বাইকবিডি এর নতুন টায়ার পার্টনার হচ্ছে পিরেলি টায়ার বাংলাদেশ!

This page was last updated on 04-Jan-2025 06:28pm , By Raihan Opu Bangla

২০২২ শুরু হয়েছে, বাইকবিডির পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমরা আপনাদের জন্য নতুন বছরে অনেক নতুন এবং আকর্ষণীয় কিছু নিয়ে আসতে পারব বলে আশা রাখি। তবে নতুন বছরের শুরুতেই জানিয়ে রাখতে চাই যে বাইকবিডির টায়ার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পিরেলি টায়ার বাংলাদেশ। 

বাইকবিডি এর নতুন টায়ার পার্টনার হচ্ছে পিরেলি টায়ার বাংলাদেশ!

পিরেলি একটি মাল্টিন্যাশনাল টায়ার ব্রান্ড। এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালে। ইটালির মিলান শহরে পিরেলি যাত্রা শুরু হয়। ১৯২২ সালে এই কোম্পানিটি স্টক মার্কেটে প্রবেশ করে এবং সেই থেকে এটি পৃথিবীর ৬ষ্ঠ টায়ার ম্যানুফ্যাকচার ব্রান্ড যারা দেশী বিদেশী অনেক ব্র্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল এর জন্য টায়ার তৈরি করে থাকে। 

 

২০১৯ থেকে এশিয়ান অটোমোটিভস লিমিটেড বাংলাদেশে পিরেলি টায়ার এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা বাংলাদেশের বাইক ও গাড়ির মডেলের জন্য ভিন্ন ভিন্ন সাইজ ও টায়ার নিয়ে এসেছে। আপনি আপনার মোটরসাইকেলের মডেলের জন্য টায়ার খুজতে চান তবে পিরেলি বাংলাদেশে ওয়েব সাইট ভিজিট করুন।

বাইকবিডি ও পিরেলি টায়ার বাংলাদেশ এর মধ্যে একটি MOU সাইনিং হয়েছে। এতে পিরেলি টায়ার বাংলাদেশ বাইকবিডির এক বছরের জন্য পার্টনার হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাইকবিডির ফাউন্ডার ও সিইও মিস্টার শুভ্র সেন এবং এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেড এর পক্ষ থেকে মিস্টার সাফাত ইশতিয়াক, হেড অফ বিজনেস, মিস্টার মেহেদী হাসান রাসেল (সেলস), শফিকুল ইসলাম তুষার (সেলস) উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রোড কন্ডিশন সেভাবে ভাল নয়। তাই বাইকাররা তাদের বাইকের টায়ার নিয়ে বেশ চিন্তিত থাকেন। কোন টায়ারের গ্রীপ ভাল হবে, রাস্তায় কেমন পারফর্ম করবে এসব নিয়ে চিন্তা করে থাকেন। তাই তার বাইকের জন্য কোন টায়ার ভাল হবে এটা নিয়ে বেশ ভাবনায় থাকেন। তবে এক্ষেত্রে পিরেলি আপনাকে সেই চিন্তা থেকে বেশ কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

Also Read: Latest Pirelli Tires News

আপনি পিরেলি বাংলাদেশ এর ওয়েব সাইটে আপনার বাইকের ব্র্যান্ড মডেল এবং টায়ার সাইজ দিয়ে সার্চ করলে আপনি আপনার কাঙ্খিত টায়ার পেয়ে যাবেন। এই বিষয়ে আমরা আপনাদের পরবর্তিতে বিস্তারিত জানাব। আশা করছি টায়ার নিয়ে আপনাদের সেভাবে আর কোন চিন্তা করতে হবে না। কারণ পিরেলি টায়ার বাংলাদেশ আপনাদের সবচেয়ে ভাল এবং বাইকের জন্য বেস্ট টায়ার নিয়ে এসেছে। আমরা আশা করছি এই পিরেলি টায়ার আপনাদের জন্য ভাল একটি অপশন হবে। ধন্যবাদ।