Shares 2

সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কেনার সময় যে বিষয়গুলো দেখবেন

Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla

সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক আমরা অনেকেই কিনে থাকি। আপনি যদি একটু দেখে শুনে সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কিনতে পারেন তাহলে আপনার বাইকটিও যেমন ভালো হবে ঠিক তেমনি আপনি নতুনের চাইতে বেশ কম দামে বাইকটি কিনতে পারছেন। 

ভালো একটা স্পোর্টস বাইক কেনার ইচ্ছা কিন্তু আমাদের সবারই থাকে, কিন্তু নতুন স্পোর্টস বাইকের দাম আমাদের দেশে তুলনামূলক বেশি হওয়ার কারনে অনেকের পক্ষেই ইচ্ছা থাকার পরও নতুন স্পোর্টস বাইক কেনা হয় না।

স্পোর্টস বাইক

সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক যেমন কম দামে পাওয়া যায়, ঠিক তেমনি আপনি যদি ভালোভাবে চেক করে না কিনেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কেনার সময় যে ৮ টি বিষয় অবশ্যই চেক করবেন সেগুলো নিয়ে আজ আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কেনার সময় যে ৮ টি বিষয় অবশ্যই চেক করবেনঃ

১- ডকুমেন্ট চেকঃ

বাইকের জন্য সব কাগজপত্র ঠিক থাকাটা খুব জরুরি, বাইক দেখতে যতো ভালোই হউক না কেনো বাইকের ডকুমেন্টগুলো যদি ঠিক না থাকে তাহলে এই বাইক কেনার কোন মানেই হয় না। তাই আপনি যখন কোন সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কিনবেন বাইকের সব ডকুমেন্ট ঠিক আছে কিনা সেগুলো ভালোভাবে চেক করে নিবেন।

আপনি নিজে যদি বুঝতে না পারেন তাহলে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন। আর বাইক কেনার পর যত দ্রুত সম্ভব মালিকানা পরিবর্তন করে নিবেন। টাকা লেনদেনের সময় অবশ্যই সেটার একটা ডকুমেন্ট রাখবেন, প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবেন।

স্পোর্টস বাইক

২- বাইকের বডি কিট চেকঃ

আমরা জানি স্পোর্টস বাইক পুরাটা একটা কিট দিয়ে ঢাকা থাকে, আর এই বাইকগুলো যদি এক্সিডেন্ট করে তাহলে বাইকের বডি কিট ভালো ক্ষতিগ্রস্থ হয়। অনেক সময় দেখা যায় বাইকের আউট লুক অসাধারণ কিন্তু বডি কিট ভেতর দিক থেকে অনেক জায়গায় ভাংগা, যা হয়তো আপনি বাইক না খুললে বুঝতে পারবেন না।

স্পোর্টস বাইক

এজন্য সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক সব সময় এমন কারও কাছ থেকে কিনুন যে আপনাকে ঠকাবে না, হুট করেই দেখতে চকচকা এমন কোন স্পোর্টস বাইক কিনবেন না। স্পোর্টস বাইকের পার্টসের মূল্য তুলনামূলকভাবে বেশি, তাই বাইক কেনার আগে এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিবেন।

৩- ইঞ্জিন চেকঃ

বাইকের ইঞ্জিন একটা বাইকের জন্য সব কিছু, আর স্পোর্টস বাইকের প্রাণ হলো বাইকের ইঞ্জিন। তাই আপনি যখন কোন পুরাতন বাইক কিনবেন বাইকের ইঞ্জিনের কি অবস্থা সেটা ভালোভাবে যাচাই করে নিন। ইঞ্জিন খোলা হয়েছে কিনা সেদিকে বিশেষভাবে নজর দিন। আপনি যদি এই বিষয়গুলো না বুঝে থাকেন তাহলে এমন কারও সাহায্য নিন যে এগুলো খুব ভালো বুঝে।

রঙ চেকঃ

স্পোর্টস বাইকের ইঞ্জিন মেরামত অনেক ব্যয়বহুল, তাই টাকা দিয়ে এমন কোন কিছু কিনবেন না যা আপনার জীবনে দুঃখের কারন হয়ে দাঁড়ায়।

৪- রঙ চেকঃ

অনেকই স্পোর্টস বাইক মডিফাই করতে গিয়ে বাইকের আসল রঙটায় চেঞ্জ করে ফেলে, যার ফলে কাগজের সাথে বাইকের রঙ এর কোন মিল থাকে না। এমন বাইক না কেনায় উত্তম, কারন এই সব বাইক কিনলে আপনি প্রায় প্রায় মামলায় সম্মুখীন হতে পারেন। স্পোর্টস বাইক কেনার সময় এই জিনিসটি ভালোভাবে লক্ষ রাখুন।

রেডিয়েটর চেকঃ

৫- রেডিয়েটর চেকঃ

সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কেনার সময় এই জিনিসটা চেক করার কথা আমাদের অধিকাংশের মনে থাকে না। কিন্তু স্পোর্টস বাইকের ইঞ্জিন থেকে সঠিক পারফরম্যান্স পেতে রেডিয়টের ভূমিকা অপরিসীম। রেডিয়েটর ঠিক না থাকলে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং বাইক থেকে আপনি ভালো পারফরম্যান্স পাবেন না।

 তাই সেকেন্ডহ্যান্ড বাইক কেনার সময় রেডিয়েটর ভালোভাবে কাজ করে কিনা সেটা চেক করে নিন, কোথাও ঝালাই দেয়া আছে কিনা অথবা কোথাও লিক আছে কিনা সেগুলো দেখে নিবেন। যদি কোন সমস্যা থাকে তাহলে সেই বাইক নেয়ার কোন দরকার নেই।

চেসিস চেকঃ

৬- চেসিস চেকঃ

বাইকের চেসিস যেহেতু ভেতরে থাকে তাই এটি আমরা অনেকেই চেক করি না বা করার সুযোগ পাই না। কিন্তু এমনটা অনেকের সাথে হয়ে থাকে, পুরাতন স্পোর্টস বাইক কেনার পর দেখতে পান চেসিস ভাংগা, তখন আর কিছু করার থাকে না। 

তাই সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক একটু সময় নিয়ে ভালোভাবে চেক করে কিনুন। চেসিসে কোথাও ঝালাই দেয়া আছে কিনা সেই বিষয়ে ভালোভাবে খেয়াল রাখুন। চেসিস ভাংগা বাইক যতোই কম দামে পান না কেনো সেটা কিনবেন না।

সার্ভিসিং খরচ বিবেচনা করুনঃ

৭- সার্ভিসিং খরচ বিবেচনা করুনঃ

প্রতিটা সেকেন্ড হ্যান্ড বাইকের সার্ভিসিং খরচ থাকে, মানে বাইকটা কেনার পর কাজ না থাকলেও অনেক কাজ করাতে হয়। বাইক কেনার আগে এই দিকগুলো ভালোভাবে বিবেচনা করে বাইক কিনুন। বাইক কেনার পর কি কি চেঞ্জ করতে হতে পারে সেগুলো আগে ভালোভাবে হিসাব করে দেখুন। স্পোর্টস বাইকের আসল পার্টসের দাম কিন্তু বেশি হয়, সে দিকটা বিবেচনা করে বাইক কিনুন।

৮- রিম এবং টায়ার চেকঃ

সব শেষে এই জিনিসটা চেক করে নিন, বাইকের রিমে কোন সমস্যা আছে কিনা, বাইকের টায়ারের কি অবস্থা ইত্যাদি। আপনি যখন এই সব দিক বিবেচনা করে বাইক কিনবেন তখন আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটির সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন। 

পরিশেষে বলতে চাই, সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক কোন ব্যক্তির কাছ থেকে নেন অথবা কোন দোকান থেকে ভালোভাবে চেক করে কিনুন। প্রয়োজনে অভিজ্ঞ কাউকে সাথে রাখুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। ধন্যবাদ

Published by Ashik Mahmud Bangla