নতুন রঙ ও গ্রাফিক্সে লিফান কেপিআর১৫০ ২০১৭

This page was last updated on 18-Aug-2024 04:32pm , By Shuvo Bangla

নতুন রঙ ও ডিজাইনে বাজারে এসেছে লিফান কেপিআর১৫০ ২০১৭। বাংলাদেশে লিফান মোটরসাইকেলের একমাত্র পরিবেশক রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) ১৬ ডিসেম্বর ২০১৬ এই আপগ্রেডেড লিফান কেপিআর১৫০ (২০১৭) বাজারজাত শুরু করেছে। কেবি রাইডারজ-এর সহযোগিতায় এক অনাড়ম্বর র‌্যালির মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

আপগ্রেডেড লিফান কেপিআর১৫০ বাজারজাত শুরু করেছে।

New Lifan KPR 150-2017

আরআইএল-এর আয়োজনে ২০১৭ মডেলের লিফান কেপিআর১৫০ এর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কেবি রাইডারজ-এর উদ্যোগে মানিক মিয়া এভিনিউয়ে বিকাল ৩টায় ব্যাপক সংখ্যক বাইকার একত্রিত হয়। সেখানে ক্লাব কেপিআর-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর বিকাল ৪টায় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি হাউডি হলে মিরপুরে লিফানের ফ্ল্যাগশিপ শোরুমের সামনে গিয়ে শেষ হয়।

New Lifan KPR 150-2017  in yellow white color

লিফান কেপিআর১৫০ (২০১৭)-তে যেসব উন্নতি আনা হয়েছে :

  • ইঞ্জিন আরো রিফাইন করা হয়েছে।
  • নতুন গ্রাফিক, নতুন ৩টি ডুয়েল টোন ও মাল্টিকালার।
  • নতুন টায়ার থ্রেড।
  • রিমে স্টিকার লাগানো হয়েছে।
  • নতুন সিট ডিজাইন, শুধু ২ রঙের ক্ষেত্রে।
  • পুরো বাইকে নতুন স্টিকার ব্যবহার করা হয়েছে।

New Lifan KPR 150-2017 in red black color.

নতুন রঙগুলো:

  • রোজো ব্ল্যাক : লাল ও কালোর মিশ্রণ
  • নিনজা গ্রিন : কালো ও সবুজের মিশ্রণ
  • কোরসা হোয়াইট : সাদা ও হলুদের মিশ্রণ, সঙ্গে হলুদ রিম (লিফানের রেসিং কালার)

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আবসার রাসেল বলেন, আগে ডুয়েল টোন কালারের লিফান কেপিআর১৫০’র দাম ছিলো ২০৫,০০০ টাকা। কিন্তু ক্রেতাদের কথা মাথায় রেখে সেটার দাম কমিয়ে ১৯৯,০০০ করেছে রাসেল ইন্ডাস্ট্রিজ। পাশপাশি আগের এক রঙের যে ৫টি মডেল বাজারে ছিলো সেগুলো আর বাজারজাত করা হবে না। তবে সেগুলোর খুচরা যন্ত্রাংশ বাজারে থাকবে।

এ সময় লিফান-এর বিক্রয়োত্তর সেবার নিম্নমান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খুব শীঘ্রই তারা মিরপুরে বড়ো আকারে সার্ভিস সেন্টার খুলবে এবং সেখানে দক্ষ ও অভিজ্ঞ মেকানিক নিয়োগ দেওয়া হবে। সেটা হলে বাইকারদের বর্তমান সমস্যার সমাধান করা যাবে বলে আশা করেন তিনি। প্রতিটি লিফান বাইকে ২ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ও ৫ বছরের ফ্রি সার্ভিস রয়েছে।

New Lifan KPR 150-2017 in green black colour

লিফান কেপিআর১৫০’র স্পেসিফিকেশন

ইঞ্জিন টাইপ : ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার (ওয়াটার কুলড)

ডিসপ্লেসমেন্ট : ১৪৯ সিসি

কম্প্রেশন রেশিও :  ১১.৪:১

ক্ষমতা : ১৪.৮ বিএইচপি @ ৮৫০০ আরপিএম

টর্ক : ১৪ নিউটন মিটার @ ৬৫০০ আরপিএম

ট্রান্সমিশন : ৬ স্পিড

কুলিং সিস্টেম : ওয়াটার কুলড

ইগনিশন সিস্টেম : ইলেকট্রিক

ওজন :  ১৫০ কেজি

দৈর্ঘ্য :  ২০৬০ মিমি

প্রশস্থ :  ৭৬০ মিমি

উচ্চতা : ১১০৫ মিমি

সিটের উচ্চতা :  ৭৭৫ মিমি

হুইলবেজ :  ১৩৩০ মিমি

জ্বালানি ধারণ ক্ষমতা :  ১৪ লিটার

সিট : স্প্লিট

সামনের ব্রেক :  ডিস্ক

পিছনের ব্রেক :  ডিস্ক

সামনের টায়ার :  ৯০/৯০-১৭

পিছনের টায়ার : ১২০/৮০-১৭

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes