টিভিএস থান্ডার অফার : টিভিএস মোটরসাইকেলে বিরাট মূল্যছাড়
This page was last updated on 18-Aug-2024 08:26am , By Shuvo Bangla
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এবার টিভিএস থান্ডার অফার-এর আওতায় ক্রেতাদের নগদ অর্থ ছাড় দিচ্ছে। বাইকবিডি’কে পাঠানো এক মেইলে টিভিএস অটো তাদের এই মূল্য ছাড়ের বিষয়টি নিশ্চিত করে এবং টিভিএস মোটরসাইকেলের নতুন মূল্য তালিকা ২০১৭ হালনাগাদ করেছে। থান্ডার অফারটি ১৫ জানুয়ারি ২০১৭ থেকে স্বল্প সময়ের জন্য চালু থাকবে।
টিভিএস মোটরসাইকেলে বিরাট মূল্যছাড়
বাংলাদেশের মোটরসাইকেল বাজারে গত ২ বছরে টিভিএস বেশ ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। তাদের অন্যতম প্রধান আকর্ষণ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ সিসিতে সর্বাধিক বিক্রিত বাইকগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বাজাজ পালসারের পর এটিই সবচেয়ে বেশি বিক্রিত। মূলত সবচেয়ে দ্রুতগতির বাইকগুলোর একটি হওয়ায় এবং জ্বালানি সাশ্রয়ের কারণেই এটি বেশি পছন্দনীয় হয়ে উঠেছে। পাশপাশি টিভিএসের অন্যান্য বাইক যেমন মেট্রো, ফিনিক্সও বেশ সুনাম অর্জন করেছে।
টিভিএসের বিক্রয়োত্তর সেবাও অনেক ভালো (শুধু ঢাকা শহরের ক্ষেত্রে)।সচরাচর পরিচিত যারা টিভিএস ব্যবহার করেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা টিভিএসের বিক্রয়োত্তর সেবায় সন্তুষ্ট। অন্যদিকে স্কুটারের ক্ষেত্রেও টিভিএস তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট স্কুটার উইগো নিয়ে বাজারে অন্যতম সেরা অবস্থানে রয়েছে। এছাড়াও তাদের স্কুটি পেপ+ এবং গত বছর তারা টিভিএস জেস্ট বাজারে ছেড়েছে।
একটি বিষয় পাঠকদের জানিয়ে দিতে চাই, টিভিএস কিন্তু সরকারের গৃহীত উন্নয়নশীল উৎপাদন নীতির আওতায় দাম কমায়নি, বরং তারা হিরো মটোকর্প-এর মতো ক্রেতাদের জন্য মূল্যছাড় দিচ্ছে। টিভিএস তাদের অ্যাপাচি আরটিআর-এ ২০ হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে। যদিও তারা তাদের কোনো স্কুটারে কেনো ছাড় দিচ্ছে না তা জানায়নি। যাহোক টিভিএস থান্ডার অফারের আওতায় সকল টিভিএস মোটরসাইকেলের আগের মূল্যের পাশাপাশি বর্তমান মূল্য তালিকা নিচে দেওয়া হলো।
টিভিএস মোটরসাইকেলের বর্তমান মূল্য ২০১৭
মডেল | পূর্ব মূল্য | থান্ডার অফারে নতুন মূল্য |
অ্যাপাচি আরটিআর (এসডি) | ১৯৯,৫০০ | ১৭৯,৯০০ |
অ্যাপাচি আরটিআর (ডিডি) | ২১৭,৫০০ | ১৯৮,৯০০ |
অ্যাপাচি আরটিআর (ম্যাট ব্লু) | ২০৪,৯০০ | ১৮৪,৯০০ |
ফিনিক্স | ১৬৬,৯০০ | ১৪৮,৯০০ |
স্ট্রাইকার | ১৪৯,৯০০ | ১৩৭,৯০০ |
মেট্রো প্লাস | ১৩৭,৯০০ | ১২৩,৯০০ |
মেট্রো প্লাস (ডিস্ক) | ১৩২,৯০০ | ১৩২,৯০০ |
মেট্রো ইএস | ১২৩,৯০০ | ১০৯,৯০০ |
মেট্রো কেএস | ১১২,৯০০ | ৯৯,৯০০ |
আমরা ঠিক জানিনা কেনো টিভিএস অন্য কোম্পানিগুলোর মতো সোজাসুজি দাম না কমিয়ে থান্ডার অফার দিলো বা এই অফার কতোদিন থাকবে, কিন্তু আশা করি টিভিএসও অন্য কোম্পানিগুলোর মতো স্থায়ীভাবে তাদের মোটরসাইকেলের দাম কমাবে। তবে টিভিএসের এই থান্ডার অফারের আওতায় টিভিএস মোটরসাইকেলের নতুন মূল্যতালিকা ২০১৭ দাম কমার অপেক্ষায় থাকা অনেক টিভিএস প্রেমীকে বাইক কিনতে সহায়তা করবে।