মোটরসাইকেলের কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের গঠন ও বিভিন্ন অংশ
This page was last updated on 06-Jan-2025 04:09pm , By Saleh Bangla
মোটরসাইকেল রাইডাররা সচরাচরই তাদের মোটরসাইকেলে কাস্টমাইজেশন ও মডিফিকেশন করেন যার্ মধ্যে একজষ্ট মডিফিকেশন বেশ জনপ্রিয়। আফটারমার্কেট একজষ্ট ইন্সটলেশন একটি মোটরসাইকেলের পারফর্ম্যান্স আপগ্রেড, সাউন্ড ডেভেলপমেন্ট, এবং স্টাইলিং বৃদ্ধিতে বেশ সহায়ক। ফলে কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ইন্সটলেশন অনেকের কাছেই বেশ পছন্দের। তো সেইসূত্রেই আজ আমরা মোটরসাইকেলের কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের গঠন ও বিভিন্ন অংশ বিষয়ে জানবো। চলুন তবে আজকের আলোচনায়।
আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের গঠন ও বিভিন্ন অংশ
মোটরসাইকেলের একজষ্ট সিস্টেম আপগ্রেড করা বিশ্বব্যাপী মোটরসাইকেল রাইডারদের মধ্যে একটি জনপ্রিয় মডিফিকেশন। অনেকেই চান তার মোটরসাইকেলের ফ্যাক্টরী-স্টক একজষ্ট সিস্টেমটিকে একটি কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করে মোটরসাইকেলের পারফর্ম্যান্স, সাউন্ড, এবং স্টাইলিং ডেভেলপমেন্ট করতে। তবে এক্ষেত্রে একটি কোয়ালিটি একজষ্ট সিস্টেম বেছে নেয়াটা জরুরী। আর সেইসূত্রেই নিম্নে একটি সম্পূর্ণ আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের গঠন ও বিভিন্ন অংশ নিয়ে আলোকপাত করা হলো।
একজষ্ট হেডার পাইপ
মোটরসাইকেলের একজষ্ট সিস্টেমের প্রথমেই থাকে একজষ্ট হেডার পাইপ। আর এটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। হেডার পাইপগুলি কোন একজষ্ট সিস্টেমকে ইঞ্জিনের একজষ্ট পোর্টের সাথে সংযুক্ত করে এবং একজষ্ট গ্যাস ইঞ্জিন থেকে বের করে দেয়। ফলে একটি কোয়ালিটি একজষ্ট সিস্টেমের হেডার পাইপগুলি ফ্রি-ফ্লো ফিচার সম্পন্ন হয়ে থাকে। আর এই পাইপগুলি সাধারণত স্টেইনলেস স্টীল, টাইটানিয়াম বা সিরামিক-কোটেড হাইকোয়ালিটি ম্যাটেরিয়াল থেকে তৈরি হয়। সেকারনে এগুলি কেবলমাত্র দীর্ঘস্থায়ীই হয়না, বরং উল্লেখযোগ্যভাবে একজষ্ট পারফর্ম্যান্স বাড়ায়।
মিড-পাইপ বা বেন্ড-পাইপ
মোটরসাইকেলের একজষ্ট সিস্টেমের বিভিন্ন অংশগুলিকে সংযুক্ত করতে একাধিক মিড-পাইপ থাকে। এগুলি মূলত: একজষ্ট হেডার পাইপ, ক্যাটালাইটিক কনভার্টার, এবং একজষ্ট মাফলারগুলিকে একত্রে সংযুক্ত করে। আর ভালো একজষ্ট পারফর্ম্যান্সের জন্য এই মিডপাইপ বা বেন্ডপাইপগুলোও ফ্রি-ফ্লো ফিচার সম্পন্ন হওয়া প্রয়োজন। সুতরাং কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমে এই মিডপাইপগুলো স্টেইনলেস স্টীল, টাইটানিয়াম বা সিরামিক-কোটেড ম্যাটেরিয়াল থেকে তৈরি হয় এবং মসৃণ একজষ্ট গ্যাস প্রবাহের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়।
একজষ্ট মাফলার
একজষ্ট মাফলার হল যেকোনো আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যেকোন প্রকার একজষ্ট সিস্টেমে এমনকি সবচেয়ে সাধারণমানের আফটারমার্কেট একজষ্ট সিস্টেমেও একজষ্ট মাফলার হলো একদম মূল অংশ, যেটি স্টক একজষ্ট সিস্টেম আপডেট করার জন্য অত্যাবশ্যকীয়। এটি মূলত: মোটরসাইকেলের পারফর্ম্যান্সকে প্রভাবিত করে এবং একজষ্ট সাউন্ডকে কন্ট্রোল করে। আর তাই এটি সাইলেন্সার নামেও পরিচিত।
একটি ভালভাবে ডিজাইনকৃত একজষ্ট মাফলার কেবলমাত্র মোটরসাইকেলের একজষ্টের বাজে সাউন্ডকেই প্রশমিত করেনা বরং একজষ্টের সাউন্ড প্রোফাইল উন্নত করে। সেইসাথে এসবের এ্যাডভান্সড স্ট্রেইট-থ্রু ডিজাইন একজষ্টের ব্যাকপ্রেশার কমিয়ে ইঞ্জিনের হর্সপাওয়ারও উল্লেখযোগ্য পরিমানে বাড়িয়ে দেয়। আর পারফরম্যান্স বাড়ানোর সাথে সাথে লাইটওয়েট ও লং-লাস্টিং ফিচার পাবার জন্য একজষ্ট মাফলারও কার্বন ফাইবার, টাইটানিয়াম এবং স্টেইনলেস স্টিলের মতো দৃষ্টিনন্দন প্রিমিয়াম ম্যাটেরিয়ালে তেরী হয়।
ক্যাটালাইটিক কনভার্টার
ক্যাটালাইটিক কনভার্টার মূলত: বেশিরভাগ মোটরসাইকেলের ফ্যাক্টরি স্টক একজষ্ট সিস্টেমেই দেখা যায়। এটি মোটরসাইকেল একজষ্টের ইমিশন কন্ট্রোল সিষ্টেমের মূল এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। মূলত: ক্যাটালাইটিক কনভার্টারের মধ্য দিয়ে একজষ্ট গ্যাস প্রবাহিত হবার সময় একজষ্ট গ্যাসের ক্ষতিকারক উপাদানগুলি রূপান্তরিত হয়ে কম ক্ষতিকারক গ্যাসে পরিণত হয়ে বের হয়ে যায়।
ফলে কোন মোটরসাইকেলের ইমিশন নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রিত হয়। তাই এটি স্টক একজষ্টের জরূরী একটি অংশ। তবে এই অংশটিই আবার একজষ্ট সিস্টেমের ভিতরে একজষ্ট ব্যাকপ্রেশারের জন্য দায়ী। আর সেকারণে, অনেক আফটারমার্কেট একজষ্ট সিস্টেমে ক্যাটালাইটিক কনভার্টার থাকে না। তবে হাই-কোয়ালিটি একজষ্ট সিস্টেমে বিশেষভাবে ডিজাইনকৃত ক্যাটালাইটিক কনভার্টার থাকতে পারে যেগুলি মোটামুটি ইমিশন কন্ট্রোলের সাথে সাথে পারফরম্যান্স ডেভেলপমেন্টে একটি ভারসাম্য রক্ষা করে।
একজষ্ট রিজোনেটর
একজষ্ট রিজোনেটর হাই-পারফরম্যান্স আফটারমার্কেট একজষ্ট সিস্টেমগুলোতে সচরাচর দেখা যায়। এটি কোনো মোটরসাইকেলের একজষ্ট সাউন্ডকে সূক্ষ্মভাবে টিউন করতে সাহায্য করে। এটি একজষ্ট হেডার ও একজষ্ট মাফলারের মধ্যে মাঝামাঝি স্থানে বসে, যাতে একজষ্ট সাউন্ড ওয়েভ প্রবেশ করে তা ভারী শব্দে পরিনত হয়। এভাবে এটি সাউন্ডের বাজে ফ্রিকোয়েন্সি গুলো হ্রাস করে গভীর ও সহনশীল মাত্রার শব্দ তৈরী করে। আর বলা বাহুল্য একজষ্ট রিজোনেটরও পুরো একজষ্ট সিষ্টেমের মতো প্রিমিয়াম ম্যাটেরিয়ালে তৈরী হয়।
একজষ্ট হিট শিল্ড
কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের আরো একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর হিটশিল্ড। কোয়ালিটি একজষ্ট সিস্টেমে এক বা একধিক হিটশিল্ড থাকতে পারে, যা একজষ্টের্ উম্মুক্ত অংশগুলি যা মোটরসাইকেল চলার সময় অত্যন্ত গরম হয়ে ওঠে তা ঢেকে রাখে। ফলে এসব হিটশিল্ড একজষ্টের উৎপন্ন তীব্র তাপ থেকে রাইডার ও মোটরসাইকেলের গুররুত্বপূর্ণ অংশকে নিরাপদ রাখে। আর একারণে, এগুলি তাপ-প্রতিরোধী এবং অত্যন্ত টেকসই ম্যাটেরিয়াল থেকে তৈরি হয়, যা তাপ-প্রতিরোধের সাথে সাথে নান্দনিক ডিজাইনও নিশ্চিত করে।
মাউন্টিং হার্ডওয়্যার
সঠিক মাউন্টিং হার্ডওয়্যার মোটরসাইকেলের আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের অন্যতম অপরিহার্য একটি অংশ। সঠিক মাউন্টিং হার্ডওয়্যার একটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের বিভিন্ন অংশকে মোটরসাইকেলে সঠিকভাবে ইনস্টল করে ও স্থিতিশীলভাবে দীর্ঘদিন টিকে থাকতে সাহায্য করে। আর এই প্যাকেজে থাকতে পারে বিশেষভাবে ডিজাইন করা ব্রাকেট, ক্ল্যাম্প, এবং গ্যাসকেট। এসব একজষ্ট সিস্টেমটিকে চমৎকারভাবে ফিটিং করে সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে মজবুত সংযোগ ও সিল তৈরী করে। আর অবধারিতভাবেই ভালো মাউন্টিং হার্ডওয়্যার স্টেইনলেস স্টিল বা টাইটানিয়ামের মতো টেকসই উপকরণ থেকে তৈরি হয়।
সুতরাং এই হলো মোটরসাইকেলের জন্য একটি কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেমের সাধারণ গঠন ও তার বিভিন্ন অংশের পরিচিতি। সুতরাং আপনার মোটরসাইকেলের জন্য একটি ভালো একজষ্ট সিস্টেম বেছে নিতে এর প্রোফাইল এবং গঠনের দিকে নজর দিন। আর অবশ্যই সেটির ডিজাইন ও গুণগতমান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আর একটি ভালো একজষ্ট সেটআপ নি:সন্দেহে আপনার মোটরসাইকেলের সার্বিক পারফরম্যান্স ডেভেলপমেন্টের সাথে সাথে অনেকবছর ধরে ঝামেলা-মুক্ত সার্ভিস দেবে।