Shares 2

পালসার সিরিজে চলছে বাজাজ উইন্টার ফেস্ট ডিসেম্বর ২০২৫

Last updated on 11-Dec-2025 , By Arif Raihan Opu

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে জনপ্রিয় নাম হচ্ছে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড বাজাজ মোটরসাইকেল। মুলত কমিউটার সেগমেন্টে বাজাজ অনেক বেশি জনপ্রিয়। ১০০ থেকে ১২৫সিসি সেগমেন্টে বাজাজ তাদের মার্কেট শেয়ার এখনও ধরে রেখেছে। 

বাজাজ উইন্টার ফেস্ট ডিসেম্বর ২০২৫

বাজাজ উইন্টার ফেস্ট ডিসেম্বর ২০২৫

মোটরসাইকেল মার্কেটে বর্তমানে অনেক বেশি প্রতিযোগীতা চলছে। তবে বাজাজ তাদের লাইন আপে সব সময় নতুন মডেল ও আধুনিক প্রযুক্তি যুক্ত করে কাস্টমারদের চাহিদা পূরন করে চলেছে। 

পালসার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর ভেতর একটি মডেল। বর্তমানে ১২৫ থেকে ২৫০ সিসি পর্যন্ত সকল সেগমেন্টেই পালসারের মডেল রয়েছে।

বাংলাদেশে বাজাজের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরস লিমিটেড। শীতের আমেজকে সামনে রেখে তারা ডিসেম্বর মাসের জন্য ঘোষনা করেছে আকর্ষণীয় বাজাজ উইন্টার ফেস্ট ডিসেম্বর ২০২৫ অফার। 

বাজাজের লেজেন্ডারি পালসার সিরিজের জন্য এই অফার টি প্রযোজ্য হবে। উইন্টার ফেস্ট অফারে পালসার সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের উপর থাকছে সর্বোচ্চ ৮ হাজার ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এই অফারে Pulsar 150 TD ABS মডেলের বর্তমান বাজারমূল্য- ২২৭,০০০ টাকা মাত্র, পূর্বমূল্য- ২৩৫,১০০ টাকা মাত্র।  Pulsar N160 TD Non-abs মডেলের বর্তমান বাজারমূল্য ২৩৭,০০০ টাকা মাত্র, পূর্বমূল্য- ২৪২,৬০০ টাকা মাত্র। Pulsar N160 Dual Channel ABS মডেলের বর্তমান বাজারমূল্য ২৬৯,০০০ টাকা মাত্র, পূর্বমূল্য- ২৭৩,৬০০ টাকা মাত্র।

অফারটি ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বাজাজের সকল অফিশিয়াল শোরুমে এভেইলেবল থাকবে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিকটস্থ যে কোন বাজাজ অফিশিয়াল শোরুমে।  

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu