Shares 2

New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ - নাজমুল

Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla

আমি মোঃ নাজমুল হুদা, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, আমি ঢাকার খিলক্ষেত এলাকায় থাকি । আমি আজ আপনাদের সাথে New Suzuki Gixxer বাইকের মালিকানা রিভিউ শেয়ার করবো ।

New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ

আম্মাকে ধরলাম যে আমাকে বাইক কিনে দেয়ার জন্য। জানি আব্বুকে আমি বললে কিনে দিবে না। এভাবে ১ মাস আম্মার পিছে লেগে থাকলাম বাইক কিনে দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ পরে আব্বু আমাকে হিরো হোন্ডার গ্লামার ১২৫ সিসির বাইকটি কিনে দেয়।

নিজের একটা বাইক থাকা মানে স্বাধীন ভাবে চলাফেরা। খুব সহজেই এবং অল্প সময়ে এক জায়গায় থাকে আরেক জায়গায় আসা-যাওয়া করা যায়। প্রিয় জায়গায় গুলোতে খুব দ্রুতই ঘুরে আসা যায়। একটা বাইক থাকলে ঢাকা সিটিতে কতটুকু কষ্ট থেকে রেহাই পাওয়া যায় যার বাইক আছে সেই জানে। 

প্রথমে যখন আমি গ্লামার ব্যবহার করতাম তখন থেকে ভেবে নিয়েছিলাম এর পরে আমি পালসার নিবো। এটার কারন পালসার এমন একটি বাইক যেই বসে তাকেই মানায়। পরে পালসার নিলাম এর কিছু দিন পর চিন্তা করলাম যে জিক্সার নিবো। এই চিন্তা করতে করতে ৪ বছর ব্যবহার করলাম পালসার। আলহামদুলিল্লাহ পালসার এর পর এখন নিলাম জিক্সার । বাইকটার কালার এবং লুকিং অসাধারন । বসে কমফোর্ট, কন্ট্রলিং অনেক ভালো, এবং মাইলেজ ও ভালো পাচ্ছি।

New Suzuki Gixxer বাইক

বাইকটির দাম ২,৬৭,০০০। বাইকটি কিনেছি গাজীপুর চৌরাস্তায় সুজুকির অফিসিয়াল শোরুম থেকে। জিক্সার এই প্রথম ডুয়েল কালারের বাইক লঞ্চ করেছে। অরেঞ্জ সিলভার কালারটি দেখে খুবই পছন্দ হয়। কিন্তু অল্পকিছু টাকা কম থাকায় সাথে সাথে  বাইকটি নিতে পারিনি। রোজার মাসে ঢাকার মধ্যে যতগুলো সুজুকির শোরুম আছে কোনটাতেই এই কালার টা খুজে পেলাম না। 

পরে খোজ পেলাম গাজীপুরে আছে , আলহামদুলিল্লাহ ওইখানে এই কালারের ৩ টি বাইক ছিল । পরের দিন সকালে চলে গেলাম গিয়ে দেখি ১ টা বিক্রি হয়েগেছে। ২ টার মধ্যে নিজের জন্য একটা নিয়ে নিলাম। বাইকটি প্রথম চালানোর অনুভূতি ছিলো অসাধারন । বাইকটি চালানোর মূল কারন হলো কমফোর্ট, কন্ট্রলিং, ব্রেকিং সিস্টেম এবং মাইলেজ ।

আমার বাইকটি এফ আই আ বি এস । প্রতিদিন যখন বাইকটি রাইড করি খুব ভালো লাগে। এখন পর্যন্ত ২ বার সার্ভিস করিয়েছি। ঢাকা সিটিতে ৪৩ - ৪৪ মাইলেজ পাচ্ছি, আর হাইওয়ে তে ৫২+ মাইলেজ পেয়েছি। বাইকটি রাইড করার পর ভালো করে মুছে রাখি এবং ডাস্ট কাভার দিয়ে ঢেকে রাখি। এখন পর্যন্ত কোন পার্টস পরিবর্তন করিনি , কোন মডিফাই ও করা হয়নি। এখন পর্যন্ত ১০৭ টপ স্পিড তুলেছিলাম এর পর আর চেষ্টা করিনি।

New Suzuki Gixxer

New Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক -

  • লুকিং এবং কালার অসাধারন । 
  • বসে কমফোর্ট।
  • কন্ট্রলিং ভালো ।
  • মাইলেজ ভালো পাওয়া যায় এবং ব্রেকিং সিস্টেম এবিএস।

খারাপ এর দিকে আমার চোখে ১ টাই পরেছে সেটা হলো কেনার কিছুদিন পর পিছনের ডিস্ক টাল হয়ে যায়। সর্বশেষ বলবো গাড়িটি সত্যিই অসাধারণ সবদিক থেকে। ধন্যবাদ ।

লিখেছেনঃ  মোঃ নাজমুল হুদা

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla