Shares 2

জিপিএক্স মোটরসাইকেল নতুন বছর ক্যাশব্যাক অফার ২০২৫

Last updated on 07-Jan-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে জিপিএক্স মোটরসাইকেল। এই বছর জিপিএক্স কাস্টমারদের জন্য দারূণ অফার নিয়ে হাজির হয়েছে। তারা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাশব্যাক অফার।

জিপিএক্স মোটরসাইকেল নতুন বছর ক্যাশব্যাক অফার

gpx motorcycle new year cash back offer 2025 price

স্পীডোজ লিমিটেড বাংলাদেশে জিপিএক্স মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। জিপিএক্স তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার। আর এই অফারটি দেয়া হচ্ছে GPX Demon GR165RR (Da Corsa) - 4V এবং 2V দুটি মডেলে। 

এই অফারের সাথে সাথে কাস্টমারদের জন্য রয়েছে আরকিছু অফার। যে অফার গুলো হচ্ছে – 

  • ৪টি ফ্রী সার্ভিস 
  • ২ বছর বা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি
  • পুরো দেশ জুড়ে অন কল সাপোর্ট
  • ১০০% স্পেয়ার পার্টস এর সুবিধা

সীমিত সময়ের জন্য এই অফার দেয়া হচ্ছে। আপনার পছন্দের জিপিএক্স মোটরসাইকেলটি ক্রয় করতে আপনার কাছাকাছি জিপিএক্স মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড় মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, শোরুম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন।

Published by Raihan Opu Bangla