ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোটরসাইকেল চলাচলে নির্দেশনা জারি
This page was last updated on 28-Jan-2026 06:07pm , By Arif Raihan Opu
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট উপলক্ষে মোটরসাইকেলসহ কয়েক ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্ধারিত সময়ে এসব যান চলাচল বন্ধ থাকবে।

নির্বাচনে মোটরসাইকেল চলাচলে নির্দেশনা জারি
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
অন্যদিকে, মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখ্য, জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের যানবাহন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পাশাপাশি ওষুধ পরিবহন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনও চলাচল করতে পারবে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

এছাড়া এই নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।
বিমানবন্দরে যাতায়াতকারী প্রবাসী যাত্রী বা তাঁদের স্বজনদের গাড়ি টিকিট প্রদর্শন সাপেক্ষে দূরপাল্লার যাত্রী পরিবহন করতে পারবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল বা আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন।
এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি করে গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস) এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
সকলকে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ৩ দিন মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার জন্য টিম বাইকবিডির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।