ইআইসিএমএ ২০২৪-এ হোন্ডার বিশ্বে প্রথম নতুন V3 ইঞ্জিন উন্মোচন, থাকছে ইলেকট্রিক কমপ্রেসরের চমক !
৭৫-ডিগ্রি V3 ইঞ্জিনটি ওয়াটার কুল্ড প্রযুক্তিতে তৈরি, এবং বড় সিসির মোটরসাইকেলের জন্য বিশেষভাবে তৈরী করা হচ্ছে। এর ডিজাইন এতটাই স্লিম ও কমপ্যাক্ট যে দেখে মনে হবে ইঞ্জিন নয়, শিল্পকর্ম! আর ইলেকট্রিক্যাল কমপ্রেসর থাকায় ইঞ্জিনের আরপিএম যতই কম হোক না কেন, থ্রটল ঘুরালেই মিলবে হাই-রেসপন্স টর্ক, মানে কম স্পিডেও দারুণ এক্সেলারেশন।
R
Rafi Kabir