দাম বাড়ছে ইয়ামাহা মোটরসাইকেলের

This page was last updated on 14-Jul-2024 05:22am , By Saleh Bangla

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের দাম বাড়াতে যাচ্ছে এসিআই মোটরস লিমিটেড। এসিআই মোটরস হচ্ছে বাংলাদেশে ইয়ামাহার একমাত্র ডিস্ট্রিবিউটর। যদি এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেলের দাম বাড়ায় তাহলে এটি বাংলাদেশের বাইক লাভারসদের জন্য এটা খুব দুঃখের বিষয়।

দাম বাড়ছে ইয়ামাহা মোটরসাইকেলের

ইয়ামাহা মোটরসাইকেলের দাম বাংলাদেশে অন্যান্য যেকোন ব্রান্ডের মোটরসাইকেলের তুলনায় অনেক বেশি। আমরা যদি তুলনার দিক দিয়ে হিসেব করি তাহলে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২  এর বর্তমান দাম বাংলাদেশে ২,৪৯,০০০ টাকা যেখানে তার প্রতিদ্বন্দী সুজুকি জিক্সার ( সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল কালার) এর দাম প্রায় ২,১০,০০০ টাকা এবং হোন্ডা সিবি হর্নেট ১৬০আর ( সিঙ্গেল ডিস্ক) এর দাম প্রায় ২,০০,০০০ টাকা ।yamaha-motorcycle

ইয়ামাহা মোটরসাইকেলের দাম বাড়ার – কারন

ইয়ামাহা বাইকগুলোর দাম এত বেশি হওয়ার কারন তারা বাইকগুলো সিবিইউ(কমপ্লিট বিল্ট ইউনিট) থেকে ইম্পোর্ট করে, যেখানে মোটরসাইকেলের ইমপোর্ট ট্যাক্স ১৫১% এবং অন্যান্য কোম্পানি যেমন সুজুকি এবং হোন্ডা সিকেডি (কমপ্লিট নক ডাউন) এর বাইক ইমপোর্ট করে যেখানে প্রগেসিভ ম্যানুফ্যাকচারিং ট্যাক্স প্রায় ৯০-৯৫% এর মধ্যে । সিকেডি ফর্মে, কোম্পানি গুলো বাইকের স্পেয়ার পার্টস এবং যন্ত্রপাতি ইমপোর্ট করে সব নিয়ে এসে বাংলাদেশে সংযোজন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের দাম বাড়ানোর চিন্তা করছে?   yamaha-motorcycle-in-bangladesh

>>Yamaha Saluto Video Review<<

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ২০১৬ সালের মাঝামাঝি তাদের ব্যবসা শুরু করে, যখন বাংলাদেশে ডলার এক্সচেঞ্জ রেট ছিল ৭৮ টাকার নিচে যেখানে আজকাল ডলারের দাম ৮৪-৮৫ টাকা মত হয়েছে । তাই ডলারের দামের দিক দিয়ে বাংলাদেশের টাকার দামও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে তাই এসিআই মোটরস লিমিটেড চিন্তা করেছে যে এত বেশি ট্যাক্স দেওয়া তাদের জন্য মুশকিল হয়ে পড়বে । এছাড়াও অপারেটিং কস্টও অনেক বেশি হয়ে যাবে, আর সেই জন্য এসিআই মোটরস লিমিটেড মোটরসাইকেলের দাম বাড়ানোর উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। price-of-yamaha-motorcycle-in-bangladesh এখন আবার প্রশ্ন হল যে এসিআই মোটরস লিমিটেড মোটরসাইকেলের দাম কত বাড়াবে? আমরা এখন নিশ্চিত না যে তারা কত টাকা বাড়াবে এবং আমরা এটাও নিশ্চিত না যে তারা কি আসলেই দাম বাড়াবে এবং যদিও বাড়ায় কবে বাড়াবে তাও জানি না, হয়ত এটি শুধুই গল্প যে এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা মোটরসাইকেলের দাম বাড়াবে!! এই ব্যাপারে বিস্তারিত আপডেট জানার জন্য বাইকবিডিতে চোখ রাখুন -  এছাড়া যে কোন ধরনের মোটরসাইকেলের বা মোটরসাইকেল কোম্পানি বা মোটরসাইকেল বিষয় যে কোন তথ্য এর জানার জন্য আমাদের সাথে থাকুন।