জুভেনাইল বাইকার্স - বাংলাদেশে STUDDS, SMK ও SOMAN হেলমেটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর
This page was last updated on 30-Jul-2024 08:36am , By Raihan Opu Bangla
বাংলাদেশে বর্তমানে অনেক হেলমেট ব্র্যান্ড রয়েছে। এছাড়া হেলমেট ও সেফটি এক্সেসরিজ আমদানীকারকও রয়েছে অনেক। তবে জুভেনাইল বাইকার্স অন্যতম হেলমেট আমদানীকারক, যারা বাইকারদের জন্য বাজেট ফ্রেন্ডলি হেলমেট আমদানী করে থাকে।
মুলত জুভেনাইল বাইকার্স তিনটি হেলমেট ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। ব্র্যান্ড তিনটি হচ্ছে STUDDS, SMK এবং SOMAN। এই তিনটি হেলমেট ব্র্যান্ড বাংলাদেশে বেশ জনপ্রিয় ব্র্যান্ড। বিশেষ ভাবে STUDDS হেলমেট ব্র্যান্ডটি অনেক বেশি জনপ্রিয়।
যারা কাম দামে ভাল মানের ও সেফটি সমৃদ্ধ হেলমেট ব্যবহার করতে আগ্রহী তারা সাধারণত STUDDS, SMK অথবা SOMAN ব্যবহার করে থাকেন। বাংলাদেশে বর্তমানে অনেকে আছেন যারা হেলমেট ক্রয়ের ক্ষেত্রে একটু বাজেট ফ্রেন্ডলি হেলমেট ক্রয় করতে চান তাদের জন্যই মুলত জুভেনাইল বাইকার্স এই ব্র্যান্ড গুলো নিয়ে এসেছে।
STUDDS হেলমেট এর নাম বাংলাদেশেরত বাইকারদের কাছে অনেক বেশি পরিচিত। কোয়ালিটি, ডিজাইন, স্টাইল, গ্রাফিক্স ও স্ট্যান্ডার্ড সেফটি ক্ষেত্রে স্ট্যাডস এর জনপ্রিয়তা রয়েছে। এছাড়া তাদের থান্ডার মডেলটি বেশ জনপ্রিয় বলা যায়।
এই ব্র্যান্ডের হেলমেটের মুল্য শুরু হয় ১৫০০ টাকা থেকে। তো বুঝতেই পারছেন যে বাজেট ফ্রেন্ডলি হেলমেট ক্রয় করতে চাইলে আপনার জন্য STUDDS হতে পারে অন্যতম একটি হেলমেট।
এছাড়া জুভেনাইল বাইকার্স বিশ্বমানের SMK হেলমেট বাংলাদেশে আমদানী করে থাকে। এই হেলমেট ব্র্যান্ডটি বেশ জনপ্রিয়। যদিও এর দাম কিছুটা বেশি STUDDS এর চেয়ে। তাই এর গ্রাফিক্স, ডিজাইন, কোয়ালিটি, ও স্ট্যান্ডার্ডও বেশ উন্নত মানের।
প্রযুক্তিগত দিক থেকেও SMK হেলমেট বেশ এগিয়ে রয়েছে বলা যায়। সেফটি এবং সুরক্ষায় এই হেলমেট বেশ উপযোগী। বাংলাদেশের ক্ষেত্রে এই ব্র্যান্ডের প্রাইস রেঞ্জ শুরু হয় ৪৫০০ টাকা থেকে।
সবশেষে যেই ব্র্যান্ডটি রয়েছে সেটি হচ্ছে SOMAN হেলমেট। যদিও এই ব্র্যান্ডটি বাংলাদেশে সেভাবে পরিচিত না হলেও বাজেট ফ্রেন্ডলি হবার কারনে বাইকারদের কাছে পরিচিত একটি ব্র্যান্ড।
এই ব্র্যান্ডটিও বাংলাদেশে তাদের উন্নত মান, গ্রাফিক্স ডিজাইন এবং স্টাইলের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে। এছাড়া দামের ক্ষেত্রে বলা যায় যে, এই হেলমেটের দাম শুরু হয় ৩২০০ টাকা। তাই নিঃসন্দেহে বলা যায় যে এই হেলমেট বাইকারদের অন্যতম বাজেট ফ্রেন্ডলি হেলমেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
জুভেনাইল বাইকার্স যে শুধু হেলমেট আমদানী করে থাকে এমন নয়। তারা বাংলাদেশে টিভিএস মোটরসাইকেলের পার্টসও আমদানী করে থাকে। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি হেলমেট বা টিভিএস এর পার্টস ক্রয় করতে চান তবে জুভেনাইল বাইকার্সে যোগাযোগ করতে পারেন।
ঠিকানা –
Plot-35, Block-KA, Section-6, Road-2
Mirpur-10, Dhaka, Bangladesh