রানার মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে ৪টি নতুন বাইক

This page was last updated on 28-Dec-2024 10:53pm , By Ashik Mahmud Bangla

রানার অটোমবাইলস লিমিটেড বাংলাদেশে গতকাল অন-লাইন প্রোগ্রামের মাধ্যমে লঞ্চ করছে নতুন ৪টি মডেলের বাইক। রানার মোটরসাইকেল এর এই চারটি মডলের মধ্যে দুটি হচ্ছে সম্পূর্ন নতুন বাইক এবং অপর দুটি হচ্ছে বর্তমানে আছে এমন দুটি বাইকের আপ গ্রেড ভার্সন। 

runner bolt 165 runner motorcycle রানার মোটরসাইকেল

Runner Bolt 165 এই বাইকটি একটি নেকেড স্পোর্টস বাইক। রানার বেশির ভাগ সময় কমিউটার বাইক তৈরি করে আসছে, তবে শেষ পর্যন্ত তারা বাংলাদেশের বাইকারদের জন্য নিয়েছে এসেছে একটি নেকেড স্পোর্টস বাইক। চলুন দেখা নেয়া যাক এই বাইকটিতে কি রয়েছে-

  • ৩০০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক
  • এলয় হুইলস
  • ফ্রন্ট আপ সাইড ডাউন সাসপেনশন
  • আন্ডার ইঞ্জিন কাওল
  • আন্ডার বেলি এক্স হস্ট
  • স্ট্যান্ডার্ড রেয়ার ডিস্ক ব্রেক
  • রড হ্যান্ডেলবার
  • স্প্লিট সিট
  • রেয়ার মনোশক সাসপেনশন
  • রেয়ার টায়ার গার্ড
  • এলইডি হেডলাইট এবং রেয়ার টেললাইটস
  • ডিজিটাল স্পিডোমিটার এবং দুটি কালার অপশনসহ

বাইকটিতে দেয়া হয়েছে ১৬৫সিসি, এয়ারকুল্ড ইঞ্জিন। ইঞ্জিন থেকে 13.2 BHP @ 7500 RPM এবং 14 NM of Torque @ 6500 RPM উৎপন্ন হয়। এছাড়া দেয়া হয়েছে সেফল স্টার্ট এবং ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ৫ স্টেপ গিয়ার বক্স।

সামনের দিকে দেয়া হয়েছে ১০০ সেকশন এবং রেয়ার এ দেয়া হয়েছে ১৩০ সেকশন টায়ার। বাইকটির স্যাডেল হাইট হচ্ছে ৭৭৫ মিমি। বাইকটির ওজন হচ্ছে ১৫০কেজি এবং এর ফুয়েল ট্যাংকে ১২ লিটার ফুয়েল নেয়া যায়। রানার যদিও বাইকটির প্রাইস এখনও ঘোষনা করেনি, তবে দাম ঘোষনা করার সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেব। 

runner scooty 110

Scooty 110 বাংলাদেশে স্কুটারের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। আর এই অবস্থার পর এর জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। এই নতুন স্কুটারটির দাম হবে ৯৯,০০০/- টাকা এবং স্কুটারটি পাওয়া যাবে ৫টি কালারে। ছোট এই বাইকটির সিটের নিচে এবং হ্যান্ডেবারের নিচে অনেক জায়গা রয়েছে, যেখানে আপনি যেকোন জিনিস সহজে রাখতে পারবেন বা বহন করতে পারবেন। স্কুটারটিতে রয়েছে সেলফ স্টার্ট, টিউবলেস টায়ার, ফ্রন্ট ডিস্ক ব্রেক। স্কুটারটিতে দেয়া হয়েছে ১১০সিসির ইঞ্জিন যা থেকে 7 BHP এবং 7 NM উৎপন্ন হয়।

Knight Rider V2 অনেক সময় ধরে রানারের সবচেয়ে পাওয়ারফুল বাইক ছিল এটি। অনেক সময় পর রানার বাইকটির একটি আপগ্রেড ভার্সন নিয়ে এসেছে এবং সম্পূর্ন নতুন একটি ১৫০সিসির বাইক নিয়ে এসেছে। বাইকটিতে নতুন কসমেটিক চেঞ্জ যা হয়েছেঃ

  • ফুয়েল ট্যাঙ্কের সাইড এক্সটেনশন
  • নতুন গ্রাফিক্স
  • আন্ডার ইঞ্জিন কাওল

 

runner knight rider v2 in bangladesh

মেকানিক্যাল দিকের যা পরিবর্তন হয়েছেঃ

  • নতুন ক্লাচ দেয়া হয়েছে যাতে আরও স্মুথ ভাবে গিয়ার চেঞ্জ করতে পারে
  • রেয়ার এর দিকে দেয়া হয়েছে স্ট্যান্ডার্ড ডিস্ক ব্রেক
  • ইঞ্জিন টিউন করা হয়েছে আর ভাল পারফর্মেন্স এর জন্য

১৫০সিসির ইঞ্জিন থেকে 11.9 BHP @ 7500rpm এবং 12.2 NM of Torque @ 55oo RPM উৎপন্ন হয়। ইঞ্জিন হচ্ছে এয়ার কুল্ড এবং এর সাথে যুক্ত করা হয়েছে ৫ স্টেপ গিয়ারবক্স। ১৭ ইঞ্চির এলয় রিমের সাথে সামনের দিকে দেয়া হয়েছে ৮০ সেকশন টায়ার এবং রেয়ারে দেয়া হয়েছে ১১০ সেকশন টায়ার। এছাড়া আরও দেয়া হয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ার হচ্ছে মনো-শক সাসপেনশন। Runner Knight Rider V2 বাইকটির দাম ধরা হয়েছে ১,৪২,০০০/- টাকা। তবে রানার বাইকটিতে দিচ্ছে ৪,০০০/- টাকার ক্যাশব্যাক।

Also Read: রানার মোটরসাইকেল ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফার

Runner Bullet V2 রানার বুলেট সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অনেক ১০০সিসির বাইক এই সেগমেন্টে। রানার বাইকটিতে নতুন ভাবে যুক্ত করেছে নতুন স্টিকার ও নতুন স্পোর্টি ডিজাইন লুকস। রানার এই বাইকটির দাম রেখেছে ১,০৮,০০০/- টাকা। তবে এখন তারা দামের উপর দিচ্ছে বিশেষ ছাড়, এ কারনে বাইকটির বর্তমান দাম হচ্ছে ৯৯,০০০/- টাকা। ১০০সিসি বাইকটির ইঞ্জিন থেকে 6.5 BHP @ 7500 RPM এবং 7 NM of Torque @ 5500 RPM উৎপন্ন হয়। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক ও রেয়ারে দেয়া হয়েছে ড্রাম ব্রেক। বাইকটিতে কিক এবং সেলফ উভয় স্টার্ট সিস্টেম দেয়া হয়েছে। বাইকের টায়ার গুলো টিউবলেস নয় এবং রানার আমাদের মাইলেজ এর ব্যাপারে কিছু জানায়নি। আমাদের মনে হচ্ছে রানার মোটরসাইকেল বাইক গুলো ঢাকা বাইক শো ২০২০ তে লঞ্চ হবার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি মানে কোভিড-১৯ এর কারনে বাইক গুলো স্বল্প পরিসরে অন লাইনে লঞ্চ করা হয়েছে।