কোভিড ১৯ যোদ্ধাদের জন্য সুজুকি ক্যাশব্যাক অফার ২০২০
This page was last updated on 14-Jul-2024 10:54pm , By Ashik Mahmud Bangla
সুজুকি মোটরসাইকেল কোভিড ১৯ ফাইটারদের জন্য অফার করছে এক দারুণ ক্যাশব্যাক অফার ২০২০। এই অফারটি শুধু মাত্র ডাক্তার, নার্স, সাংবাদিক, ব্যাংকার এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকদের জন্য প্রযোজ্য হবে। এই অফারটি ২৫ শে এপ্রিল ২০২০ থেকে আগামী ৫ ই মে ২০২০ তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে। এই অফারটি পেতে র্যানকন মোটরবাইকস এর কল সেন্টার ১৬৬৩৮ এই নাম্বার কল করুন।
সুজুকি ক্যাশব্যাক অফার ২০২০ - কোভিড ১৯ যোদ্ধাদের জন্য
Model | Regular Price (BDT) | Cashback(BDT) | Offer Price(BDT) |
---|---|---|---|
Suzuki Gixxer (Single Disc) | 1,74,950 | 10,000 | 1,64,950 |
Suzuki Gixxer (Dual Disc) | 1,99,950 | 10,000 | 1,89,950 |
Suzuki Hayate | 99,950 | 15,000 | 84,950 |
Suzuki Access | 1,70,000 | 30,000 | 1,40,000 |
তারা Suzuki Gixxer এর ক্ষেত্রে দিচ্ছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক। সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক বাইকের বর্তমান মুল্য হচ্ছে ১,৬৫,৯৫০/- টাকা এবং অপর দিকে ডুয়েল ডিস্ক সুজুকি জিক্সারের দাম হচ্ছে ১,৮৯,৯৫০/- টাকা। সুজুকি জিক্সারের ইঞ্জিন হচ্ছে ১৫৫সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে 14.6 BHP এবং 14 NM টর্ক উৎপন্ন হয়। এছাড়া বাইক খুব ই হালকা, বাইকটি ওজনে মাত্র ১৩৫ কেজি। আমরা বাইকটি টেস্ট রাইড করার সময় বাইকটির টপ স্পিড পেয়েছি ১২৮ কেজি এবং আমরা তখন মাইলেজ পেয়েছিলাম ৩৫ কিলোমিটার প্রতি লিটার। অন্যদিকে হাইওয়েতে আমরা মাইলেজ পেয়েছি ৪০ কিলোমিটার প্রতি লিটার। আসলে বাইকটির মাইলেজ আপনি ভিন্ন ভিন্ন পেতে পারেন, কারণ রাইডার, রাইডিং ও মেইন্টেন্যান্স এর উপর মাইলেজ অনেকখানি নির্ভর করে থাকে।
সুজুকি জিক্সার ছাড়াও র্যানকন মোটরবাইকস লিমিটেড তাদের অন্যতম কমিউটার বাইক সুজুকি হায়াতে দিচ্ছে ১৫,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। এই বাইকটি বাংলাদেশে সুজুকির একমাত্র কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। বর্তমানে সুজুকি হায়াতের দাম হচ্ছে ৮৯,৯৫০/- টাকা। যারা স্কুটার ভালবাসেন তাদের জন্য সুজুকি এক্সেস ডিস্ক ভার্সন এ রয়েছে ৩০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। স্কুটারটির দাম হচ্ছে ১৭০,০০০/- টাকা, তবে এই অফারে স্কুটারটি কেনা যাবে ১,৪০,০০০/- টাকায়। গত দুমাস ধরে বাংলাদেশ কোভিড ১৯ এর কারনে অনেক বড় একটি কঠিন সময় পার করছে। এটি মোটরসাইকেল ইন্ড্রাস্ট্রিকে অনেক ক্ষতির সম্মুখীন করছে এবং এক মাসেরও বেশি সময় ধরে পুরো বাংলাদেশ লক ডাউনে রয়েছে। তাই জরুরী প্রয়োজন ছাড়া আপনারা সবাই ঘরে থাকুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন যখন আপনি কারো সাথে দেখা করেন বা দেখা হয়। আমরা বাংলাদেশের সকল বাইকারের সুস্থতা কামনা করছি এবং আশা করছি খুব দ্রুত আমরা এই কঠিন সময় পার করতে পারব। ধন্যবাদ।