নতুন ভাবে উদ্বোধন করা হল ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

This page was last updated on 06-Jan-2025 04:38pm , By Raihan Opu Bangla

নতুন ভাবে উদ্বোধন করা হল ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

ইয়ামাহা বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। বাংলাদেশের ইয়ামাহা এর অফিশিয়াল অনেক ডিস্ট্রিবিউটর রয়েছে, তবে তাদের মধ্যে অন্যতম বড় এবং এক্সক্লুসিভ শো রুম হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ। 

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর ৬০ ফিট এ অবস্থিত। ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আগেও একই জায়গাতে ছিল, তবে এবার নতুন ভাবে আবার এই শোরুমটিকে সাজানো হয়েছে। নতুন ভাবে এর গ্র্যান্ড ওপেনিং করা হয়েছে। 

এই শোরুমটিকে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। ইন্টিরিয়ের থেকে শুরু করে সার্ভিস, সেলস এবং পার্টস এর জন্য আলাদা ভাবে জায়গা তৈরি করা হয়েছে। মোটরসাইকেলের ডিস্প্লে এরিয়ার আরও বড় করা হয়েছে। 

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

এছাড়া শোরুমে আলাদা ভাবে নোলান এবং এক্স-লাইট সহ হেলমেট ও অন্যান্য এক্সেসরিজের জন্য ডিস্প্লে এরিয়া রাখা হয়েছে। 

শোরুম উদ্বোধন এর সময় সেখানে এসিআই মোটরস এর এক্সিকিটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাইকবিডি এর সিইও শুভ্র সেন এবং টিম বাইকবিডি এই ইভেন্টে উপস্থিত ছিল। 

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ

এসিআই মোটরস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস বলেন, আমরা অনেক বেশি আনন্দিত যে আপনাদের জন্য আমরা নতুন ভাবে শোরুমটি সাজাতে পেরেছি। আমরা বিশ্বাস করি যে এই শোরুম থেকে কাস্টোমাররা তাদের সকল প্রয়োজনীয় সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন”।

ইয়ামাহার সকল শোরুম হচ্ছে থ্রি এস সেন্টার। যেখানে কাস্টোমাররা এক জায়গাতেই সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স পেয়ে যাবেন। আমরা আশা করছি যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ কাস্টোমারদের সকল চাহিদা পূরন করতে সক্ষম হবে। ধন্যবাদ।