২০২৬ ডাকার র‍্যালিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ীর খেতাব অর্জন করলেন ২০ বছর বয়সী এডগার কার্নেট

This page was last updated on 08-Jan-2026 02:48pm , By Badhan Roy

সারাবিশ্বের মোটরস্পোর্ট এন্থুসিয়াস্টদের আগ্রহের শীর্ষে থাকা অন্যতম বিখ্যাত ও এক্সট্রিম অফরোড মোটরস্পোর্টস ইভেন্টের নাম ডাকার র‍্যালি। সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের অত্যান্ত রোমাঞ্চকর এই ইভেন্টের এবছরের আসরে প্রোলগ বা কোয়ালিফাই রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই প্রোলগ রাউন্ডে ডাকার ডাকার র‍্যালির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ীর খেতাব অর্জন করলেন ২০ বছর বয়সী স্প্যানিশ রাইডার এডগার কার্নেট।

 ২০২৬ ডাকার র‍্যালিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ীর খেতাব অর্জন

২০২৬ ডাকার র‍্যালিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ীর খেতাব অর্জন

২০২৬ ডাকার র‍্যালিতে রেড বুল কেটিএম রেসিং টিম থেকে ২০ বছর বয়সী স্প্যানিশ রাইডার এডগার কার্নেট ১১ মিনিট ৩১ সেকেন্ড ৯ মিলিসেকেন্ড সময় নিয়ে রেস সম্পন্ন করেন। মাত্র ৩ সেকেন্ডের ব্যাবধানে দ্বিতীয় স্থান অধিকার করেন অস্ট্রেলিয়ান রাইডার ও বর্তমান চ্যাম্পিয়ন ড্যানিয়েল স্যান্ডার্স যিনি একই রেসিং টিমের রেসার। 

আর এবারের ডাকার র‍্যালিতে ৩য় স্থান অধিকার করেন হোন্ডা রেসিং টিমের আমেরিকান রাইডার রিকি ব্রাবেক জিনি ১১ মিনিট ৩৭ সেকেন্ড সময়ে রেস টি সম্পন্ন করেছেন। কেটিএম রেসিং এর আরেক রাইডার লুসিয়ানো বেনাভাইডস চতুর্থ এবং হিরো মোটরস্পোর্টস রেসিং টিমের রস ইভান ব্রাঞ্চ পঞ্চম স্থান অধিকার করেন।

দেখা যাচ্ছে কেটিএম ডাকার র‍্যালিতে যেন এক প্রকার আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই ডাকার র‍্যালীর ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ীর নতুন রেকর্ড এবং বাঘা বাঘা র‍্যালিক্রস রেসারদের সামান্যতম টাইমিং এর পার্থক্য দেখে বোঝাই যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এবছরের ডাকার র‍্যালীর ফাইনাল স্টেজ বেশ রোমাঞ্চকর হতে চলেছে। 

বাইক ও বাইকিং বিষয়ক সকল তথ্য ও আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।