বাইক রেজিষ্ট্রেশন ফি ২০২৩ - ট্যাক্স টোকেন সহ প্রায় ৩০ হাজার টাকা
This page was last updated on 30-Jul-2024 09:01am , By Ashik Mahmud Bangla
বাইক রেজিষ্ট্রেশন ফি ২০২৩ সালে এসে কত করা হয়েছে ? কত টাকা বাড়ানো হয়েছে এমন অনেক প্রশ্ন আমাদের মাঝে তৈরী হয়েছে। প্রায় ৩০ হাজার টাকা খরচ হবে কেন ? আজ এই সব কিছু আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো।
আমরা অনেকেই মনে করি বাইকের রেজিস্ট্রেশন হয় দুই বছরের অথবা ১০ বছরের , কিন্তু এমনটা না। কারণ আপনি যখন বাইক কিনবেন তখন বাইকের রেজিস্ট্রেশন একবারই করা হয়। তবে দুই বছর এবং ১০ বছরের যে জিনিসটা হয় সেটা হয় বাইকের ট্যাক্স টোকেন। আপনি চাইলে দুই বছর অথবা ১০ বছরের ট্যাক্স টোকেন করাতে পারবেন। তাহলে ৩০ হাজার টাকা কি ট্যাক্স টোকেনে লাগবে ? না ট্যাক্স টোকেনের জন্য ৩০ হাজার টাকা লাগবে না।
বাইক রেজিষ্ট্রেশন ফি ২০২৩
একটা সময় ছিলো যখন শুধুমাত্র বাইকের রেজিস্ট্রেশন ফি অনেক ছিলো , কিন্তু তারপর সেটা কমানো হয়। কমানোর পর শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি করা হয়েছিলো ১০১৫২ টাকা। কিন্তু ২০২৩ সালে এসে রেজিস্ট্রেশন ফি ২১১৫ টাকা বাড়ানো হয়েছে , যার ফলে বাইক রেজিষ্ট্রেশন ফি ২০২৩ সালে ১২২৬৭ টাকা। এই তো গেলো রেজিস্ট্রেশন , কিন্তু আপনি যদি বাইকটা রাস্তায় চালাতে চান সেজন্য আপনাকে ট্যাক্স টোকেন ও করাতে হবে।
অনেকেই আছেন যারা বাইকের ট্যাক্স টোকেন ১০ বছরের জন্য করিয়ে থাকেন। আপনি যদি এখন ১০ বছরের ট্যাক্স টোকেন করাতে চান তাহলে আপনার খরচ হবে ১৭০০০ টাকা। এই দিকে ১২২৬৭ আর ১৭০০০ মিলে দাড়াচ্ছে ২৯২৬৭ টাকা। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন প্রায় ৩০ হাজার টাকা আপনার ১০ বছরের ট্যাক্স টোকেন সহ একটা বাইক রাস্তায় নামাতে খরচ হবে।
শুধু কিন্তু এখানেই শেষ না , বিআরটি এর অন্য যেসব ফি আছে সেগুলোও কিন্তু বাড়ানো হয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন।