যে ৫ টি লক্ষণ দেখে বুঝবেন বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না 

This page was last updated on 30-Jul-2024 03:06pm , By Ashik Mahmud Bangla

বাইকের ইঞ্জিনের কি অবস্থা এটা বোঝার কিন্তু বেশ কিছু উপায় আছে, বাইক ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় বাইকের ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। আবার বর্তমান সময়ে দেখা যাচ্ছে নতুন বাইক কিন্তু ইঞ্জিনের অবস্থা খারাপ, ৫ টি লক্ষণ দেখে বুঝবেন বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না। আজ আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।বাইকের-ইঞ্জিনের-অবস্থা-ভালো-না 

৫ টি লক্ষণ দেখে বুঝবেন বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না 

১- নিয়মিত ইঞ্জিন অয়েল কমে যাওয়া 

যখন আপনি বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাবেন সেই সময়টাতে অনেক বাইকেরই ইঞ্জিন অয়েল কমে যায়, এটা কোন বড় ব্যাপার না। কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি নিয়মিত কমে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন অনেক সময় ইঞ্জিন অয়েল খারাপ হলে বাইকের ইঞ্জিন অয়েল কমে যায়। তবে প্রতিবার তো আপনি নিশ্চয় খারাপ অয়েল নিবেন না, সেজন্য আপনার বাইকের ইঞ্জিন যখন দেখবেন নিয়মিত কমে যাচ্ছে সে সময় আর দেরি না করে ভালো কোন জায়গায় বাইকটি চেক করাতে নিয়ে যান। কালো-ধোঁয়া-বের-হওয়া

২- কালো ধোঁয়া বের হওয়া 

অনেক সময় দেখা যায় তেল খারাপ হলে বাইকের সাইলেন্সর থেকে সাদা ধোঁয়া আসে, এটা খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু আপনার বাইকের ইঞ্জিন থেকে যদি প্রতিনিয়ত কালো ধোঁয়া আসে এটা ভালো কোন লক্ষণ না, যদি আপনার বাইকে এমনটা হয় তাহলে বুঝতে হবে আপনার বাইকের ইঞ্জিনে কোন সমস্যা হয়েছে। হঠাৎ-করে-বাইকের-টপ-স্পীড-অনেক-কমে-যাওয়া 

৩- হঠাৎ করে বাইকের টপ স্পীড অনেক কমে যাওয়া 

বাইকের টপ স্পীড অনেক কারনে কমে যেতে পারে, তবে বাইকের সব কিছু ঠিক থাকার পরও যদি আপনার বাইকের টপ স্পীড কমে যায় সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না। ধরুন আপনার বাইকের রেগুলার টপ স্পীড ১২০ কিন্তু বর্তমানে আপনার বাইক ৯০ এর পর আর উঠে না এবং ইঞ্জিন থেকে অনেক বেশি  ভাইব্রেশন আসছে এমটা হলে আপনার বাইকের ইঞ্জিন চেক করান। কারণ ইঞ্জিনের সমস্যার কারণে এমনটা হয়ে থাকে। ইঞ্জিন-থেকে-বাজে-কোন-শব্দ-আসা 

৪- ইঞ্জিন থেকে বাজে কোন শব্দ আসা 

বাইকের ইঞ্জিন থেকে অনেক রকমের শব্দ আসতে পারে, তবে কিছু শব্দ আছে যেগুলো আসলে আপনার বুঝতে হবে আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না। আপনার বাইকের ইঞ্জিন থেকে যদি বাজে কোন শব্দ আসে যেগুলো আসার কথা না, এমন হলে অবহেলা না করে দ্রুত অভিজ্ঞ কারোও পরামর্শ নিন। কারণ অল্প সমস্যা থাকতে থাকতে সমাধান করে নেয়াই ভালো। হঠাৎ-করে-মাইলেজ-কমে-যাওয়া 

৫- হঠাৎ করে মাইলেজ কমে যাওয়া 

মাইলেজ কম বেশি হওয়া কমন একটা সমস্যা, কিন্তু আপনার বাইকের মাইলেজ হওয়ার কথা ৩০ কিন্তু আপনি মাইলেজ পাচ্ছেন ১০-১৫ সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বাইকের ইঞ্জিনে কোন সমস্যা হয়েছে, কারণ ইঞ্জিনে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ একেবারে কমে যায়। এমন হলে আপনার বাইকটি ভালো কোন সার্ভিস সেন্টার গিয়ে চেক করিয়ে নিন। 

এই ৫ টি লক্ষণ দেখে বুঝবেন বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো না, আর যদি আপনার বাইকে এমনটা হয় সেক্ষেত্রে অবশ্যই লেট না করে দ্রুত ভালো কোথাও আপনার বাইকটি চেক করান। 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes