হিরো মটোকর্প বাংলাদেশে লঞ্চ করছে তাদের তিনটি মোটরসাইকেল !!!!
This page was last updated on 09-Jul-2024 01:26am , By Saleh Bangla
হিরো মটোকর্প বাংলাদেশ লঞ্চ করতে যাচ্ছে তিনটি নতুন মোটরসাইকেল। তাদের এই তিনটি মোটরসাইকেলই কমিউটীং সেগমেন্টের যার মধ্যে রয়েছে একটি স্কুটার।
ইন্দো বাংলা অটোমোটিভ শো ২০১৯-এ হিরো মটোকর্প তাদের আপ কামিং ৩টি বাইক প্রদর্শন করেছিল । এই ৩টি বাইকই লঞ্চ করা হয়েছে । হিরো বেশিরভাগই বাংলাদেশে প্রচলিত কমিউটীং সেগমেন্টে মনোনিবেশ করছে এবং এ কারণে তারা এই ৩টি বাইক লঞ্চের মাধ্যমে কমিউটিং সেগমেন্টে কে তাদের লাইন আপ আরও শক্তিশালী করছে ।
Hero Motorcycles At Indo-Bangla Automotive Show 2019
Hero Passion X Pro হিরোর নতুন ১১০ সিসি মোটরসাইকেল । স্মার্ট লুক এর পাশাপাশি মোটরসাইকেলটিতে রয়েছে ১১০সিসি সেন্টিমিটারের এয়ার কুলিং ইঞ্জিন যা ৯.৪বিএইচপি এবং ৯ এনএম টর্ক উত্পাদন করে । অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি সাইকেলটি আই থ্রী-এস প্রযুক্তি, ৫ স্টেপ রেয়ার সাসপেনশন, ফ্রন্ট ডিস্ক ব্রেক, LED টেল লাইট, নতুন হ্যালোজেন হেডলাইট, ডিজিটাল ফুয়েল গেজের সাথে নতুন স্পিডোমিটার, টিউবলেস টায়ার এবং উভয় সেলফ এবং কিক স্টার্টার রয়েছে। এটির ১১৭ কেজি ওজনের ৯ লিটার ধারন ক্ষমতা যুক্ত ফুয়েল ট্যাংক রয়েছে । Hero Passion X Pro মূল্য ১,০৬,৯৯০ টাকা ।
Hero I Smart + - এটি হিরোর আরেকটি নতুন মোটরসাইকেল। এতে Passion X Pro মতো একই ইঞ্জিন রয়েছে তবে ক্ষমতা সীমিত। উভয় বাইক একই চ্যাসিস এবং সাসপেনশন বহন করে তবে ডিজাইনের পরিপ্রেক্ষিতে এই মোটরসাইকেলটি ভিন্ন এবং এতে শুধুমাত্র ড্রাম ব্রেক রয়েছে । মোটরসাইকেলটি ১১৬ কেজি ওজনের এবং ফুয়েল ট্যাঙ্কের ধারন ক্ষমতা ৮.৫ লিটার । Hero I Smart + এর মূল্য ১,০১,৯৯০ টাকা ।
Hero Maestro Edge হিরোর লাইন আপে দ্বিতীয় স্কুটার। এর ইঞ্জিন ১১০সিসি সেগমেন্টের । এতে এক্সটারনাল ফুয়েল ট্যাংক, মোবাইল চার্জার পোর্ট, সীট স্টোরেজের অধীনে বুথ লাইট, LED টেল লাইট, ডিজিটাল এনালগ কম্বো স্পিডোমিটার, অ্যালোয় হুইলস, সার্ভিস রিমাইন্ডার , টিউবলেস টায়ার এবং হ্যালোজেন হেডলাইট AHO রয়েছে। স্কুটারটির ১১০ কেজি ওজনের । বাংলাদেশে স্কুটার বাজার ধীরে ধীরে বাড়ছে, কারণ আজকাল মহিলা চালকরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার পরিবর্তে স্কুটারের ব্যাবহার করতে বেশি সাছন্দ বোধ করেন। তবে অনেক পুরুষ রাইডারও স্কুটারকে তাদের পছন্দের তালিকায় রাখছেন, কারন এটি সহজে শেখা যায় এবং মোটরসাইকেলের চেয়ে বেশি আরামদায়ক। Hero Maestro Edge মূল্য 1,29,990 টাকা।