কিভাবে মোটরসাইকেল এর পারফর্মেন্স বুষ্ট আপ করা যায় - ১০টিপস

This page was last updated on 09-Jul-2024 01:13am , By Saleh Bangla

আমরা মোটরসাইকেল ক্রয় করে থাকি এবং বিভিন্ন সময়ে ও বিভিন্ন কাজে তা ব্যবহার করে থাকে। অনেকেই অভিযোগ করে থাকেন যে বাইক আগের মত ভাল পারফর্ম করে না । এর পিছনে কিছু কমন ইস্যু এবং কারন রয়েছে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হল মোটরসাইকেল এর পারফর্মেন্স কিভাবে বুষ্ট আপ বা বাড়ানো যায় তার সম্বন্ধে ১০টি টিপস। আশা করছি এটা আপনাকে মোটরসাইকেলের পারফর্মেন্স বাড়াতে সহায়তা করবে। 

how to boost motorcycle performance মোটরসাইকেল

কিভাবে মোটরসাইকেল পারফর্মেন্স বুষ্ট আপ করা যায়ঃ

আপনি জানেন নিশ্চয়ই মোটরসাইকেল এমন একটি মেশিন যা এর রাইডারদের কাছে আত্মা সমতুল্য । মোটরসাইকেল হচ্ছে স্বাধীনতার অন্যতম মাধ্যম, যা অন্য যানবাহনের মধ্যে আর কোথাও নেই । যেহেতু , এটি একটি মেশিন তাই এর পার্টসের পারফর্মেন্স খারাপ হতেই পারে । তাই এর কিছু বেসিক এবং নিয়ম মাফিক মেইন্টেন্যান্স দরকার হয় ।

মোটরসাইকেল এর বিক্রয় পরবর্তী সার্ভিস ও সাপোর্ট – ফিচার এবং মান

এছাড়াও এর কিছু সাধারন মেইন্টেন্যান্স দরকার যা কিনা মেরামতের কাজের মাঝে পরে না । এগুলো সাধারন মেইন্টেন্যান্স বা পারফর্মেন্স বুস্ট আপ টেকনিক, যা কিনা কিছু দিন পর পর করানো উচিত। এখানে আমাদের ১০টি  টিপস দেওয়া আছে কিভাবে মোটরসাইকেলের পারফর্মেন্স বুস্ট আপ করা যায় । 

আমরা এই টিপস গুলোকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করেছি এবং সেগুলো নিচে দেওয়া হলঃ 

motorcycle fuel ron gasoline research octane number

মোটরসাইকেলের পারফর্মেন্স বুষ্ট আপ করার বেসিক টিপস

  • সবসময় নামকরা ফুয়েল স্টেশন থেকে ভাল মানের ফুয়েল ব্যবহার করুন ।  ব্যবহার করার আগে এটা নিশ্চিত করুন ফুয়েলের রন ম্যানুফ্যাকচার কোম্পানির রিকমেন্ডেড কিনা । এটা অবশ্যই মোটরসাইকেলের পারফর্মেন্স বাড়াবে ।
  • সবসময় পরিষ্কার এবং ভাল মানের স্পার্ক প্লাগ ব্যবহার করুন। সময়মত ইলেকট্রোড গ্যাপ চেক করবেন এবং ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেশন অনুসরণ করুন। আপনি যখন বাইরে থেকে স্পার্ক প্লাগ কিনবেন খেয়াল রাখবেন সেটার মান যেন ম্যানুফ্যাকচারের রেটিং ও স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় ।
  • এয়ার ফিল্টার শুকনো এবং পরিষ্কার রাখুন। কিছু দিন পর পর এটি পরিষ্কার করুন এবং পুরোপুরি নষ্ট হবার আগে পরিবর্তন করুন। আপনি যখন বাইরে থেকে এয়ার ফিল্টার কিনবেন খেয়াল রাখবেন সেটা যেন মান সম্মত হয় ।
  • ম্যানুফ্যাকচার কোম্পানির রিকমেন্ড করা গ্রেড এবং রেটিং অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। নামকরা বিখ্যাত কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করুন এবং সবসময় একই ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।
  • নিয়মিত বিরতি দিয়ে ড্রাইভ চেইন লুব করুন এবং লুবিং করার আগে তা পরিষ্কার করুন । সময়মত চেইন এবং সুইং আর্ম স্লাক এডজাস্ট করুন এবং হুইল এলাইন ও আর্ম সুইং এডজাস্ট করুন ।
  • ব্রেক এর ফ্রি প্লে মেকানিজম এডজাস্ট করুন। ব্রেক ক্লিপারের এসেম্বলী এবং ড্রাম ব্রেক মেকানিজম এর এলাইনমেন্ট ঠিক রাখুন চাকার ফ্রি প্লে করার জন্য । ব্রেক এবং ক্লাচের ক্যাবল সবসময় ফ্রি রাখুন।
  • সবসময় টায়ারগুলো সঠিক এয়ার প্রেশারে রাখবেন। এটা মোটরসাইকেলের পারফর্মেন্স এবং সেইফটি ইস্যুর সাথে রিলেটেড। সুতরাং পিএসআই যেভাবে রিকমেন্ড করা হয় সে অনুযায়ী রাখুন।

motorcycle service maintenance shop

মোটরসাইকেলের পারফর্মেন্স বুষ্ট - ইন্টারমিডিয়েট লেভেল টিপস

যদি কেউ দীর্ঘ সময়ের জন্য মোটরসাইকেল ব্যবহার করে থাকেন তার জন্য ইন্টারমিডিয়েট লেভেল এর মেইন্টেইন্যান্স দরকার মোটরসাইকেলের পারফর্মেন্স বুস্ট আপ বা রিস্টোর করার জন্য। এখানে আমাদের মনে রাখা উচিত এটি একটি মেইন্টেইন্যান্স, কোন মেরামত নয় । এখানে এগুলো হচ্ছে মেইন্টেইন্যান্স টিপস, যা প্রত্যেক মোটরসাইকেল কে দীর্ঘ সময়ের জন্য রাইড করছেন। বেসিক মেইন্টেইন্যান্স  গুলো যা আগে বলা হয়েছে তা ছাড়াও এই  গুল করা দরকার যা নিচে দেয়া হলঃ

  • ভাল্ভ এডজাস্ট করা ,ভালভ ক্লিয়ারেন্স এবং ট্যাপেটস এডজাস্ট করুন । কখনই কোন সাধারন মেকানিক শপে নিয়ে এ ধরনের মেইন্টেইন্যান্সের কাজ করাবেন না ।  সবসময় চেষ্টা করবেন কোম্পানি অথোরাইজড বা নামকরা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতে । আরো নিশ্চিত করবেন যে তাদের এ ধরনের কাজ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অভিজ্ঞতা রয়েছে।
  • চেইন টাইমিং এর যে সমস্যা রয়েছে তা  এডজাস্ট  করবেন । এটা মোটরসাইকেলের পারফরমেন্স এবং স্মুথনেসের উপর ভাল প্রভাব ফেলে । যেহেতু এটি একটি সেনসেটিভ সার্ভিস তাই এটি  একটি দীর্ঘ সময় পরপর করানো উচিত।
  • মোটরসাইকেলের কার্বুরেটর অথবা ফুয়েল ইনজেক্টর এবং থ্রোটল বডি পরিষ্কার রাখুন। যদি ইসিইউ ম্যাপের আপডেটের প্রয়োজন হয় সেটাও করুন তবে এটা ফ্যাক্টরি ডিফল্ট সেটিং এ রাখা সবচেয়ে ভাল । তবে এই ধরনের আপডেট এবং সার্ভিস  কোম্পানী অথোরাইজড সার্ভিস সেন্টার থেকে করাবেন।

how to boost motorcycle performance 10 tips

সুতরাং , পাঠকেরা এই ছিল বুস্ট আপ পারফর্মেন্স কিভাবে করবেন তার কিছু ধারনা । অবশ্যই এই মেইন্টেন্যান্স টিপস আপনার মোটরসাইকেলের পারফর্মেন্স বুস্ট আপ এবং রিস্টোর করবে । তবে এখানে চিন্তার কিছু নেই কারন এই গুলো হচ্ছে একটি মোটরসাইকেলের রেগুলার সার্ভিস এবং মেইন্টেন্যান্স । এখানে কিছু কাজ বাসায় বা রেগুলার সার্ভিস শপেও করা যায়। কিন্তু কিছু সার্ভিস আছে যা এক্সপার্টের হাতেই প্রয়োজনীয় টুলস দ্বারা করানো ভাল । তো, মোটরসাইকেলের যত্ন নিন এবং রেগুলার ইন্টারভেলে এর মেইন্টেইন করুন । ধন্যবাদ সবাইকে আমাদের বুস্ট আপ মোটরসাইকেল পারফর্মেন্স এর সাথে থাকার জন্য। সাবধানে রাইড করুন এবং সাবধানে থাকুন;চিয়ার্স!