কাওয়াসাকি মোটরসাইকেল অফিশিয়ালি লঞ্চ হবে বাংলাদেশে – ঢাকা বাইক শো ২০১৮

This page was last updated on 27-Jul-2024 06:36am , By Saleh Bangla

কাওয়াসাকি মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশে তাদের কাওয়াসাকি বাইক ঢাকা বাইক শো ২০১৮ তে অফিশিয়ালি লঞ্চ করবে । ফেসবুক পোস্ট,অনলাইন এবং র‍্যাংগস গ্রুপ এর কিছু অফিশিয়াল কর্মকর্তার সাথে কথা বলে আমরা জানতে পারছি যে বাংলাদেশের ঢাকা বাইক শো তে তারা ৪ ধরনের মডেলের মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে বা লঞ্চ করতে পারে । কাওয়াসাকি মোটরসাইকেলের বাংলাদেশের ৪র্থ জাপানী কোম্পানি যেটা বাংলাদেশে হোন্ডা ( বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড), সুজুকি(র‍্যাংকন মোটরবাইক লিমিটেড) এবং ইয়ামাহা(এসিআই মোটরস লিমিটেড) এর পরে এসেছে । গত দুই বছর ধরে কিছু ইম্পোর্টাস কাওয়াসাকি মোটরসাইকেলের কয়েকটি মডেল বাংলাদেশে এনেছে কিন্তু তারা মার্কেটে খুব একটা ভাল ফলাফল পায় নি এবং বাইকটির স্পেয়ার পার্টস এবং সার্ভিসও খুব ভাল ছিল না । কাওয়াসাকি স্পোর্টস সেগমেন্ট বাইকের পাইওনারস বাইক । তারা সাধারনত এক্সকুলেসিভ বাইক তৈরি করে । kawasaki-clix-150bof-price-in-bangladesh

>> Kawasaki KLX 150BF Price In Bangladesh <<

কাওয়াসাকি মোটরসাইকেল লিমিটেড কাওয়াসাকি হেভি ইন্ডাষ্ট্রিজ এর একটা অংশ যেই কোম্পানি শোজো কাওয়াসাকির দ্বারা অক্টোবরের ১৫ তারিখে শুরু করা হয় । কাওয়াসাকি কোম্পানি মোটরসাইকেল তৈরি করা ছাড়াও অন্যান্য কিছু তৈরি করে যেমন এয়ারক্রাফটস, স্পেস সিস্টেম, হেলিকপ্টারস, সিমুলেটরস, জেট ইঞ্জিনস, মিসাইলস এবং বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ইকুয়েপমেন্টস । দেখা যাচ্ছে যে কাওয়াসাকির কোম্পানির বাইকগুলো পুরো বিশ্বব্যাপী খুব জনপ্রিয় । Kawasaki-J125P-Price-in-Bangladesh

>>Kawasaki Z125 Price In Bangladesh<<

ঢাকা বাইক শোতে আমাদের বিশ্বাস যে কাওয়াসাকি আমাদের কাছে নতুন চারটা মডেলের বাইক নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় এটা যে তারা কোন কমিউটিং মোটরসাইকেল ( কারন কাওয়াসাকি ১০০-১৫০সিসির কমিউটিং বাইক তৈরি করে না) এবং আমরা ২৫০সিসি সেগমেন্টের স্পোর্টস বাইকও দেখতে পাব না (কারন ২৫০সিসি এর জন্য আমাদের দেশে পার্মিশন নেই) । কাওয়াসাকি মোটরসাইকেল কোম্পানি আমাদের কাছে যে যে বাইক পরিচিতি করাবে তা হলঃ

  • জেড১২৫ প্রো – ১২৫সিসি এর পকেট মিনি বাইক
  • কেএলএক্স ১৫০বিএফ – ১৫০সিসির অফ রোডিং মোটরসাইকেল , আমাদের বাংলাদেশে এমন রোড মোটরসাইকেল কম রয়েছে ।
  • ডি ট্রাকার – বাইকটি ১৫০সিসির ডুয়েল পারপোস মোটরসাইকেল ।

kawasaki-the-tracker-150-price-in-bangladesh

Also Read: কাওয়াসাকি মোটরসাইকেল অফিশিয়ালি আসছে বাংলাদেশে!!

এখনও আমরা নতুন কাওয়াসাকি মোটরসাইকেল এর দামগুলো জানতে পারি নাই আশা করি ২২-২৪ মার্চ ২০১৮ সালের ঢাকা বাইক শোতে বাইকগুলোর দাম ঘোষনা করা হবে । আমরা আপনাদের কাছে কাওয়াসাকি মোটরসাইকেল মডেলের বিষয়ে পরে আরো ডিটেলসভাবে আলোচনা করব । ধন্যবাদ সবাইকে ।