পুরাতন শোরুম থেকে বাবার টাকায় ক্রয় করি। বাইকটি ক্রয় করেছিলাম বাবার অবাদ্ধ হয়ে। পরবর্তীতে একটা Yamaha RX-100 Red বাইক ক্রয় করি। এরপপর Walton leo 80cc ও Yamaha RX-100 Rpm Blue ক্রয় করি। 

সর্বশেষ Suzuki Gixxer SF বাইকটা ক্রয় করি। Gixxer বাইকটা ১ বছরে ২৮০০০+ কিলোমটার এর মত রাইড করেছি। বাইকের উপর ভালবাসাটা সেই ছোট বেলা থেকেই এর কারনটা আমার আজ ও অজানা। 

২০২০ সালে Suzuki Gixxer SF মডেল টা ব্যান্ড হয় তখন বাধ্য হয়ে পুরাতন বাইক ক্রয় করি চাহিদা অনুযায়ী বাজার মূল্য ১৯০,০০০ টাকা। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার Suzuki showroom থেকে বাইকটি ক্রয় করি।

suzuki gixxer sf bike

অনেক দিন সাধনার ফল একটু মিষ্টি হবে সেটাই স্বাভাবিক রাইডিং করে বাসায় আসছি আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল লাগছে। ২৫০০০ কিলামিটার পর্যন্ত ভাল ভাবে রাইড করেছি কোন প্রকার সমস্যা ছাড়া ।

এর পরে কার্বুরেটর এ সমস্যা হয়েছিলো পরিবর্তন করেছি এখন ঠিক মত চলার উপযোগী হয়েছে কিন্তু ২ টা টায়ার পরিবর্তন করা খুব জরুরী হয়ে পড়েছে। মাইলেজ ৪০+ পাচ্ছি। বাইকের কোন রকম সমস্যা থাকলে নিজের কাছেই অসস্তি লাগে। 

যত্নটা নিজের থেকেও বেশী করি। বর্তামানে বাইকের ইন্জিন আয়েল Shell Long Ride 20W40 ব্যবাহার করছি। আমার বাইকটি নিয়ে সর্বোচ্চ স্পিড পেয়েছি ১৩১।

suzuki gixxer sf black

বাইকটিতে যেগুলো মডিফাই করেছি - 

  • হ্যান্ডেল বার
  • নোস কাভার
  • উইংলেট
  • হেড লাইট বাল্ব
  • ফগ লাইট
  • RCB হোস পাইপ
  • রিং কালার
  • সিট
  • স্টিকার

Suzuki Gixxer SF বাইকটির কিছু ভাল দিক -

  • মডিফাই করার জন্য বেষ্ট।
  • দেখতে প্রিমিয়াম বাইকের মত লাগে
  • আনেক স্মুথ
  • রেডি পিকআপ
  • চাকা মোটা

Suzuki Gixxer SF বাইকটির কিছু খারাপ দিক -

  • ব্রেকিং কম
  • পিলিয়ন সিট 
  • পার্টস এর দাম বেশী
  • সাউন্ড কোয়ালিটি ভাল লাগে নাই
  • পাইপ হ্যান্ডেল ভাল লাগে নাই

suzuki gixxer sf

বাইকটি নিয়ে আমি ৪ বার মানিকগঞ্জ থেকে সিলেট গিয়েছি। এরপর কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া, আলীকদম,ডিম পাহাড়, বাংলাদেশের সর্বচ্চ উচু পাহাড় ২ বার জয় করেছি। সাজেক ও মারায়ং তাং উঠেছি ১ বার। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গিয়েছি এই ভালবাসার বাইক নিয়ে। 

এখন পর্যন্ত প্রায় ৫০+ জেলা ভ্রমন করেছি। বাকিটা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ্‌। এই বাইক নিয়ে ১ লক্ষ কিলোমিটার পর্যন্ত পার করব ইনশাআল্লাহ্‌।

লিখেছেনঃ ইশতিয়াক আহমেদ
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla