টিম বাইকবিডি’র বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ দর্শন
This page was last updated on 12-Jan-2025 09:29am , By Shuvo Bangla
Also Read: Bajaj Bike showroom in Dinajpur : Ayan Motors (Shetabgonj Chowrasta)
বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ ভারতের বাজারে ছাড়া হচ্ছে—এই সংবাদ শোনার পর থেকেই বাংলাদেশী বাইকপ্রেমীদের মাঝেও এ নিয়ে গুঞ্জন উঠে। আর বেশ কয়েক মাস অপেক্ষার পর এবার উত্তরা মটরস বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০।
বাংলাদেশের ক্রুজার মোটরসাইকেল প্রেমীরা অনেকদিন ধরেই ভারতীয় একটি ভালো ক্রুজারের জন্য অপেক্ষায় ছিলো। আর বাজাজ অ্যাভেঞ্জার ২২০ এর উত্তরসূরি বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ ভারতের বাজারে আসার পর তা আমাদের মাঝের আশার আলো সঞ্চার করে। শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও উত্তরা মটরস সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে এবং শীঘ্রই তারা বাংলাদেশের বাজারে বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ বিক্রি শুরু করবে। [embed]https://youtu.be/U_uyajXUDHM[/embed] প্রথম দর্শনে বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ এর আনুমানিক মূল্য হতে পারে ২ লাখ থেকে ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে। শোনা যাচ্ছে আসন্ন ইন্দো-বাংলা অটোমোটিভ শো’তে উত্তরা মটরস এই ক্রুজারটি বাজারজাত শুরু করবে। বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ এর স্পেসিফিকেশন
ডিসপ্লেসমেন্ট | ১৫০ সিসি |
সর্বোচ্চ ক্ষমতা | ১৪.৩ বিএইচপি @ ৯০০০ আরপিএম |
সর্বোচ্চ টর্ক | ১২.৫ NM @ ৬৫০০ rpm |
গিয়ারবক্স | ৫ স্পিড |
ভূমি থেকে উচ্চতা | ১৬৯ মিমি |
জ্বালানিসহ ওজন | ১৪৮ কেজি |
জ্বালাটি ধারণ ক্ষমতা | ১৪ লিটার |
ইঞ্জিন, ক্ষমতা ও টর্ক | |
ডিসপ্লেসমেন্ট | ১৫০ সিসি |
সর্বোচ্চ ক্ষমতা | ১৪.৩ বিএইচপি @ ৯০০০ আরপিএম |
সর্বোচ্চ টর্ক | ১২.৫ NM @ ৬৫০০ rpm |
ইঞ্জিন | টুইন স্পার্ক, ২ ভাল্ব, ডিটিএস-আই ইঞ্জিন |
কুলিং | এয়ার কুলড |
সিলিন্ডার সংখ্যা | ১ |
ট্রান্সমিশন | |
গিয়ারবক্স | ৫ স্পিড |
ব্রেক | |
সামনে | ২৪০ মিমি ডিস্ক |
পিছনে | ১৩০ মিমি ড্রাম |
সাসপেনশন | |
সামনে | অ্যান্টি-ফ্রিকশন বুশসহ টেলিস্কোপিক |
পিছনে | টুইন শক অ্যাবজর্ভার |
হুইল ও টায়ার | |
সামনের টায়ার | ৯০/৯০-১৭” ৪৯ পি |
পিছনের টায়ার | ১৩০/৯০-১৫” ৬৬পি |
সামনের হুইল | ১৭ ইঞ্চি |
পিছনের হুইল | ১৫ ইঞ্চি |
হুইল টাইপ | অ্যালয় |
ব্যাটারি | |
ধরন | এমএফ |
ক্যাপাসিটি | ৪ অ্যাম্পিয়ার আওয়ার |
ভোল্ট | ১২ |
আয়তন, ওজন ও ক্যাপাসিটি | |
দৈর্ঘ্য | ২১৭৭ মিমি |
প্রস্থ | ৮০১ মিমি |
উচ্চতা | ১০৭০ মিমি |
ভূমি থেকে উচ্চতা | ১৬৯ মিমি |
হুইলবেজ | ১৪৮০ মিমি |
জ্বালানিসহ ওজন | ১৪৮ কেজি |
জ্বালাটি ধারণ ক্ষমতা | ১৪ লিটার |
রিজার্ভ ক্ষমতা | ৩.৪ লিটার |
ইন্সট্রুমেন্ট কনসোল | |
স্পিডোমিটার | অ্যানালগ |
টেকোমিটার | নেই |
ট্রিপ মিটার | ডিজিটাল |
অডোমিটার | ডিজিটাল |
ফুয়েল গজ | অ্যানালগ |
আরাম ও সুবিধা | |
ইলেকট্রিক স্টার্ট | হ্যা |
ইঞ্জিন কিল সুইচ | হ্যা |
পিলিয়ন ব্যাক রেস্ট | নেই |
পাস লাইট | হ্যা |
স্টেপ আপ সিট/স্প্লিট | হ্যা |
পিলিয়ন ফুটরেস্ট | হ্যা |
পিলিয়ন গ্র্যাবরেইল | হ্যা |
লাইটিং | |
হেডলাইট | ৫৫/৬০ ওয়াট |
বাংলাদেশে বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ এর সর্বশেষ দাম
বাংলাদেশে বাজাজের সকল শোরুম