Shares 2

লিফান মোটরসাইকেল রমজান ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

চাইনিজ মোটরসাইকেল বাংলাদেশে একটি সময় সেভাবে জনপ্রিয় ছিল না। তবে লিফান মোটরসাইকেল সেই জায়গা পূরণ করেছে। চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে লিফান মোটরসাইকেল। 

লিফান রমজান ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪

লিফান মোটরসাইকেল রমজান ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪

বাংলাদেশে লিফান মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে লিফান মোটরসাইকেল দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এছাড়া লিফান কাস্টোমারদের প্রতি লক্ষ্যে রেখে দিচ্ছে কিস্তি সুবিধা। 

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে লিফান তাদের নেকেড স্পোর্টস মডেল Lifan KP165 4V বাইকটিতে দিচ্ছে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড়। বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৩১০,০০০ টাকা এবং ছাড় দেয়ার পর বাইকটির দাম হচ্ছে ২৮০,০০০ টাকা।

ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪

বাংলাদেশের নেকেড স্পোর্টস সেগমেন্টে লিফান কেপি১৬৫ ৪ভি বাইকটি অন্যতম পাওয়ারফুল একটি মোটরসাইকেল। এছাড়া স্পোর্টস সেগমেন্টে লিফানের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Lifan KPR। 

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের এই জনপ্রিয় সিরিজে দিচ্ছে কিস্তি সুবিধা। এখন আপনি Lifan KPR সিরিজের যেকোন মোটরসাইকেল ক্রয় করতে পারবে কিস্তি সুবিধার মাধ্যমে। ৬ মাসের জন্য ০% ইন্টারেস্ট রেটে ৬ মাসের কিস্তি সুবিধায় আপনি এই সিরিজের মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

এছাড়া এই সিরিজের মোটরসাইকেলের দামও কমানো হয়েছে, বর্তমানে লিফান কেপিআর এর দাম হচ্ছে ২২৯,০০০ টাকা। 

অপরদিকে স্কুটার সেগমেন্টে লিফানের রয়েছে পাওয়ারফুল ও স্টাইলিশ স্কুটার Lifan KPV Race Edition। এই এডিশনটি বেশ স্টাইলিশ ও পাওয়ারফুল। বর্তমানে এই স্কুটার ক্রয় করলে আপনি পেয়ে যাবেন ১০ বছরের জন্য ফ্রী রেজিস্ট্রেশন। 

বাংলাদেশে ট্যুরিং সেগমেন্টের মোটরসাইকেল খুব কম রয়েছে, তবে এই সেগমেন্টের জনপ্রিয় মডেল হচ্ছে Lifan KPT 150। এই বাইকটিতেও দেয়া হচ্ছে ডিস্কাউন্ট ও কিস্তি সুবিধা। আপনি বাইকটিতে পাচ্ছেন ১০,০০০ টাকার ডিস্কাউন্ট ও ৬ মাসের ০% ইন্টারেস্ট রেটে কিস্তি সুবিধা। 

লিফান ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪

লিফানের মোটরসাইকেল ও অফার সম্পর্কে জানতে আপনার কাছাকাছি লিফান মোটরসাইকেলের অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেলের সাম্প্রতিক দাম, বাইকিং কমিউনিটির সর্বশেষ খবর, সহ সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

 

Published by Raihan Opu Bangla