মোটরসাইকেল নিয়ে রানার-এর টিভিসি : ফিচারিং সাকিব আল হাসান

This page was last updated on 07-Jul-2024 10:37am , By Shuvo Bangla

আজকাল বাংলাদেশী টিভি চ্যানেল খুললেই জনপ্রিয় হয়ে ওঠা একটি বিজ্ঞাপন দেখা যায়, যেটাতে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি রানার মোটরসাইকেলের, আর এতে স্লোগান হিসেবে বলা হয়েছে ‘লিভ ইওর ড্রিম, লিড ইওর লাইফ’

এখনো টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানির বিজ্ঞাপন প্রায় নেই বললেই চলে, যে দু-চারটি দেখা যায় সেগুলো ভারতীয় কোম্পানির বিজ্ঞাপন বাংলায় চালানো হয়। তবে দেশের সবচেয়ে বড়ো মোটরসাইকেল কোম্পানি রানার মোটরসাইকেল কিন্তু নিয়মিত তাদের নিজস্ব ও নতুন নতুন বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে এবং এর অধিকাংশতেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেট তারকা সাকিব আল হাসান উপস্থিত থাকেন।

[embed]https://youtu.be/lJ34J64X38Y[/embed]

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় ২০২১ খ্রিস্টাব্দের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য জিডিপি’র প্রবৃদ্ধি দরকার আর এজন্য আমদানির পরিবর্তে দেশে উৎপাদন বাড়াতে হবে। সেজন্য মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্র্যান্ড তৈরিতে মনোযোগ দিয়েছে। আর এদিক থেকে দেশীয় মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে রানার অটোমোবাইলস ক্রেতাদের আস্থা অর্জন করতে বদ্ধ পরিকর।

রানার অটোমোবাইলস দেশের প্রথম মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান। ২০০০ খ্রিস্টাব্দ থেকে তারা মোটরসাইকেল নির্মাণ ও বিপনণে জড়িত। এরই ধারাবাহিকতায় তারা তাদের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে সক্ষম হয়েছে।

আর আজকের দিনে যেকোনো প্রতিষ্ঠানের জন্যই ব্র্যান্ড নেমটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলো আজকাল নিজস্ব ব্র্যান্ড নেম গড়ে তোলার জন্য প্রচুর সময়, অর্থ ও শ্রম ব্যয় করে। রানার’ও তাই এবার ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা দিয়ে তাদের নতুন টিভিসি বানিয়েছে, যেটার ফ্রেমে ফ্রেমে ব্র্যান্ড রানার-এর ছোঁয়া লেগে রয়েছে। এই বিজ্ঞাপনটি থেকেই বোঝা যায়, রানার কীভাবে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে।

আসলে বিজ্ঞাপনটিতে আমাদের প্রাত্যহিক জীবনের নানা মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা নানা মডেলের মোটরসাইকেল দেখা যায় এবং সবশেষে আমাদের ক্রিকেট তারকা ও রানার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান উপস্থিত হন। গোটা বিজ্ঞাপনেই হৃদয়গ্রাহী মিউজিক ও লিরিক ব্যবহার করা হয়েছে।

ও, আরেকটি কথা, বিজ্ঞাপনটিতে কার ও গণপরিবহনকে আরামদায়ক বলা হলেও ঢাকা শহরে যে এগুলো অকেজো (!) সেটাও দেখানো হয়েছে। বিজ্ঞাপনটিতে সাকিব যখন জ্যামে আটকে বসে থাকেন, তখন এক বাইকারই তাকে সময় মতো মাঠে পৌঁছাতে সহায়তা করেন!

টিভিসি’তে যে বাইকগুলো দেখানো হয়েছে

রানার ডিলাক্স এডি৮০এস

রানার টার্বো ১২৫

রানার বুলেট

রানার কাইট

রানার রয়াল+


রানার মোটরসাইকেল গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউ এম ইন্টারন্যাশনাল এলএলসি’র সঙ্গে যৌথভাবে ইউএম-রানার ব্র্যান্ড নামে মোটরসাইকেল প্রস্তুত করার চুক্তি করেছে। এর ফলে দেশীয় বাজারে রানার আরো একধাপ এগিয়ে গেলো।

এটা সত্যিই আনন্দের বিষয় যে, এখন দেশী মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো দেশীয় তারকাদের দিয়েই তাদের মোটরসাইকেলের প্রচার চালাচ্ছে। তাছাড়া তারা বিজ্ঞাপনে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটরসাইকেলের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। আমরা আশা করি রানার-এর এই অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Upcoming Bikes