স্পীডোজ লঞ্চ করতে যাচ্ছে কিওয়ে আরকেআর ১৫০ স্পোর্টস বাইক
This page was last updated on 07-Jul-2024 08:36am , By Saleh Bangla
স্পীডোজ লিমিটেড লঞ্চ করতে যাচ্ছে নতুন মোটরসাইকেল কিওয়ে আরকেআর ১৫০ । এই বাইকটি হবে কিওয়ে মোটরসাইকেলের প্রথম ১৫০সিসি সেগমেন্টের স্পোটর্স মোটরসাইকেল। আর এটি কিওয়ের জন্য অন্যতম গ্রেট নিউজ যে কিওয়ে এর মত ইমার্জিং ব্র্যান্ড প্রথম বারের মত লঞ্চ করতে যাচ্ছে স্পোর্টস মোটরসাইকেল।
স্পীডোজ লিমিটেড লঞ্চ করতে যাচ্ছে কিওয়ে আরকেআর ১৫০।
যেহেতু বাইকটি এখনো সবার আড়ালেই রয়েছে তাই বাইকটি নিয়ে তেমন কিছু বলা যাচ্ছে না। তবে কিছু ফিচার রয়েছে যা আপনাদের জন্য আমরা তুলে ধরছি। যাতে করে বাইকটি সম্পর্কে আপনারা কিছুটা ধারনা পান বাইকটি সম্পর্কে। কিওয়ে আরকেআর ১৫০ ফিচারঃ
- স্পোর্টস ফিচার সমৃদ্ধ, তবে হ্যান্ডেল গুলো সুপার স্পোর্টস হ্যান্ডেল টাইপ হবে
- সিঙ্গেল সিলিন্ডার ১৫০সিসি ওয়াটার কুল্ড ইঞ্জিন ও ৪ ভালব
- ইঞ্জিন ১৪-১৬ বিএইচপি ক্ষমতা সমৃদ্ধ হতে পারে
- ৬ স্পিড গিয়ারবক্স
- টুইন হ্যালোজেন হেডলাইট আপ ফ্রন্ট অনেকটা জিএসআর ১২৫ এর মত
- এলইডি ইন্ডিকেটরস
- এলইডি টেল লাইট
- টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন
- মনোশক রেয়ার সাসপেনশন
- ১০০ সেকশন আপ ফ্রন্ট এবং ১৩০ সেকশন রেয়ার টায়ার
- এলয় রিমস
- ফ্রন্ট এবং রেয়ারে পেটাল ডিস্ক ব্রেক
- সিবিএস থাকতেও পারে আবার নাও পারে
- স্প্লিট বা প্রশস্ত সিট
- রেয়ার গ্রেইব রেইল
- এক্সএস্ট হচ্ছে বেনেল্লি টিএনটি ১৫০
- ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক
- ওয়েট ১৪০ থেকে ১৪৫ কেজি
- স্যাডেল হাইট ৮০০মিমি
ছবি দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে কিওয়ে আরকেআর ১৫০ বাইকটি লিফান কেপিআর ১৫০ এর প্রতিদ্বন্ধী হয়ে উঠতে পারে। আশা করা যাচ্ছে বাইকটি দুটি বা তিনটি কালারে পাওয়া যাবে। আর কালারের মধ্যে সাদা ও লাল এই দুটি কনফার্ম যে পাওয়া যাবে। কিওয়ে চাইনিজ বাইক এর মধ্যে অন্যতম যারা কমিউটিং সেগমেন্টে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখন সময়ের ব্যাপার যে তারা বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টে আরকেআর ১৫০ লঞ্চ করতে যাচ্ছে।
ছবি থেকে আমরা আরও একটি মোটরসাইকেল দেখতে পাই। আমরা ধারনা করছি যে সাদা বাইকটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিওয়ে আরকেআর ১৫০ এর নেকেড ভার্সন। এদিক থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে বাইকটি অনেকটা ইয়ামাহা এম স্ল্যাজের মত দেখতে।
আমরা বুঝতে পারছি যে কিওয়ে আরকেআর ১৫০ এবং আরকেএফ ১৫০ বাইক দুটি চেসিস ও ইঞ্জিন একই রকম। যদিও পাওয়ার ও কন্ট্রোলের দিক থেকে একটু হলেও পার্থক্য হতে পারে। যখন স্পীডোজ লিমিটেড বাংলাদেশে কিওয়ে আরকেআর ১৫০ লঞ্চ করবে, তখন স্পোর্টস সেগমেন্টে প্রতিযোগিতা আরো বাড়বে। জাপানী স্পোর্টস মোটরসাইকেল গুলো এক্সপেনসিভ, তাই এই মোটরসাইকেলটির দাম ধরা হচ্ছে ২.২৫ লাখ টাকার মত হবে। আর এই দাম অনেক স্পোর্টস বাইক লাভাদের জন্য আশির্বাদ সরূপ হবে।