Shares 2

Ownership Transfer|মোটরসাইকেল ও মোটরযানের মালিকানা পরিবর্তন এর নিয়মাবলী

Last updated on 29-Jul-2024 , By Ashik Mahmud Bangla

অনেকেই মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড ক্রয় করে থাকেন । আবার অনেকেই দেশ বা দেশের বাইরে চলে যাবার সময় নিজের মোটরসাইকেল বা মোটরযানটি তার ভাই, বন্ধু বা আত্মীয়ের কাছে রেখে যান বা বিক্রি করে থাকেন । সেক্ষেত্রে তখন প্রয়োজন হয় তার মালিকানা পরিবর্তনের । অনেকেই আছেন যারা জানেন না কিভাবে Ownership Transfer/মালিকানা পরিবর্তন করতে হয় । চলুন বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক ।

Ownership Transfer

Ownership Transfer/মালিকানা পরিবর্তন এর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র (ওয়ারিশসূত্রে প্রাপ্ত মালিকানা ব্যতিত):

মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ক্রেতার করণীয়ঃ ১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম।(এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম বিআরটিএর ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে DOWNLOAD করা যাবে) ২। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ। ৩। ক্রেতার TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালিত নয় এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে) ৪। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে)। ৫। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশদের হলফনামা (একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক স্ট্যাম্পে আর একটি হলফনামা দিতে হবে)। ৬। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ত্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান, তবে ক্রেতা কোন প্রতিষ্ঠান হলে, উপরে বর্ণিত কাগজপত্রসহ (হলফনামা ছাড়া) অফিসিয়াল প্যাডে চিঠি। 

Ownership Transfer

  

Ownership Transfer/মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে  বিক্রেতার করণীয়ঃ

১। ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রশিদে স্বাক্ষর। 

২। বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা। 

৩। বিক্রেতা কোম্পানী হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান। 

৪। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা।

    

Ownership Transfer

ওয়ারিশ সূত্রে মালিকানা পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম (এ দু’টি ফরমসহ অন্যান্য ফরম বিআরটিএর ওয়েবসাইটের DOWNLOAD FORMS থেকে DOWNLOAD করা যাবে) 

২। কোর্ট/স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ। 

৩। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ। 

৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালিত নয় এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে) 

৫। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে)। 

৬। ছবি সহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশগণের হলফনামা (একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর একটি হলফনামা) 

৭। নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙিন ফটোসহ ফরমের অন্যান্য তথ্য পূরণ। এই স্টেপ গুলো ফলো করলে খুব সহজে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন । আশা করি আপনি নিজেই এখন আপনার গাড়ি মোটরসাইকেল এর Ownership Tranfer/মালিকানা পরিবর্তন করতে পারবেন ।   

তথ্য সূত্রঃ বিআরটিএ ওয়েবসাইট

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Luyuan EH 01

Luyuan EH 01

Price: 0.00

Luyuan FB 01M

Luyuan FB 01M

Price: 0.00

Luyuan EM 03

Luyuan EM 03

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

Salida ZL 3

Salida ZL 3

Price: 0.00

View all Upcoming Bikes