এসিআই মোটরস লিমিটেড - “রোড টু ড্রিম বাইক” কন্টেস্ট!
This page was last updated on 13-Jul-2024 01:30pm , By Ashik Mahmud Bangla
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । সম্প্রতি এসিআই মোটরস “রোড টু ড্রিম বাইক” নামে একটি মোটরসাইকেল রিভিউ প্রতিযোগিতা শুরু করেছে ।
এসিআই মোটরস সব সময় তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার, এবং গিফট দিয়ে থাকে । ইয়ামাহা বাংলাদেশে প্রথমবারের মত মোটরসাইকেল রিভিউ, এই জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে । এই প্রতিযোগিতায় বিজয়ী একজন পাবেন Yamaha FZ FI V3 মোটরসাইকেল ।
রোড টু ড্রিম বাইকঃ
বাংলাদেশে এই প্রথমবারের মতো এই জাতীয় কোন প্রতিযোগিতার আয়োজন করেছে ইয়ামাহা । যদি কোন আগ্রহী ব্যক্তি বা বাইকার এতে অংশ নিতে চান তাহলে তাকে কিছু স্টেপ বা ধাপ অনুসরণ করতে হবে । প্রথমত বাইকারকে “Road To Dream Bike” এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । পরবর্তী ধাপে বাইকারদের কিছু প্রশ্ন দেয়া হবে, যেগুলোর সঠিক উত্তর দিতে হবে পরবর্তি ধাপে যাওয়া জন্য । তারপর বাইকারকে তার বাইকের ভিডিও রিভিউ লিঙ্ক প্রবেশ সাবমিট করতে হবে । যেকেউ যেকোন বাইকারের রিভিউ দিতে পারবেন ।
Yamaha FZS V3 First Impression Review
এতো কোন ধরা বাধা নিয়ম নেই । মানুষ আপনার ভিডিওর জন্য ভোট করবে, এবং যে ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি ভোট পাবে তাকেই বিজয়ী বলে ঘোষনা করা হবে। বাইকাররা প্রতি মুহূর্তে তাদের ভোটের আপডেট চেক করতে পারবেন, এছাড়া দেখতে পারবেন কারা এখন ভোটে এগিয়ে রয়েছেন । এটি বাইকারদের তাদের ভোট পেতে এবং বিজয়ী হতে সাহায্য করবে ।
Yamaha FZ Fi V3 ইয়ামাহার সম্পূর্ণ নতুন একটি মডেল। এটি ইয়ামাহা এফজেড সিরিজের থার্ড ভার্সন । FZ Fi v3 তে দেয়া হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনের মাসকুলার লুকস। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসি, এয়ার কুলড,ফোর স্ট্রোক, সিংগেল সিলিন্ডার ইঞ্জিন। FZ Fi V3 বাইকটিতে সকল প্রকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মোটরসাইকেটিতে রয়েছে এলইডি হেডলাইট, ডিজিটাল স্পীডো মিটার, প্রশস্ত টিউবলেস টায়ার, ডুয়েল ডিস্ক ব্রেক, গ্রাব রেল, চওড়া এক পার্টের সিট ইত্যাদি । এই বাইটির অন্যতম ফিচার হলো বাইকটিতে আছে এবিএস।
আমরা সবাই একটা বিষয় জানি ইয়ামাহার এই জাতীয় বাইকগুলোর দাম অন্য বাইকের তুলনায় একটু বেশি, কারন তাদের মোটরসাইকেল গুলো সিবিএউ কন্ডিশনে বাংলাদেশে নিয়ে আসা হয় । কিন্তু ইয়ামাহা সব সময় বাইকারদের সেরা ব্রেকিং এবং কম্ফোর্ট সুবিধা দিয়ে আসছে । ভাল ব্রেকিং এর জন্য দেয়া হয়েছে এবিএস(এন্টিলক ব্রেকিং সিস্টেম), যা নিঃসন্দেহে আপনাকে সেরা ব্রেকিং এর আনন্দ দেবে ।
ইয়ামাহা সর্বদা বাইকারদের অফার এবং ছাড় দিচ্ছে, তবে “রোড টু ড্রিম বাইক” প্রতিযোগিতাটি এমন এক নতুন বিষয় যা বাইকারদের তাদের স্বপ্নের বাইকটি জয় করার সুযোগ করে দিচ্ছে । আশা করা যাচ্ছে এই প্রতিযোগীতা সবার মাঝেই বাইকের প্রতি আগ্রহ তৈরি করবে ।