বাংলাদেশে এসে গেলো বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন

This page was last updated on 13-Jul-2024 08:45pm , By Shuvo Bangla

উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন লঞ্চ করেছে। মোটরসাইকেলটি সম্প্রতি ভারতে মোটরসাইকেল এর আরোপ হওয়া সকল নিয়ম মেনেই আপগ্রেড করা হয়েছে। বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন গত ২৭শে মার্চ থেকে বাংলাদেশের বেশিরভাগ বাজাজ মোটরসাইকেল ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে।

পালসার ১৫০ ২০১৭

 ভারতে প্রনয়ন হওয়া নতুন আইনের মাধ্যমে সকল ভারতীয় মোটরসাইকেলে বিএসফোর স্ট্যান্ডার্ড ইঞ্জিন থাকবে যা পরিবেশের দূশন হ্রাস করবে এবং একইসাথে বাইকের ইঞ্জিন অধিক মাইলেজ দেবে ও তূলনামূলকভাবে অধিক টেকসই হবে। এছাড়াও সকল বাইকে এএইচও (অটো হেডলাইট অন) থাকবে যা ইউরোপ এবং আমেরিকায় খুবই সাধারন একটি সিস্টেম। অটো হেডলাইট অন সিস্টেম এর সুবিধা হচ্ছে এতে করে খুব সহজেই বিপরীতমুখী যানবাহনের দৃষ্টি আকর্ষন করা যায় এবং এতে করে দুর্ঘটনা ঘটার ঝুকি কমে।

Also Read: বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন : আগের মডেলের পালসারের সঙ্গে পার্থক্য কী?

বাজাজ পালসার ১৫০ ২০১৭ এসকল পরিবর্তন করার ফলে বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন এর শক্তি আগের চাইতে ১ ব্রেক হর্সপাওয়ার কমেছে এবং একই সাথে বাইকের টর্ক ১ নিউটন মিটার বৃদ্ধি পেয়েছে। আশা করা যাচ্ছে নতুন সিডিআই ম্যাপিং এর ফলে বাইকটি আগের চাইতে বেশি মাইলেজ দেবে। বাজাজ পালসার ১৫০ ২০১৭ এর রিভিউ

নতুন বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশনে নিন্মের ফিচারগুলো রয়েছেঃ

  • বাইকের ইঞ্জিন বিএসফোর স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়েছে।
  • নতুন ইঞ্জিন আগের চাইতে অনেক কম দূষন করবে।
  • বাইকটিতে অটো হেডলাইট অন সিস্টেম দেয়া হয়েছে।
  • ইঞ্জিনের গঠনে পরিবর্তন আনা হয়েছে – ইঞ্জিনের বোর ছোট করা হয়েছে ও স্ট্রোক বড় করা হয়েছে।
  • নতুন ইঞ্জিনটি ১৩.৪ বিএইচপি শক্তি উতপন্ন করে যা আগের ভার্শনের চাইতে ১ বিএইচপি কম।
  • নতুন ভার্শনটি সর্বোচ্চ ১৩.৪ এনএম টর্ক উতপন্ন করে যা আগের ভার্শনের চাইতে ১ এনএম বেশি।
  • ইঞ্জিনের নিচের অংশ পরিবর্তন করা হয়েছে।
  • বাইকের নতুন ৫ ম্যাপবিশিষ্ট সিডিআই ব্যবহার করা হয়েছে যেখানে পূর্বের ভার্শনে ২ ম্যাপবিশিষ্ট সিডিআই ছিলো।
  • বাইকের এক্সহস্ট এর আকার বৃদ্ধি করা হয়েছে।
  • উভয় টায়ারই টিউবলেস ।
  • বাইকের সামনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে।
  • বাইকটিতে নতুন লেজার এজ গ্রাফিক্স দেয়া হয়েছে।
  • ইঞ্জিনের রঙ পরিবর্তন করা হয়েছে।
  • বাইকের চাকায় রঙীন ডিক্যাল দেয়া হয়েছে।
  • স্পীডোমিটারে নতুন গ্রাফিক্স এর ব্যবহার করা হয়েছে।

বাজাজ পালসার ১৫০ ২০১৭ এর দাম

নতুন বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন পাওয়া যাবে তিনটি রঙেঃ

  • নিউক্লিয়ার ব্লু
  • লেজার ব্ল্যাক
  • ডাইনো রেড

বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন

নতুন বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন এর বিক্রয়মূল্য হচ্ছে ১,৭৭,৫০০ টাকা যেটা বাইকারদের জন্য সুখবর। ভারতে নতুন ভার্শনের দাম আগের চাইতে বৃদ্ধি পেলেও বাংলাদেশে উত্তরা মোটরস তাদের বাইকের দাম বাড়ায়নি। 

বাংলাদেশে বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন লঞ্চ করার মধ্য দিয়ে উত্তরা মোটরসই সর্বপ্রথম ২০১৭ মডেলের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আনলো। আমরা আশা করছি যে খুব শীঘ্রই অন্যান্য মোটরসাইকেল কোম্পানিও বাংলাদেশে ২০১৭ এডিশনের মোটরসাইকেল বিক্রি শুরু করবে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes