Shares 2

Lifan KPR 150 V2 ৭০০০ কিলোমিটার রাইড রিভিউ - শাহরিয়ার রাব্বী

Last updated on 18-Jul-2024 , By Raihan Opu Bangla

আমি শাহরিয়ার রাব্বী। চট্টগ্রামে বসবাস করি। আমি একজন বাইক প্রেমিক । বাইক রাইড করতে খুব পছন্দ করি। আমি বর্তমানে একটি Lifan KPR 150 V2 বাইক ব্যাবহার করি । Lifan KPR 150 V2 বাইকটি আমি ৭০০০ কিলোমিটার রাইড করেছি । আজ আমি আমার এই ৭০০০ কিলোমিটার রাইডের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ।lifan kpr 150 v2 at cox bazar gate

আমার ইচ্ছে আছে আমি বাংলাদেশের ৬৪ জেলা ২ চাকায় ভ্রমণ করবো । Hero Honda Hunk দিয়ে আমার বাইকিং জীবনের পথচলা শুরু। বর্তমানে আমি একজন Lifan KPR 150 V2 ইউজার । Lifan KPR 150 V2 নামটা নিশ্চয়ই বাইকারদের কাছে বর্তমানে নতুন কিছু নয়। 


এই বাইকটি নিয়ে আমি সর্বশেষ ৭,০০০+ কিলো পথ পাড়ি দিলাম। তাই আজ আমি আপনাদের সাথে আমার এই বাইকটি নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব।


Click To See Lifan KPR 150 V2 Bike Price In Bangladesh


যেদিন প্রথম এই বাইকটির ছবি দেখি, সেদিন থেকে বাইকটা নিয়ে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে । মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে Honda CBR 150R, Yamaha R15 V3, Suzuki GSX-R চালানোর স্বপ্ন নিয়ে ভাবিনি কখনো । 


তবে স্বল্প বাজেটে একটা স্পোর্টস বাইক চালানোর স্বপ্ন পূরণ করে দেয় আমাকে Lifan KPR 150 V2 বাইকটি । বাইকটি কেনার আগে হাজারটা কথা শুনতে হয়েছিলো আশেপাশের মানুষ থেকে, কারন আমি একটা চায়না বাইক কিনতে যাচ্ছিলাম। তবে এই যাত্রায় আমাকে সবচেয়ে বেশি সাহস যুগিয়েছিল ক্লাব কেপিআর বাংলাদেশ(CKB) এর ভাই বন্ধু গন। তাও, প্রত্যেকদিন বাইকটা সম্পর্কে দেখতাম, জানতাম যদি কোন ঝামেলা হয় কিনার পরে।

lifan kpr 150 v2 back side view

করোনা কালিন সময়ে অর্থনৈতিক সমস্যার মধ্যেও ১১ জুন ২০২০ এ আমি আমার স্বপ্নের Lifan KPR 150 V2 বাইকটা কিনি । বাইকটা কেনা থেকে আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি, তবে যত কিলো যাচ্ছে ততই আরো বেশি স্মূথ হচ্ছে আর ভালো পার্ফরমেন্স দিচ্ছে । 

যেখানে যাচ্ছি কেউ না কেউ বলে ভাই বাইকটা সুন্দর, কি বাইক, কেমন সার্ভিস । অনেক মানুষের এই বাইকটার প্রতি আগ্রহ দেখা যায় ।


Click To See Lifan KPR 150 V2 Test Ride Review In Bangla – Team BikeBD


অনেক মানুষকে আমার বাইকটা টেস্ট ড্রাইভ করতে দিয়েছি। যারা যারা বাইকটি টেস্ট রাইড করেছে কেউ এই বাইকটিকে খারাপ বলেনি । সবাই Lifan KPR 150 V2 বাইকটির বেশ প্রশংসা করেছে । বাইকটির বয়স ৪ মাস । এই ৪ মাসে বাইকটি পাহাড় সাগর সবদিকে সমান তালে ছুটে চলেছে।


Click To See All Bike Price In Bangladesh


এই সময়ে আমি বাংলাদেশের বেশ কিছু জেলা কক্সবাজার, মেরিন ড্রাইভ, নিলগিরি, বান্দরবান, সাজেক, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, শ্রীমঙ্গল, সিলেট ভ্রমণ করি। হাইওয়েতে বাইকটির পার্ফরমেন্স প্রশংসা করার মত । বাইকটি নিয়ে আমার সর্বোচ্চ ভ্রমণ ছিলো সিলেট । টোটাল রাইড করেছিলাম ১১৮০ কিলোমিটার এবং একি সাথে বাইকটির সর্বোচ্চ স্পীড পেয়েছি ১৩৬ যদিও সেটা রেকর্ডেড ছিলো না।


Click To See All Lifan Bike Price In Bangladesh

lifan kpr 150 v2 black colour

Lifan KPR 150 V2 বাইকটির কিছু ভালো দিক -

  • বাজেট স্পোর্টস বাইক
  • ভালো ব্রেকিং
  • ভালো মাইলেজ
  • রাইডিং কনফিডেন্স
  • সার্ভিস সেন্টারের ভালো সাপোর্ট


Lifan KPR 150 V2 বাইকটির কিছু খারাপ দিক -

  • গিয়ার ক্লাচ কিছুটা হার্ড
  • চেইন দ্রুত লুজ হয়
  • দূর্বল সাসপেন্সান
  • কিছু কিছু পার্টস পেতে সময় লাগে, তবে সবই পাওয়া যায়
  • টার্নিং রেডিয়াস


এই ৭০০০+ কিলোমিটারে আমার একবার এয়ার ফিল্টার এবং সার্ভিস সেন্টারের অবহেলায় একবার কার্বুরেটর ফাইবার কিনতে হয়। এছাড়া তেল ও ইঞ্জিন ওয়েল ছাড়া আর কোন কিছু করতে হয়নি। প্রথম ২০০০ কিলো Shell Advance Mineral এরপর Motul Mineral এবং এখন Motul Synthetic এ শিফট করি। পার্ফরমেন্স খুব ভালো এটা পরিবর্তন করে অন্য কোন ব্রান্ড এ শিফট করার ইচ্ছে নেই।

lifan kpr 150 v2 meter view

এছাড়া পজেটিভ নেগেটিভ হাজার হাজার রিভিউ তো আপনারা প্রতিনিয়ত দেখতেছেন Lifan KPR 150 V2 নিয়ে। তাই, এই বিষয়ে আর কথা বাড়ালাম না। আগামী ৩১ অক্টোবর ২০২০ সব কিছু ঠিক থাকলে আমার বাইকটি নিয়ে কেওক্রাডং যাওয়ার ইচ্ছে আছে। 


পর্যায়ক্রমে ৬৪ জেলা ভ্রমণ করবো ইনশাআল্লাহ । আশা করি সামনের দিনগুলোতে এখনের মতোই পার্ফরমেন্স দিবে আমার Lifan KPR 150 V2 বাইকটি । ধন্যবাদ BikeBD। ধন্যবাদ CLUB  KPR  BANGLADESH । সবসময় নিজের এবং পরিবারের কথা চিন্তা করে, নিজের সর্বোচ্চ সেইফটি নিয়ে বাইক চালাবেন । "ভ্রমন করুন, দেশকে জানুন"।

লিখেছেনঃ শাহরিয়ার রাব্বী

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Raihan Opu Bangla