স্পীডোজ লিমিটেডের পক্ষ থেকে কীওয়ে রমজান অফার!

This page was last updated on 11-Jul-2024 01:40pm , By Shuvo Bangla

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশে কীওয়ে ব্র্যান্ডের পরিবেশক স্পীডোজ লিমিটেড তাদের নতুন মোটরসাইকেল কেনার সাথে দিচ্ছে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমানের টিকিট জিতে নেওয়ার সুযোগ! কিওয়ে এর এই রমজান অফার চলবে সারা রমজান মাসব্যাপী !

কিওয়ে এর এই রমজান অফার চলবে সারা রমজান মাসব্যাপী !

রমজান অফার

 কিওয়ে সুপারলাইট এর ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন

এই বিশেষ অফারটি কেবল রমজান মাস ধরে চলবে। অফারটি গত ২৮শে মে, ২০১৭ থেকে শুরু হয়েছে যা ২৫শে জুন, ২০১৭ পর্যন্ত চলবে। অফারের প্রক্রিয়াটি খুবই সহজসাধ্য। যখন আপনি এই রমজান মাসে KEEWAY-র যে কোনো অনুমোদিত বিক্রেতার কাছ থেকে নতুন একটি কীওয়ে ব্র্যান্ডের মোটরসাইকেল কিনবেন, তখন আপনি ০১৯৯০-৪০০৬০০ নম্বরে আপনার নাম, মোটরসাইকেল ক্রয়ের তারিখ আর চ্যাসিস নম্বরের শেষ ডিজিটগুলো লিখে এসএমএস করবেন। ব্যস এটুকুই! উদাহরণ: (NAME-DD/MM/YY-XXXXXX) & SEND to 01990-40060

keeway rks top speed

স্পীডোজ লিমিটেড ঈদের ছুটি শেষে যারা রমজান মাস জুড়ে এসএমএস পাঠিয়েছেন, তাদের মধ্যে নির্বাচনের জন্য একটি র‌্য‌াফেল ড্র-এর আয়োজন করবে এবং ৫ জন ভাগ্যবান বিজয়ী পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট। এটুকুই শেষ নয়! এই পাঁচজন বিজয়ী ছাড়াও পরবর্তী ২০ জন পাবেন আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। আর সবশেষে আরও ৩০ জন পাবেন কোম্পানীর পক্ষ থেকে গিফ্ট হ্যাম্পার! সবমিলিয়ে ৫৫ জন ভাগ্যবান বাইকার কিছু না কিছু পুরস্কার জেতার সুযোগ পাবেন কোম্পানীর পক্ষ থেকে, যদি তারা এই রমজান মাসে অন্তত একটি কীওয়ে মোটরসাইকেল কেনেন। গত তিন বছরে কীওয়ে বাংলাদেশের বাজারে একটি পোক্ত স্থান দখল করেছে ভাল একটি চাইনিজ ব্র্যান্ড হিসেবে। তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেল KEEWAY RKS100 এবং RKS125 দুটি প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল হিসেবে বহুল জনপ্রিয় হয়ে উঠেছে। 

keeway motorccle price in bangladesh

৩১ শে মে, ২০১৭ অনুযায়ী কীওয়ে মোটরসাইকেলের মূল্য তালিকা নিম্নরূপ:

মডেলের নামদাম (টাকায়)
Magnet 10089,900
RKS 100104,900
RKS 125129,900
RKS 150159,900
RKV 150155,900
Superlight185,000



benelli 150 price in bangladesh স্পীডোজ লিমিটেড বাংলাদেশে Benelli ব্র্যান্ডের মোটরসাইকেলও পরিবেশন করতে যাচ্ছে। 'ঢাকা বাইক শো-২০১৭' তে তারা Benelli TNT150 প্রদর্শন করে, যা একটি প্রিমিয়াম ১৫০সিসি মোটরসাইকেল। তরুণ ও নতুন জেনারেশনের বাইকারদের জন্যও থাকবে Benelli TNT135 নামের ছোট্ট একটি পকেট বাইক। আমাদের কাছে যদিও এখনও কোনো দাপ্তরিক বার্তা নেই তবুও ‌আশা করা যায় এই বছরই সেপ্টেম্বর-অক্টোবরের মাঝে Benelli ব্র্যান্ড বাংলাদেশের বাজারে প্রবেশ করবে। স্পীডোজ লিমিটেড তাদের KEEWAY RKS150 এর একটি আপগ্রেডেড ভার্সন আনবে। বাইকবিডি তাদের RKS125 ও RKS150 টেস্ট রাইডের সুযোগ পেয়েছিলো। এই রমজানের শেষে আমরা আমাদের KEEWAY Superlight টেস্ট রাইড প্রকাশ করবো। 

 আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী পবিত্র রমজান মাস কোম্পানীগুলোর জন্য ভাল সময় ।কারণ,  তখন অনেক মানুষ মোটরসাইকেল  ক্রয় করেন ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে। কীওয়ে রমজান অফার এতে আরও একটি মাত্রা যোগ করবে এবং আশা করা যায় আরও অন্যান্য কোম্পানীগুলোও রমজান জুড়ে নিত্যনতুন ডিসকাউন্ট অফার এবং রমজান অফার নিয়ে উপস্থিত হবে।