রাস্তায় বাঁক নেওয়ার সময় ৪ টি ভুল করলে মহাবিপদে পড়বেন

This page was last updated on 16-Oct-2022 01:17pm , By Ashik Mahmud Bangla

সময় পরিবর্তন হয়েছে আর এমন সময়ে এসে বাইক চালানোর সময় অনেক কিছু খেয়াল রেখে ঢাকা শহরে বাইক চালাতে হয়। রাস্তায় বাঁক নেওয়ার সময় যদি আপনি এই ৪ টি ভুল করেন তাহলে আপনি মহাবিপদে পড়বেন। তাই বাইক চালানোর সময় বিপদ এড়িয়ে চলতে আমাদের সবার এই জিনিসগুলো অবশ্যই মেনে চলা উচিৎ।

রাস্তায় বাঁক নেওয়ার সময় ৪ টি ভুল করলে মহাবিপদে পড়বেন

১- ওভারটেক করতে গেলেঃ

বর্তমান সময়ে কিছু রাইডারদের দেখা যায় যারা আগে যাওয়ার জন্য বাঁকের মধ্যে ওভারটেক করেন। এমন অনেক রাইডার আছে যারা সামনের রাস্তা দেখা যায় না এমন বাঁকেও তারা ওভারটেক করতে যায়। কিন্তু আপনি যদি বাঁকের মধ্যে ওভারটেক করেন আপনার বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই কখনো বাইক চালানোর সময় বাঁকের মধ্যে ওভারটেক করতে যাবেন না। ওভারটেকিং করার সঠিক নিয়ম আছে , সেগুলো মেনে ওভারটেক করতে আশাকরি আপনি নিরাপদে থাকবেন।

২- অতিরিক্ত গতি থাকলেঃ

সব দিক বিবেচনা করলে আমাদের দেশের সড়কগুলো গতির জন্য উপযুক্ত না। আর রাস্তের বাঁকে বাইকের গতি বেশি থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। আমাদের দেশের রাস্তায় কে কখন হুট করে সামনে চলে আসবে সেটা আপনি নিজেও বুঝবেন না। আর গতি বেশি থাকলে কিছু বুঝে ওঠার আগেই দেখবেন দূর্ঘটনা ঘটে গেছে , তাই আপনি যতোই অভিজ্ঞ রাইডার হন না কেনো বাঁকের মধ্যে কখনোই বাইকের গতি অতিরিক্ত রাখবেন না। আর হুট করে সামনে কিছু চলে আসলে সামনের ব্রেক শক্তভাবে ধরবেন না। হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে যে ৫ টি ভুল কখনো করবেন না , এই নিয়মগুলো মেনে চলুন।

৩- লুকিং গ্লাস এবং Blind Spot এর দিকে খেয়াল না করলেঃ

আপনি যখন চার রাস্তার কোন মোড় দিয়ে বাঁক নিবেন তখন লুকিং গ্লাস এবং Blind Spot  নিয়ে সচেতন থাকুন। আমাদের দেশের মানুষের মধ্যে আইন মেনে চলার প্রবণতা অনেক কম , কোন রাস্তা থেকে কে কখন বের হয়ে আসবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আপনাকেই সব সময় নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা করে সচেতন থাকতে হবে।

৪- ভুল লেন দিয়ে বাঁক নিলেঃ

তাড়াহুড়া করতে গিয়ে অনেকেই এই ভুলটা করেন , বিপরীত দিক থেকে যানবাহন আসবে এই কথাটা সব সময় নিজের মাথায় রাখবেন। তাই ভুল লেন দিয়ে বাঁক নিয়ে নিজের এবং অন্যের জীবনকে কখনো ঝুঁকির মধ্যে ফেলবেন না। রাস্তায় বাইক চালানোর সময় মাথা ঠাণ্ডা রাখুন , এতে করে সময় একটু বেশি লাগলেও আপনি নিরাপদ থাকতে পারবেন।

পরিশেষে বলতে চাই , রাস্তায় নেমে এমন কোন কাজ কখনো করবেন না যার জন্য অন্য কারও বিপদ হয়। নিজের দিকটা চিন্তা করার পাশাপাশি আপনার আশেপাশে যারা যানবাহন চালাচ্ছে তাদের দিকটাও খেয়াল রাখুন। আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে সড়ক দূর্ঘটনা একটা সময় কমে যাবে।

ধন্যবাদ

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Cyborg Avant

Cyborg Avant

Price: 0.00

Cyborg Armour

Cyborg Armour

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes