গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে এসেছে তাদের নতুন গিয়ারএক্স আর১ ফ্লিপ মডিউলার হেলমেট
This page was last updated on 05-Jan-2025 04:28pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এক্সেসরিজ শপ হচ্ছে গিয়াএক্স বাংলাদেশ। এছাড়া গিয়ারএক্স বাংলাদেশে তাদের ব্র্যান্ড এর মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসছে হেলমেট, রাইডিং জ্যাকেট সহ মোটরসাইকেল রাইডিং গিয়ার্স।
গিয়ারএক্স আর১ ফ্লিপ মডিউলার হেলমেট
সম্প্রতি গিয়াএক্স বাংলাদেশ নিয়ে এসেছে মডিউলার হেলমেট। গিয়াএক্স নিয়ে এসেছে গিয়ারএক্স আর১ ফ্লিপ মডিউলার হেলমেট। গিয়ারএক্স এর মডেল এক্স এর ব্যানারে এই মডেলটি লঞ্চ করা হয়েছে।
এই নতুন মডিউলার হেলমেটটি আধুনিক প্রযুক্তি ও মাল্টিফাংশনাল এবং ফিচার্স সহ তৈরি করা হয়েছে। এছাড়া এটি এরোডায়নামিক্স ডিজাইন এবং এর সাথে সান ভাইজর দেয়া হয়েছে।
Also Read: Helmet Price In Bangladesh
হেলমেটির যেসব ফিচার্স রয়েছে –
- এডভান্স এফপিএ শেল
- এরোডায়নামিক্স
- স্পয়লার
- রেসিং ভিউ এঙ্গেল
- ওয়েট ডিস্ট্রিবিউশন
- প্রোটেক্টিভ পলিস্ট্রারিন
- ভাইজর
- ভেন্টিলেশন
- ইনার
- ওয়েট এবং সাইজ
এত সব ফিচার্স থাকা স্বত্ত্বেও এই হেলমেটটি বেশ বাজেট ফ্রেন্ডলি একটি হেলমেট। এই হেলমেটটির দাম মাত্র ৫,৯০০/- টাকা। হেলমেটটি ক্রয় করতে গিয়ারএক্স এর ডিলার অথবা তাদের ফ্ল্যাগশীপ শোরুমে দ্রুত যোগাযোগ করুম।
ফ্ল্যাগশীপ শোরুম এড্রেস –
House - 183/8, Pirerbag (60 feet Road), Mirpur
Dhaka, Bangladesh.
Phone - 01789-111059